প্রতিজ্ঞা পূরণ হয়েছে। তৃতীয়বার ভারতের প্রধানমন্ত্রী হয়েছেন নরেন্দ্র মোদী। এবার তাই এক বছর তিন মাসেরও বেশি সময় ধরে জমা চুল-দাড়ি কাটলেন BJP কর্মী শ্যামল দেবনাথ। সোমবার মাথা ন্যাড়া করিয়েছেন শ্যামল। তারপর গঙ্গায় ১০৮ বার ডুব দিয়ে স্নান সেরে হনুমান মন্দিরে পুজোও দিয়েছেন তিনি। পূর্ব বর্ধমানের কাটোয়ার বিজেপি কর্মী শ্যামল দেবনাথের এমন মোদী-প্রীতি নিয়ে বিরোধীরা কটাক্ষ করলেও তারিফ না করে পারেননি বিজেপি নেতারা।
কাটোয়ার পানুহাট ইদারাপাড়ের গৌয়ালিয়াপাড়ায় বাড়ি ৪৭ বছর বয়সী শ্যামল দেবনাথের । বাড়িতে রয়েছেন তাঁর স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে। ফুচকা, ঝালমুড়ি বিক্রি করে কষ্টে-শিষ্টে তাঁর সংসার চলে। তবে বিজেপি দলের প্রতি তাঁর আনুগত্য ও মোদী ভক্তিতে কোনও খামতি নেই। কাটোয়ার খাজুরডিহি পঞ্চায়েতের ১৫ নম্বর বুথের বিজেপির সভাপতির পদে রয়েছেন মোদীর একনিষ্ঠ ভক্ত
শ্যামল ।
এহেন বিজেপি কর্মী ২০২৩-এর পঞ্চায়েত ভোটের কিছুদিন আগে ২০২৪ সালের লোকসভা ভোট নিয়ে
মাথা ঘামাতে শুরু করেন। তারই মধ্যে কঠিন এক প্রতিজ্ঞা করে বসেন তিনি। শ্যামল প্রতিজ্ঞা করেন, নরেন্দ্র মোদী তৃতীয়বার প্রধানমন্ত্রীর পদে শপথ নিলে তবেই তিনি চুল-দাড়ি কাটবেন। প্রতিজ্ঞা পূরণ না হলে তিনি চুল দাড়ি কটবেন না বলেও জানিয়েছিলেন।
রবিবার তৃতীয় বারের জন্যে নরেন্দ্র মোদী ভারতের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। সেই শপথ গ্রহণ অনুষ্টান দেখার জন্যে ওই দিন বিকেল থেকেই টিভির সামনে বসেছিলেন শ্যামলবাবু। তিনি প্রধানমন্ত্রী ছাড়াও মন্ত্রি সভার বাকি সদস্যের শপথ গ্রহণ অনুষ্ঠানও খুঁটিয়ে দেখেন। প্রতিজ্ঞা পূরণ হওয়ায় তিনি উচ্ছ্বাসে ফেটে পড়েন শ্যামল। ঠিক করে নেন এবার তিনি
চুল-দাড়ি কাটবেন।
সেই মতো সোমবার সকালে নাপিতকে ডাকেন। তাঁকে নিয়ে তিনি পৌছে যান নিজের পাড়ার একটি গাছতলায়। সেখানে তাঁর পাশে রাখা ছিল নরেন্দ্র মোদীর একটা ছবি। সেই ছবি পাশে নিয়ে বসে মাথা নেড়া করেন তিনি। দাড়িও কামান। এরপর সেখান থেকে তিনি সোজা চলে যান কাটোয়ার মরিঘাটে। গঙ্গাস্নান সেরে ঘাটের অদূরে থাকা হনুমান মন্দিরে পুজো দিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দীর্ঘায়ূ ও NDA সরকারের স্থায়িত্ব কামনা করে পুজো দেন শ্যামল।
শ্যামল দেবনাথ বলেন, “নরেন্দ্র মোদী ১০ বছর দেশের প্রধানমন্ত্রী থাকায় দেশের প্রভূত উন্নতি হয়েছে। আন্তর্জাতিক স্তরে ভারতের সমাদর বেড়েছে। দেশ স্বাধীন হওয়ার পর থেকে এই প্রথম আমরা প্রকৃত দেশপ্রেমী প্রধানমন্ত্রী পেয়েছি। নরেন্দ্র মোদী যতদিন প্রধানমন্ত্রী থাকবেন ততদিন রাষ্ট্র সুরক্ষিত থাকবে। মানুষের আশা আকাঙ্খা পূরণ হবে। আমি চেয়েছিলাম যে রাষ্ট্রের কল্যাণের জন্য তৃতীয় বার প্রধানমন্ত্রী হোন নরেন্দ্র মোদী। তা নিয়ে প্রতিজ্ঞা করে আমি ২০২৩-এর পঞ্চায়েত নির্বাচনের আগে থেকে চুল-দাড়ি কাটা বন্ধ করে দিই। রবিবার প্রতিজ্ঞাপূরণ হওয়ায় এক বছর তিন মাস ১০ দিনের মাথায় চুল-দাড়ি কেটেছি।"