New Update
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2024/06/ie-sikkim.jpg)
উত্তর সিকিমে অবিরাম বৃষ্টির কারণে ভূমিধসের কারণে কাদা ও পলিতে আটকে যানবাহন। (পিটিআই ছবি)
উত্তর সিকিমে অবিরাম বৃষ্টির কারণে ভূমিধসের কারণে কাদা ও পলিতে আটকে যানবাহন। (পিটিআই ছবি)
Sikkim Landslide: লাগাতার বর্ষণে বিপর্যস্ত উত্তর সিকিম। ভ্রমণপিপাসুদের জনপ্রিয় গন্তব্য এখন প্রকৃতির রুদ্ররোষে। পরিস্থিতি এমন যে গোটা দেশের সঙ্গেই যোগাযোগ বিচ্ছিন্ন পর্যটনের জন্য বিখ্যাত উত্তর সিকিমের লাচুং-লাচেনের মতো বহু জায়গার। সংবাদ সংস্থা পিটিআই সূত্রে খবর, প্রায় দেড় হাজার পর্যটক আটকে পড়েছেন। প্রাকৃতিক দুর্যোগে প্রাণহানি হয়েছে ৬ জনের।
সিকিমের মঙ্গনের জেলাশাসক হেমকুমার ছেত্রী জানিয়েছেন, পাকশেপ এবং অম্ভিথাং গ্রামে মোট ৬ জনের মৃত্যু হয়েছে। জেলা প্রশাসন জানিয়েছে, মঙ্গন এবং চুংথাংয়ের সংযোগকারী বেইলি ব্রিজ ভেঙেছে। ধসে বহু রাস্তা বন্ধ প্রায়। বহু বাড়িঘর তছনছ হয়ে গিয়েছে ধসে। উদ্ধার কাজ কীভাবে চালানো হবে, ত্রাণ পৌঁছে দেওয়া সেসব নিয়ে বুধবার রাতে প্রশাসনিক আধিকারিকরা বৈঠক করেন।
এদিকে, রাজ্যের এমন অবস্থার মধ্যে মুখ্যমন্ত্রী প্রেমসিং তামাং অরুণাচলে রয়েছেন। সেখানে মুখ্যমন্ত্রী পেমা খান্ডুর শপথগ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছেন প্রেমসিং। তিনি বলেছেন, ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে রয়েছে রাজ্য সরকার। যথাসম্ভব সাহায্য পৌঁছে দেওয়ার চেষ্টা হচ্ছে। ঘরছাড়াদের নিরাপদ আশ্রয়ের বন্দোবস্ত করার চেষ্টা করছে সরকার।
অন্যদিকে, সিকিমে বিপর্যয়ের কারণে বিপর্যস্ত ১০ নম্বর জাতীয় সড়ক। আর দক্ষিণবঙ্গে তীব্র গরমের কারণ বহু মানুষ এখন দার্জিলিং, কালিম্পংয়ে বেড়াতে গিয়েছেন। পর্যটকদের জন্য বিকল্প পথ জানিয়ে দিয়েছে কালিম্পং জেলা প্রশাসন। আপাতত ছোট গাড়ি মানসং, ১৭ মাইল, আলগাড়া, লাভা, গরুবাথান হয়ে শিলিগুড়ি যাতায়াত করতে পারবে। বড় এবং ভারী গাড়ি পেডং, লাভা, গরুবাথান হয়ে শিলিগুড়ি যাওয়া আসা করবে। কালিম্পং থেকে দার্জিলিং যাওয়ার জন্য ২৭ মাইল থেকে তিস্তা ভ্যালি হয়ে পৌঁছনো যাবে বলে জানিয়েছে প্রশাসন।