Advertisment

শাক খেয়ে বিষক্রিয়া, মৃত্যু কলেজ ছাত্রীর, হাসপাতালে ভর্তি ৫

বাড়িতে রান্না করা শাক খেয়ে কী ভাবে কারও মৃত্যু হতে পারে তা নিয়েই প্রশ্ন উঠছে।

author-image
IE Bangla Web Desk
New Update
siliguri fhulbari college student died after eating spinach

শাক খেয়ে মৃত্যু কলেজ ছাত্রীর, এলাকায় চাঞ্চল্য। ছবি- সন্দীপ সরকার

শাক খেয়ে বিষক্রিয়ার ফলে মৃত্যু হল এক কলেজ ছাত্রীর। পাশাপাশি আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন মৃতের পরিবারের আরও তিন সদস্য। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে শিলিগুড়ি সংলগ্ন ফুলবাড়ি এক নম্বর গ্রাম পঞ্চায়েতের সাহুডাঙ্গি এলাকার নওয়াপাড়ায়। বাড়িতে রান্না করা শাক খেয়ে কী ভাবে কারও মৃত্যু হতে পারে তা নিয়েই প্রশ্ন উঠছে।

Advertisment

জানা ফুলবাড়ির সাহুডাঙ্গি এলাকার নওয়াপাড়ার বাসিন্দা অনন্ত রায় খাওয়ার জন্য স্থানীয় বাজার থেকে লাফা শাক কিনে আনেন। এই শাক শিলিগুড়ি ও সংলগ্ন এলাকায় যথেষ্ট জনপ্রিয়। সেই রান্না করা শাকই রায় পরিবারের সকলে রাতে খায়। খাওয়ার কিছুক্ষণ পর থেকে পরিবারের প্রত্যেকে অসুস্থ হয়ে পড়েন। বমি, পায়খানা শুরু তাঁদের।

এরপরই প্রতিবেশীরা অসুস্থদের প্রথমে শিলিগুড়ি জেলা হাসপাতালেনিয়ে যান। ক্রমশই অসুস্থদের প্রত্যেকের শারীরিক অবস্থার অবনতিহয়। ফলে শিলিগুড়ি জেলা হাসপাতাল থেকে তাঁদের উত্তরবঙ্গ মেডিকেল কলেজে স্থানান্তরিত করা হয়। সেখানেই মৃত্যু হয় পরিবারের মেয়ে তনুশ্রী রায়ের (২১)। সে শিলিগুড়ি কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্রী। পাশাপাশি ওই ছাত্রীর মা নমিতা রায়, অনন্ত রায়, মনিষা রায় ও শ্রুতি রায় উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। আদের অবস্থাও আশঙ্কাজনক। খাদ্যে বিষক্রিয়ার কারনেই তনুশ্রীর মৃত্যুর হয়েছে বলে হাসপাতালসূত্রে খবর।

siliguri West Bengal
Advertisment