কয়েক মাস আগেই শিলিগুড়ি পুরসভায় সবুজ আবির উড়েছে। জিতেছিল রাজ্যের শাসক দল। এবার শিলিগুড়ি মহকুমা পরিষদও বামেদের থেকে কেড়ে নিল তৃণমূল। ২২টি গ্রাম পঞ্চায়েতের মধ্যে ২০টিই তৃণমূলের দখলে। মোট ৪৬২টি পঞ্চায়েত আসনের মধ্যে ৩১১টিতেই জয়ী তৃণমূল কংগ্রেস।
এছাড়া, ৭৪ টি আসনে জয় পেয়েছে বিজেপি। কংগ্রেসের দখলে ১৬টি গ্রাম পঞ্চায়েত আসন। বামেরা জিতেছে ১২টিতে।
শিলিগুড়ি বিধানসভা, লোকসভা আসনে জয় পেয়েছিল বিজেপি। কিন্তু, মহকুমা পরিষদের ভোটে তেমন প্রভাব বিস্তারে ব্যর্থ গেরুয়া শিবির। অনেক জায়গাতেই বাম ও কংগ্রেস প্রার্থীরা দ্বিতীয়স্থানে উঠে এসেছেন।
মাটিগাড়া নকশালবাড়ি এবং ফাঁসিদেওয়া বিধানসভা কেন্দ্র মিলিয়েই মূলত মহকুমা পরিষদের নির্বাচন।
জিটিএ ভোটে খাতা খুলেছে তৃণমূল। ১০টি আসনে লড়ে জিতেছে ৫টিতে। এই প্রথম সমতলের কোনও দল জিটিএ ভোটে এতগুলি আসন পেল। অন্যদিকে শিলিগুড়ি মহকুমা পরিষদের নির্বাচনেও জয়জয়কার জোড়া-ফুলের। আপ্লুত তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। টুইট বার্তায় তিনি লিখেছেন, 'উত্তর থেকে দক্ষিণ, বাংলার ভোটাররা আবারও জানিয়ে দিলেন যে তাঁদের প্রথম পছন্দ মা-মাটি-মানুষ প্রার্থীরাই।'
আরও পড়ুন- পাহাড়ে অনীত থাপার জয়জয়কার, এককভাবে GTA দখল BJPM-র, খাতা খুলল তৃণমূল