শর্তসাপেক্ষে শহিদ মিনারে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভার অনুমতি দিয়েছে কলকাতা হাই কোর্ট। যা নিয়েই বিরাট আশঙ্কা প্রকাশ করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শহিদ মিনার চত্বরেই বকেয়া ডিএ-এর দাবিতে মমতা সরাকরের বিরুদ্ধে ধরনা আন্দোলনে বসেছেন রাজ্য সরকারি কর্মীদের যৌথ মঞ্চ। এই অবস্থায় শাসক দলের সমাবেশ থেকে অনভিপ্রেত কিছু ঘটলে বুধবার সন্ধ্যার পর গোটা বাংলা অচলের হুঁশিয়ারিও দিলেন নন্দীগ্রামের বিজেপি বিধায়ক।
কী বলেছেন শুভেন্দু অধিকারী?
২৯ মার্চ শহিদ মিনারে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভার বিরুদ্ধে উচ্চ আদালতের দ্বারস্থ হয়েছিলেন ডিএ-এর দাবিতে আন্দোলনরত সরকারি কর্মীদের একাংশ। তাঁদের প্রশ্ন ছিল, একটি কর্মসূচি চলাকালীন পুলিশ কী ভাবে অন্য কর্মসূচির অনুমতি দিল? মঙ্গলবার দুপুরে বিচারপতি রাজাশেখর মান্থার এজলাসে এই মামলার শুনানি হয়। উভয়পক্ষের সওয়াল শোনার পর শর্ত সাপেক্ষে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদককে সভা করার অনুমতি দিয়েছেন বিচারপতি।
দুপুরে এই নির্দেশের পরই বিকেলে আশঙ্কা প্রকাশ করেন শুভেন্দু অধিকারী। তিনি বলেন, 'আমি অত্যন্ত আতঙ্কিত ও আশঙ্কিত। কালকে হুলিগানরা যারা খেলা হবে ডিজে বাজিয়ে ২০২১ সালের ২রা মে-র পরে ১ লক্ষ বিজেপি কর্মীকে ঘরছাড়া করেছিল, ১০ হাজার কর্মীকে মেরেছে ও ৫৭ জন বিজেপি কর্মীকে খুন করেছে- এই গুন্ডারা কালকে শহিদ মিনারে আসবে। আমার বাড়ির সামনে গত দু'বছর ধরে, আমার ৮৫ বছরের বৃদ্ধ পিতা, ৭৫ বছরের মাকে প্রতিদিন বাড়ির সামনে ডিজে বাজিয়ে উত্যক্ত করেছে। কাল এই লোকেরা যদি সরকারি কর্মীদের গায়ে হাত দেয় তবে সন্ধ্যার পরই পশ্চিমবাংলা অচল হবে।'
শুভেন্দুর দাবি, 'পুলিশ আর্মির কলার ধরিয়ে পারমিশন করিয়েছে। আর্মি প্রথম সাতদিন এই সভার অনুমতি দিতে চায়নি। কিন্তু দলদাস বিনিত গোয়েল একজন ডিজি-কে পাঠিয়ে কার্যত কলার ধরে আর্মির থেকে এনওসি নিয়েছে। এই এনওসি তৃণমূলের কেউ নেয়নি, পুলিশ গিয়ে নিয়েএসেছে। এর থেকে লজ্জার কিছু হয় না।'
আরও পড়ুন- মমতার ধরনার দিনেই নাকি বাড়ির বউমা-কে তলব কেন্দ্রীয় এজেন্সির! সময়ের এই সমাপতন কি কাকতালীয়?
পাল্টা তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেছেন, 'সেনাকে পুলিশ সভার অনুমতি দিতে নাকি বাধ্য করেছে, এটা হয় নাকি? যত গরম বাড়ছে শুভেন্দু ততই অবসাদগ্রস্ত হচ্ছে ও ওর পাগলামিটাও বাড়ছে। শহিদ মিনার ঐতিহাসিক জায়গা। সেখানে সকলের আন্দোলনের অধিকার রয়েছে। সরকারি কর্মীরা তাঁদের আন্দোলন করুন। তৃণমূল কেন তাঁদের বাধা দেবে? কিন্তু আমরা সচেতন হয়ে যাচ্ছি, কারণ ডিএ আন্দোলনকারীদের উস্কাচ্ছেন শুভেন্দু ও বিজেপি।'
কোন কোন শর্তে অভিষেকের সভার অনুমতি আদালতের?
- শহিদ মিনার ময়দানে শান্তি-শৃঙ্খলা বজায় নিশ্চিত করবে পুলিশ।
- সভা চত্বর পুরোটা সিসিটিভি নজরদারি করতে হবে। করতে হবে ভিডিওগ্রাফি-ও।
- নিশ্ছিদ্র নিরাপত্তা সুনিশ্চিত করতে ডেপুটি কমিশনার ও জয়েন্ট কমিশনারকে নজরদারি করতে হবে।
- সভাস্থলের পুরোটা বাঁশ দিয়ে ঘিরে দিতে হবে।
- ডিএ আন্দোলনকারীদের কোনওভাবেই বিরক্ত করা যাবে না।