Advertisment

প্রকৃতির রোষে তছনছ সিকিম, আটকে পড়া পর্যটকদের উদ্ধারে যুগান্তকারী ভাবনা প্রশাসনের!

মেঘভাঙা বৃষ্টির জেরে সিকিমের পাহাড়ি পথ যেন বিভীষিকা হয়ে দাঁড়িয়েছে।

author-image
IE Bangla Web Desk
New Update
sikim govt making strong efforts to rescue tourists stranded in flood hit state

মেঘভাঙা বৃষ্টির জেরে সিকিমে বন্যা পরিস্থিতি।

প্রকৃতির রোষে তছনছ সিকিমের বিস্তীর্ণ প্রান্ত। মেঘভাঙা বৃষ্টির জেরে সিকিমের পাহাড়ি পথ যেন বিভীষিকা হয়ে দাঁড়িয়েছে। আচমকা হড়পা বাণ নেমে নিখোঁজ সেনা-জওয়ান থেকে শুরু করে স্থানীয় বাসিন্দারা। সময় যত এগোচ্ছে ততই যেন আরও বেশি আতঙ্ক দানা বাঁধছে। পুজোর আগে সিকিম বেড়াতে গিয়ে প্রবল বিপাকে পড়েছেন হাজার-হাজার পর্যটক। উত্তর সিকিম-সহ রাজ্যের নানা প্রান্তে বেড়াতে গিয়ে আটকে পড়েছেন বহু পর্যটক। সিকিমে আটকে পড়া হাজার তিনেক পর্যটকদের উদ্ধারেই এবার যুগান্তকারী ভাবনা সিকিম সরকারের।

Advertisment

পর্যটকদের উদ্ধারে ঠিক কী করার ভাবনা সিকিম প্রশাসনের?

সূত্র মারফত জানা গিয়েছে, আবহাওয়ার পরিস্থিতি একটু উন্নতি হলেই উত্তর সিকিমের লাচুং-লাচেন-সহ অন্য এলাকায় পর্যটকদের উদ্ধারে অলআউট অভিযানে নামবে সিকিম প্রশাসন। আটকে পড়া পর্যটকদের উদ্দারে চপার নামানোর ভাবনা সিকিম সরকারের। এব্যাপারে নিয়মিত ট্যুর অপারেটরদের সঙ্গে যোগাযোগ রেখে চলেছে সিকিম সরকারের বিশেষ বিভাগ। এছাড়াও ব্যক্তিগতভাবে যে পর্যটকেরা সিকিমে বেড়াতে গিয়েছিলেন তাঁদের সঙ্গেও যোগাযোগের চেষ্টা চলছে।

উত্তর সিকিমের বিভিন্ন এলাকায় পর্যটকদের আটকে পড়া নিয়ে ট্যুর অপারেটররা সিকিম প্রশাসনকে নানা তথ্য দিচ্ছেন। তারই ভিত্তিতে ও নিজেদের নেটওয়ার্ক কাজে লাগিয়েও আটকে পড়া পর্যটকদের উদ্ধারে এবার চপারের সাহায্য নিতে পারে সিকিম সরকার।

সিকিমের বন্যা পরিস্থিতি ক্রমেই বিপজ্জনক আকার নিচ্ছে। বেসরকারি সূত্রে ইতিমধ্যেই বন্যাবিধ্বস্ত সিকিমে ১৪ জনের মৃত্যুর খবর মিলেছে। এখনও একশোরও বেশি মানুষ নিখোঁজ রয়েছেন বলে বিভিন্ন সূত্র থেকে দাবি করা হয়েছে। সিকিমের মুখ্যমন্ত্রী প্রেম সিং তামাং রাজ্যবাসী ও বিভিন্ন রাজ্য থকে যাওয়া পর্যটকদের এই মুহূর্তে আরও বেশি সতর্ক থাকতে অনুরোধ করেছেন।

আরও পড়ুন- ‘অভিষেকের ভয়ে পালাচ্ছেন রাজ্যপাল’, মন্ত্রীর গলায় একথা শুনেই সটান জবাব বোসেরও!

সিকিম সরকারে তরফে হেল্পলাইন নম্বর চালু করা হয়েছে। সেগুলি হল 03592-202892, 03592221152, 8001763383, ফ্যাক্স নম্বর- 03592202042। এছাড়াও জরুরি ভিত্তিতে সহায়তার জন্য 112 ডায়াল করতে বলা হয়েছে

আরও পড়ুন- আরও প্রবল-জোরালো বৃষ্টির তুফানি পূর্বাভাস, আজও তুমুল দুর্যোগ! আবহাওয়ার উন্নতি কবে?

এছাড়াও ভারতীয় সেনাবাহিনীও সিকিমে আটকে পড়া তাঁদের সেনা-সদস্য ও নিখোঁজ অন্যান্য ব্যক্তিদের পরিবারের জন্য তিনটি হেল্পলাইন নম্বর চালু করেছে। উত্তর সিকিমে সহায়তার জন্য ডায়াল করা যেতে পারে 8750887741, পূর্ব সিকিমের জন্য - 8756991895 এবং ২২ নিখোঁজ সেনা সম্পর্কে অনুসন্ধানের জন্য হেল্পলাইন নম্বর হল 7588302011

West Bengal Tourist north bengal Flood Situation Sikim
Advertisment