তৃণমূলে প্রবীণ-নবীন বিতর্ক আরও বাড়িয়ে দিলেন দলের বর্ষীয়ান আরও এক নেতা। অভিষেক বন্দ্যোপাধ্যাযকে গুরুত্বপূর্ণ নেতা বলে মনে করলেও মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তাঁর কোনও তুলনা চলে না বলেই মনে করেন বর্ষীয়ান তৃণমূল নেতা তথা শিলিগুড়ির মেয়র গৌতম দেব।
কী বলেছেন গৌতম দেব?
"অভিষেক বন্দ্যোপাধ্যায় গুরুত্বপূর্ণ নেতা। তবে মমতার সঙ্গে তুলনা চলে না। দলের প্রবীণদের তৃণমূলের ইতিহাস জানানো উচিত নবীনদের। দিদির লেখা বইয়ের উপজীব্য তুলে নিয়ে একটা বই বানিয়ে সেটা নবীনদের হাতে তুলে দেব। তৃণমূল আর মমতা বন্দ্যোপাধ্যায় সমার্থক। অভিষেক নিশ্চিতভাবে এই প্রজন্মের আইকন। মমতার পর অভিষেকও নিশ্চিতভাবেই মানুষের মনের মধ্যে জায়গা করে নিতে পারবেন।"
উল্লেখ্য, এর আগে তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় বলেছেন, "মমতা না থাকলে বাংলা ছাগলের তৃতীয় সন্তান হয়ে যেত। দেশের রাজনীতিতে মমতা আছেন বলেই বাংলা আলোচনায় রয়েছে।" দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সিকেও বলতে শোনা গিয়েছে, "অভিষেক বন্দ্যোপাধ্যায় লড়াই করলে মমতা বন্দ্যোপাধ্যায়কে সামনে রেখেই লড়বেন।"
আরও পড়ুন- ফের চ্যালেঞ্জের মুখোমুখি ‘কালীঘাটের কাকু’! এবার গেরুয়া নজরে সুজয়কৃষ্ণ
তবে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের কথা ভালোভাবে নেননি দলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। দলে নবীনদের হয়ে ব্যাট ধরে তাঁকে বলতে শোনা যায়, "সুদীপদা তো কয়েকদিন আগেই দেখলেন অভিষেকের নেতৃত্বের ঝাঁঝ। তা বলে মমতাদি না থাকলে বাংলা ছাগলের তৃতীয় সন্তান হয়ে যাবে এটা ওনার বলা সাজে না। যাঁরা এসব বলছেন তাঁরা অন্ধ আনুগত্য দেখানোর চেষ্টা করছেন। সামনে থাকলে ভাবসম্প্রসারণ শুনিয়ে দিতাম।"