/indian-express-bangla/media/media_files/2025/09/07/suvendu-on-ssc-exam-2025-09-07-07-54-52.jpg)
Live News in bengal : গুরুত্বপূর্ণ খবরের আপডেট জানুন।
নবদ্বীপ আসন টলমল করছে। ওরা জানে এস আই আর হওয়ার পর ওরা ২০ হাজার ভোটে হারবে। তাই বিজেপির এই সব যুব তাজা কর্মীদের খুন করে যুবকদের ভয় দেখিয়ে দিতে চাই। খুন হওয়া বিজেপি কর্মীর ময়না তদন্তের জন্য শবিবার কল্যাণী এইমসে উপস্থিত হয়ে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এ কথা বলেন। একইসঙ্গে অভিযুক্তদের গ্রেফতার করতে বিরোধী দলনেতা পুলিশকে এদিন ডেডলাইনও বেঁধে দিয়ে প্রতিবাদ মিছিলের ডাক দেন।
এর রেশ ধরে শুভেন্দু অধিকারী বলেন, পরিকল্পিত রাজনৈতিক কারণে এই খুন হয়েছে। পরিবার ৪ জনের নামে ২৪ ঘন্টা পেরিয়ে গেলেও এখনও পর্যন্ত একজনও গ্রেফতার হয়নি। নবদ্বীপ আসন টলমল করছে। ওরা জানে এস আই আর হওয়ার পর ওরা ২০ হাজার ভোটে হারবে জানে। তাই বিজেপির এই সব যুব তাজা কর্মীদের খুন করে যুবকদের ভয় দেখিয়ে দিতে চাইছে। তিনি পুলিশকে হুঁশিয়ারি দিয়ে বলেন, পুলিশকে আগামীকাল অবধি সময় দিচ্ছি। সোমবার বিকেলে ভারতীয় বিজেপির পক্ষ থেকে নবদ্বীপে ধিক্কার ও প্রতিবাদ মিছিল হবে।'
বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আরও বলেন, 'সঞ্জয় আমাদের দলের পরিচিত মুখ। ওর দিদি ওই এলাকার মহিলা মোর্চার অত্যন্ত শক্তিশালী নেত্রী। স্বাভাবিক ভাবেই রাজনৈতিক কারণ আছে। লোকসভাতে রোহিঙ্গা ছাপ্পা অবৈধ অনুপ্রবেশ ভয় দেখিয়ে মাত্র ৬ হাজার ভোটে গ্যাপ। ওরা জানে এস আই আর হওয়ার পর ওরা ২০ হাজার ভোটে হারবে জানে। তাই বিজেপির হাতিয়ার যুবকদের ভয় দেখাতে এই কাজ করছে।
শনিবার শুভেন্দু হুঁশিয়ারি ছুঁড়ে বলেন, একটা অকৃতদার অবিবাহিত যুবক যার সেবা করার কাজ ছিল। তাকে খুন করার মধ্যে দিয়ে প্রমাণ হলো কোন নাগরিককে নিরাপত্তা দিতে ব্যর্থ। আর পশ্চিমবঙ্গের পুলিশ রাজনৈতিক দল ধর্ম দেখে কাজ করে। তাই রাজ্য পুলিশের উপর মানুষেরও কোন আস্থা নেই। মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ মন্ত্রী হিসেবে শুধু নয়, স্বাস্থ্য মন্ত্রী হিসেবেও ব্যর্থ'।