Advertisment

ফের তারিখ হুঁশিয়ারি শুভেন্দুর, এবার অনুব্রত গড়ে…

শুভেন্দুর কটাক্ষ- 'কলকাতায় যেমন ভাইপো আছে, এখানেও তেমন এক ভাইপো আছে, তিনি বালি, পাথর সবই খান।'

IE Bangla Web Desk এবং Chinmoy Bhattacharjee
New Update
suvendu adhikaris complains about bonus discrimination of civic volunteers against mamata govt , পুজো ও ঈদে সিভিক ভলান্টিয়ারদের বোনাস বৈষম্য নিয়ে মমতা সরকারের বিরুদ্ধে অভিযোগ শুভেন্দু অধিকারীর

TMC VS BJP: মমতা বন্দ্যোপাধ্যায় ও শুভেন্দু অধিকারী।

ডিসেম্বরে বীরভূমের তৃণমূল নেতাদের অবস্থা অনুব্রত মণ্ডলের থেকেও ভয়ংকর হবে। এবার বীরভূমের তৃণমূল নেতাদের হুঁশিয়ারি দিলেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি বলেন, 'যাঁরা পঞ্চায়েত নির্বাচনে আমাদের প্রার্থী দিতে দেয়নি, তাঁদের অবস্থা অনুব্রত মণ্ডলের থেকেও খারাপ হবে।'

Advertisment

আগামী ২৯ নভেম্বর কলকাতায় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সভা। সেই উপলক্ষে, বিজেপির 'কলকাতা চলো' অভিযানে অংশ নিতে সোমবার রামপুরহাটে আসেন শুভেন্দু অধিকারী। প্রথমে রামপুরহাট শহরে পদযাত্রা করেন এই বিজেপি নেতা। পদযাত্রায় ছিলেন বীরভূম বিজেপির জেলা সভাপতি ধ্রুব সাহা, রাজ্য সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্যায়, রাজ্য সহ-সভাপতি শ্যামাপদ মণ্ডল, মাফুজা খাতুন-সহ জেলা নেতৃবৃন্দ। পদযাত্রা শেষে রামপুরহাটের পাঁচমাথা মোড়ে একটি সভাও করেন শুভেন্দু অধিকারী। সভায় বক্তব্য রাখতে গিয়ে, 'বীরভূমের তৃণমূল নেতাদের কাছে ডিসেম্বর মাস ভয়ংকর হবে' বলে হুমকিও দেন শুভেন্দু। তিনি বলেন, 'এদের অনুব্রতর থেকেও বাজে হাল হবে। ডিসেম্বর মাস ভয়াবহ হবে বীরভূমের তৃণমূল নেতাদের কাছে। ভোট পরবর্তী হিংসা, পাথর চুরি আর মহম্মদ বাজারের জিলেটিন। মহম্মদ বাজারের জিলেটিন উদ্ধারে নাম পাওয়া গেছে একাধিক নেতার। নামগুলো ডিসেম্বরে বলব। এখন বলে দিলে নেত্রী (মমতা বন্দ্যোপাধ্যায়) বলবেন, আমি সব জানি, তাই আগে বলে দিই, পরের দিন ধরা পড়ে।'

বীরভূম জেলা পরিষদের সভাধিপতি ফায়েজুল হক ওরফে কাজল শেখকেও সভায় আক্রমণ করেন শুভেন্দু। তিনি বলেন, 'অনুব্রত ধরা পড়ার পরও বীরভূমে বালি পাচার, গরু পাচার, কয়লা পাচার বন্ধ হয়নি। নতুন একটা পাখি উড়ছে- কাজল শেখ। তারও আবার নতুন পাখি সঙ্গে, ভাগ্নে বাপি। আমাদের সব নজরে আছে।' সভায় সিউড়ি-২ নম্বর ব্লকের তৃণমূল সভাপতি নুরুল ইসলামকেও হুঁশিয়ারি দেন রাজ্যের বিরোধী দলনেতা। তিনি বলেন, 'আপনি পঞ্চায়েত নির্বাচনে বিজেপিকে প্রার্থী দিতে দেননি। ডিসেম্বরের মধ্যেই তার ফল পাবেন। আপনাদের অবস্থা অনুব্রত মণ্ডলের থেকেও খারাপ হবে।'

আরও পড়ুন- রেলের যুগান্তকারী পদক্ষেপ, শিয়ালদা মেইন লাইনে ছুটবে এসি লোকাল, ভাড়া কত?

রামপুরহাটের বিধায়ক তথা রাজ্যের ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করে শুভেন্দু বলেন, 'এখানকার এমএলএ তো ফুলবাবু, অধ্যাপক। ভদ্দরলোক! এমন ভদ্দরলোক যে রামপুরহাটের বগটুইয়ে গিয়েছিলেন, আর পীড়িত, নিহতদের পরিবারের লোকজন তাঁকে তাড়া করেছিল। তাঁরও একটা ভাইপো আছে। কলকাতায় যেমন একটা বড় ভাইপো আছে, তেমন এখানেও একটা ছোট ভাইপো আছে। তিনি বালি, পাথর সবই খান।'

Suvendu Adhikari Mamata Banerjee bjp tmc
Advertisment