/indian-express-bangla/media/media_files/2025/10/20/trump-shehbaz-sharif-india-pakistan-ceasefire-claim-2025-10-20-16-47-21.jpg)
News in Bengal Highlights: গুরুত্বপূর্ণ খবরের আপডেট জানুন।
Kolkata News Updates:হোয়াইট হাউসে ফেরার পর থেকেই অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেই ধারাবাহিকতায় এবার আরও একদল ভারতীয়কে দেশে ফেরত পাঠিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার রাতে দিল্লি বিমানবন্দরে পৌঁছায় অভিবাসীদের নিয়ে আসা বিশেষ বিমান। জানা গেছে, মোট ৩৫ জনকে ফিরিয়ে আনা হয়েছে, যাদের মধ্যে ১৬ জন কর্ণাল, ১৪ জন কৈথাল এবং ৫ জন কুরুক্ষেত্র জেলার বাসিন্দা। এর আগেও মার্কিন প্রশাসন ভারতীয় নাগরিকদের হাতকড়া পরিয়ে ফেরত পাঠানোর ঘটনায় বিতর্কের সৃষ্টি হয়েছিল। উল্লেখ্য, প্রেসিডেন্ট ট্রাম্পের ‘আমেরিকা ফার্স্ট’ নীতির আওতায় অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হচ্ছে।
আরও পড়ুন- মমতার বড় জয়! ‘১০০ দিনের কাজে টাকা দিতেই হবে কেন্দ্রকে’, জানাল সুপ্রিম কোর্ট
বাগবাজারে চাঞ্চল্যকর ঘটনা। স্ত্রীকে খুন করে থানায় আত্মসমর্পণ করলেন এক ব্যক্তি। মৃত গৃহবধূর নাম পূজা পুরকায়েত। শনিবার রাতে শ্বশুরবাড়ির লোকেরা তাঁকে গুরুতর অবস্থায় হাসপাতালে নিয়ে যান। চিকিৎসকরা শরীরে একাধিক আঁচড়ের চিহ্ন দেখে ঘটনাটিকে অস্বাভাবিক মৃত্যু বলে মনে করে পুলিশকে খবর দেন। পুলিশ তদন্তে নেমে গৃহবধূর শ্বশুরবাড়িতে পৌঁছায় এবং সেখান থেকে স্বামীর হাতে লেখা একটি নোট উদ্ধার করে। ময়নাতদন্তের রিপোর্টে জানা গিয়েছে, পূজাকে শ্বাসরোধ করে খুন করা হয়েছে। পুলিশ সূত্রে খবর, স্ত্রী-র বিবাহবহির্ভূত সম্পর্ক আছে বলে সন্দেহ করতেন স্বামী। সেই সন্দেহ থেকেই খুনের ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। ঘটনার পর অভিযুক্ত স্বামী নিজেই থানায় আত্মসমর্পণ করেন। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
আরও পড়ুন- ওয়াকফ নিয়ে কেন্দ্রকে নিশানা, সরকার গড়ার পর আইন বদলের ডাক তেজস্বীর
গত কয়েকদিন ধরেই পশ্চিমবঙ্গে ভোটার তালিকা সংশোধন ও বিশেষ নিরীক্ষা (SIR) নিয়ে জোর আলোচনা চলছে। এবার সেই জল্পনায় ইন্ধন জোগাচ্ছে নির্বাচন কমিশনের পদক্ষেপ। সূত্রের খবর, আজ বিকেলে দিল্লিতে কেন্দ্রীয় নির্বাচন কমিশনের সাংবাদিক বৈঠক অনুষ্ঠিত হতে চলেছে। সেই বৈঠকেই পশ্চিমবঙ্গ-সহ ১০টিরও বেশি রাজ্যে SIR প্রক্রিয়া শুরু হওয়ার সম্ভাবনা প্রবল। ধারণা করা হচ্ছে, বাংলা-সহ অন্তত ১৫টি রাজ্যে একযোগে SIR চালুর ঘোষণা আসতে পারে আজই।
আশঙ্কা বাড়াচ্ছে ঘূর্ণিঝড় ‘মন্থা’:
অন্যদিকে আবহাওয়ায় বাড়ছে উদ্বেগ। ঘূর্ণিঝড় ‘মন্থা’ ইতিমধ্যেই শক্তি বাড়াচ্ছে বঙ্গোপসাগরে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামীকাল সন্ধ্যা বা রাতের দিকে এটি অন্ধ্রপ্রদেশের উপকূলে প্রবল শক্তি নিয়ে স্থলভাগে ল্যান্ডফল করতে পারে। ল্যান্ডফলের সময় বাতাসের গতিবেগ ঘণ্টায় ৯০ থেকে ১০০ কিলোমিটার পর্যন্ত হতে পারে বলে জানা গিয়েছে।
যদিও ঘূর্ণিঝড়টির সরাসরি প্রভাব পশ্চিমবঙ্গে পড়বে না, তবে পরোক্ষ প্রভাবে উপকূলের কয়েকটি জেলা ও দক্ষিণবঙ্গের অন্যান্য এলাকায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ সোমবার থেকেই কলকাতা, হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।
আরও পড়ুন-হলুদের নামে শরীরের কী ঢুকছে জানেন? অভিযান চালাতেই চোখ ছানাবড়া তদন্তকারীদের
জগদ্ধাত্রী পুজোয় উৎসবের রঙ চন্দননগরে:
এদিকে, আবহাওয়ার উদ্বেগের মাঝেও উৎসবের আমেজে মেতেছে হুগলির চন্দননগর। শহরে এখন জগদ্ধাত্রী পুজোর রমরমা। গতকাল রবিবার ছিল পঞ্চমী, আর সেদিন থেকেই চন্দননগরের রাস্তায় জনজোয়ার। আজ ষষ্ঠী—সকাল থেকেই শহরের রাস্তায় দর্শনার্থীদের ভিড় উপচে পড়েছে। মণ্ডপে মণ্ডপে ঠাকুর দেখার হিড়িক, আর দুপুরের পর থেকেই সব প্রধান রাস্তায় গাড়ি চলাচলে নিষেধাজ্ঞা (নো-এন্ট্রি) জারি হয়েছে।
আরও পড়ুন-বালি মাফিয়াদের হাতে নৃশংস খুনের ঘটনা, চরম চাঞ্চল্যে হুলস্থূল, তোলপাড় কান্দি
- Oct 27, 2025 15:30 IST
WB News Live:SIR ঘোষণার দিনেই তোপ অধীর চৌধুরীর
SIR ঘোষণার দিনেও ফের সোচ্চার প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। ভোটার তালিকায় বিশেষ নিবিড় সমীক্ষা নিয়ে মুখ খুলে আরও একবার মুসলমান সমাজের পাশে দাঁড়ালেন বহরমপুরের প্রাক্তন কংগ্রেস সাংসদ। এরই পাশাপাশি BJP সাংসদ অনন্ত মহারাজের SIR নিয়ে করা মন্তব্যেরও কড়া সমালোচনা শোনা গিয়েছে অধীর চৌধুরীর মুখে।
বিস্তারিত পড়ুন- Adhir Chowdhury:"মুসলমানরা কারও দয়ায় বাঁচেনি", SIR ঘোষণার দিনেই তোপ অধীর চৌধুরীর
- Oct 27, 2025 14:55 IST
Kolkata News Live Updates:পুরসভার প্রশাসক পদ থেকে ইস্তফা
হাওড়া পুরসভার প্রশাসক পদ থেকে ইস্তফা ভাইস চেয়ারম্যান সৈকত চৌধুরী ও চেয়ারম্যান সুজয় চক্রবর্তীর। হঠাৎ পুরসভার দুই শীর্ষকর্তার ইস্তফা ঘিরে জেরাদার জল্পনা শুরু হয়েছে। তৃণমূলের অভ্যন্তরের গণ্ডগোলের জেরেই ইস্তফা? জল্পনা বাড়ছে।
- Oct 27, 2025 14:04 IST
West Bengal News Live Updates:মমতার বড় জয়!
তিন বছর পর ফের শুরু হতে চলেছে রাজ্যের ১০০ দিনের কাজের প্রকল্প। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে, সুপ্রিম কোর্ট জানিয়ে দিল—এই প্রকল্পে রাজ্যের পাশাপাশি কেন্দ্রীয় সরকারকেও টাকা দিতে হবে। শীর্ষ আদালতের এই নির্দেশে ফের একবার আশার আলো দেখছেন রাজ্যের লাখো শ্রমিক। গত তিন বছর ধরে কেন্দ্রীয় সরকারের অর্থ আটকে থাকার কারণে বন্ধ ছিল এই জনপ্রিয় প্রকল্প। আর্থিক অনিয়মের অভিযোগে ২০২১ সালের পর থেকে কেন্দ্র রাজ্যকে এক টাকাও দেয়নি ১০০ দিনের কাজে। এই নিয়ে রাজ্য সরকারের পক্ষ থেকে একাধিকবার আবেদন জানানো হলেও কেন্দ্র নড়েনি।
বিস্তারিত পড়ুন- Supreme Court:মমতার বড় জয়! ‘১০০ দিনের কাজে টাকা দিতেই হবে কেন্দ্রকে’, জানাল সুপ্রিম কোর্ট
- Oct 27, 2025 14:03 IST
Kolkata News Live:চার হেভিওয়েট নেতাকে বহিষ্কার করল বিজেপি
বিহার বিধানসভা নির্বাচনের আগেই রাজ্যে রাজনৈতিক উত্তাপ বাড়তেই বড় পদক্ষেপ বিজেপির। দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও এনডিএ প্রার্থীদের বিরুদ্ধে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার অভিযোগে চার নেতাকে ছয় বছরের জন্য বহিষ্কার করেছে বিজেপি। বহিষ্কৃত নেতারা হলেন — পবন যাদব, বরুণ সিং, অনুপ কুমার শ্রীবাস্তব এবং সূর্যভান সিং।
বিস্তারিত পড়ুন- বিধানসভা নির্বাচনের আগে চার হেভিওয়েট নেতাকে বহিষ্কার করল বিজেপি, রাজ্য-রাজনীতি তোলপাড়
- Oct 27, 2025 14:01 IST
Kolkata News Live Updates:হুড়মুড়িয়ে কমল সোনার দাম
যতই বিয়ের মরসুম এগিয়ে আসছে ততই কমছে সোনার দাম। দিন দশেক আগে সোনার দাম রেকর্ড উচ্চতায় পৌঁছেছিল। সেই সময়ে, ২৪ ক্যারেট সোনার দাম প্রতি ১০ গ্রামের দাম গিয়ে ঠেকেছিল ১,৩২,৭৭০ টাকায়। ছট পূজোর শুভ মুহূর্তে সোনা ও রূপার দাম উল্লেখযোগ্যহারে কমেছে। জেনে নিন মেট্রো শহরগুলিতে আজকের সোনার দাম। আজ, ২৪ ক্যারেট সোনার দাম প্রতি গ্রাম ১২,৪৬৩ টাকা, ২২ ক্যারেট সোনার দাম প্রতি গ্রাম ১১,৪২৫ টাকা এবং ১৮ ক্যারেট সোনার দাম প্রতি গ্রাম ৯,৩৫১ টাকা। ভারতে আজ রূপার দাম প্রতি গ্রাম ১৫৫ টাকা এবং প্রতি কেজি ১,৫৫,০০০ টাকা।
বিস্তারিত পড়ুন- Gold Rate Today: ছট পুজোয় বিরাট সুখবর! হুড়মুড়িয়ে কমল সোনার দাম,জানুন আপনার শহরের সর্বশেষ দর
- Oct 27, 2025 13:50 IST
West Bengal News Live Updates:নিহত বাঙালি শ্রমিকের পরিবারের সঙ্গে সাক্ষাৎ তৃণমূল প্রতিনিধিদের
তৃণমূলের তরফে সোশ্যাল মিডিয়ায় লেখা হয়েছে, "উত্তরপ্রদেশের কানপুরে বাংলার এক আদিবাসী পরিযায়ী শ্রমিককে নৃশংসভাবে খুনের ঘটনা বিজেপির ‘ডবল ইঞ্জিন’ সরকারের অমানবিক চেহারাকে আরও একবার উন্মোচিত করল।আমাদের মাননীয় সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে সাংসদ সামিরুল ইসলাম, বিধায়ক দুলাল মুর্মু-সহ দলীয় নেতৃত্ব বীরভূমের দামোদরপুরে নিহতের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করলেন এবং তাঁদের পাশে থাকার সম্পূর্ণ আশ্বাস দিলেন। এই ঘটনার ন্যায়বিচারের দাবিতে আমাদের লড়াই চলবে। বিজেপি-শাসিত রাজ্যগুলোতে বাঙালিদের উপর ক্রমবর্ধমান নিপীড়ন ও প্রশাসনের নীরবতা প্রমাণ করছে—গণতন্ত্র আজ তাদের হাতে বন্দি।"
- Oct 27, 2025 13:18 IST
WB News Live:১০ DM-সহ ৬৪ জন IAS অফিসারকে বদলি
রাজ্যে বড়সড় প্রশাসনিক রদবদল ঘটল এসআইআর ঘোষণার প্রাক্কালে। নবান্নের তরফে জারি করা নির্দেশিকায় বদলি করা হয়েছে মোট ৬৪ জন আইএএস অফিসারকে, যাঁদের মধ্যে রয়েছেন দশ জন জেলা শাসক। পাশাপাশি বদলি করা হয়েছে একাধিক এডিএম (ADM) ও এসডিও (SDO)-কেও। নবান্ন সূত্রে খবর, দীর্ঘদিন একই পদে কর্মরত আধিকারিকদের ক্ষেত্রেই এই বদলির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বিস্তারিত পড়ুন-IAS transfer:SIR ঘোষণার আগে বঙ্গ প্রশাসনে ঝড়! ১০ DM-সহ ৬৪ জন IAS অফিসারকে বদলি
- Oct 27, 2025 12:32 IST
West Bengal News Live Updates:বিএলও নিয়োগে অনিয়মের অভিযোগ শুভেন্দুর
নরায়ণগড় বিধানসভা কেন্দ্রের অন্তর্গত ২৪ নম্বর বুথ, সান্দেউলিতে বিএলও (BLO) নিয়োগ নিয়ে বড়সড় অনিয়মের অভিযোগ উঠেছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, তৃণমূল কংগ্রেস ঘনিষ্ঠ এক পার্শ্ব-শিক্ষক, সুদ্ধদেব মহাপাত্র-কে ওই বুথের বিএলও হিসেবে নিয়োগ করা হয়েছে। অভিযোগ, এলাকায় উপযুক্ত সরকারি কর্মী থাকা সত্ত্বেও তাঁকেই বেছে নেওয়া হয়েছে রাজনৈতিক প্রভাব খাটিয়ে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এই অভিযোগ এনে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দৃষ্টি আকর্ষণ করেছেন।
A serious irregularity has been reported in the appointment of the BLO (BLO) at Booth No. 24, Sandeuli, under Narayangarh Assembly Constituency, Paschim Medinipur District.
— Suvendu Adhikari (@SuvenduWB) October 27, 2025
A Ppara-Teacher; Suddhadeb Mahapatra, known to be closely associated with Trinamool Congress, has been… - Oct 27, 2025 12:28 IST
WB News Live:কল্যাণ-শুভেন্দুর তু তু ম্যায় ম্যায়!
২০২৬ সালের বিধানসভা নির্বাচনের আগে কলকাতা হাইকোর্টের একটি নির্দেশের জেরে বড়সড় ধাক্কা খেতে হয়েছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে। হাইকোর্ট তাঁর আইনি রক্ষাকবচ প্রত্যাহার করে নিয়েছে। এরপরেই শুভেন্দু অধিকারীকে তেড়েফুঁড়ে আক্রমণে নেমে পড়েছেন তৃণমূলের শীর্ষ নেতারা। শাসক দলের বর্ষীয়ান সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় শুভেন্দু অধিকারীকে পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় দুর্নীতিপরায়ণ রাজনীতিবিদ বলে আক্রমণ শানিয়েছেন। পাল্টা কল্যাণ বন্দ্যোপাধ্যায়কেও কড়া ভাষায় তোপ দেগেছেন বিরোধী দলনেতা।
বিস্তারিত পড়ুন- Suvendu-Kalyan:“সবচেয়ে দুর্নীতিপরায়ণ রাজনীতিবিদ শুভেন্দু”, বিস্ফোরক কল্যাণ, কড়া জবাব বিরোধী দলনেতার
- Oct 27, 2025 11:44 IST
West Bengal News Live Updates:বেলডাঙায় ‘বাবরি মসজিদ’ গড়বেন হুমায়ুন কবীর
আবারও চর্চার কেন্দ্রে মুর্শিদাবাদের ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর। এবার নতুন বিতর্কের জন্ম দিয়ে তিনি ঘোষণা করেছেন, জেলার বেলডাঙায় তৈরি করবেন ‘বাবরি মসজিদ’।বিধায়ক হুমায়ুন কবীরের দাবি, আগামী ৬ ডিসেম্বর ২০২৫-এ বেলডাঙায় বাবরি মসজিদের কাজ শুরু হবে। মসজিদ নির্মাণের জন্য তিনি শুধু রাজ্যের বিভিন্ন জেলা থেকেই নয়, ভিনরাজ্য যেমন জম্মু-কাশ্মীর থেকেও সহযোগিতা পাচ্ছেন বলে জানিয়েছেন।
বিস্তারিত পড়ুন- Humayun Kabir:বেলডাঙায় ‘বাবরি মসজিদ’ গড়বেন হুমায়ুন কবীর, সৌদি থেকে আনছেন ইমাম
- Oct 27, 2025 11:40 IST
Kolkata News Live Updates:কে হতে চলেছেন ভারতের পরবর্তী প্রধান বিচারপতি?
ভারতের পরবর্তী প্রধান বিচারপতি হচ্ছেন বিচারপতি সুর্যকান্ত। বর্তমান প্রধান বিচারপতি বি.আর. গাভাইয়ের মেয়াদ শেষ হবে আগামী ২৩ নভেম্বর। এরপর ২৪ নভেম্বর দেশের ৫৩ তম প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন বিচারপতি সুর্যকান্ত। সূত্র অনুযায়ী, আইন মন্ত্রকের অনুরোধে প্রধান বিচারপতি গাভাই ইতিমধ্যেই তাঁর উত্তরসূরি হিসেবে বিচারপতি সুর্যকান্তের নাম সুপারিশ করেছেন।
বিস্তারিত পড়ুন- CJI In India: কে হতে চলেছেন ভারতের পরবর্তী প্রধান বিচারপতি? নাম সুপারিশ CJI-এর
- Oct 27, 2025 11:38 IST
WB News Live:ছট পুজোর শুভেচ্ছা অভিষেকের
এক্স হ্যান্ডলে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় লিখেছেন, "ছট পূজা উদযাপনকারী সকলকে আমি আন্তরিক শুভেচ্ছা জানাই, যা বিশ্বাস, পবিত্রতা এবং মানবজাতি ও প্রকৃতির মধ্যে চিরন্তন বন্ধন উদযাপন করে। ভক্তরা যখন অস্তগামী এবং উদীয়মান সূর্যকে অর্ঘ্য প্রদান করেন, তখন আমরা কৃতজ্ঞতা, শৃঙ্খলা এবং ভক্তির মতো চিরন্তন মূল্যবোধের কথা মনে করিয়ে দিই যা এই উৎসবকে সংজ্ঞায়িত করে। বাংলা এবং তার বাইরেও, ছটের চেতনা মানুষকে প্রার্থনা এবং আশায় একত্রিত করে, আমাদের যৌথ বিশ্বাসকে পুনরুজ্জীবিত করে যে আলো সর্বদা অন্ধকারের উপর জয়লাভ করবে। ছটী মাইয়া প্রতিটি বাড়িতে সুস্বাস্থ্য, সুখ এবং প্রাচুর্য আশীর্বাদ করুক।"
I extend my heartfelt wishes to everyone celebrating Chhath Puja, a festival that celebrates faith, purity and the eternal bond between humankind and nature.
— Abhishek Banerjee (@abhishekaitc) October 27, 2025
As devotees offer arghya to the setting and rising Sun, we are reminded of the timeless values of gratitude, discipline,… - Oct 27, 2025 10:36 IST
West Bengal News Live Updates:ভারতীয় বংশোদ্ভূত তরুণীকে যৌন নির্যাতন
উত্তর ইংল্যান্ডে ২০ বছর বয়সী এক তরুণীকে ধর্ষণের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। জাতি বিদ্বেষের কারণেই উদ্দেশ্যপ্রণোদিত ভাবেই তরুণীর উপর আক্রমণ এমনই মনে করছে ওয়েস্ট মিডল্যান্ডস পুলিশ। ভারতীয় বংশোদ্ভূত ওই তরুণীকে শনিবার (২৫ অক্টোবর) সন্ধ্যায় ওয়ালসালের পার্ক হল এলাকায় অসুস্থ অবস্থায় পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। খবর দেওয়া হয় পুলিশে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাঁকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়।
বিস্তারিত পড়ুন-ভারতীয় বংশোদ্ভূত তরুণীকে যৌন নির্যাতন, উত্তাল ব্রিটেন, জাতি বিদ্বেষের বহিপ্রকাশ?
- Oct 27, 2025 10:35 IST
West Bengal News Live Updates:থিমে নজর কাড়ছে চন্দননগর মনসাতলা বারোয়ারি
একটি আস্ত গ্রাম এবং সেই গ্রামের গ্রামবাসীদের জীবন জীবিকা নিয়ে থিম করে এবার জগদ্ধাত্রী পুজোয় তাক লাগিয়ে দিতে চলেছে চন্দননগর মনসাতলা। এদের বারোয়ারি এবার ৬৪ বছরে পড়লো। পূর্ব বর্ধমানের মঙ্গলকোট থানার অন্তর্গত একটি ছোট্ট ছবির মতো গ্রাম বনকাপাসি। এখন সবাই শোলা শিল্প গ্রাম নামে একডাকে চেনে। এই গ্রামের শোলা শিল্প দেশের গণ্ডি ছাড়িয়ে পাড়ি দিচ্ছে আমেরিকা, ফ্রান্স, জার্মানি সহ বিভিন্ন দেশে। একটুকরো শোলা। ছুরি দিয়ে কেটে তাতেই ফুটে উঠছে অমূল্য শিল্পকর্ম।
বিস্তারিত পড়ুন- Jagadhatri Puja 2025:গ্রামীণ জীবনের সুরে মণ্ডপসজ্জা, থিমে নজর কাড়ছে চন্দননগর মনসাতলা বারোয়ারি
- Oct 27, 2025 10:31 IST
Kolkata News Live Updates:ছাত্রীর উপর অ্যাসিড হামলা
প্রকাশ্য দিবালোকে দিল্লি বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীর উপর অ্যাসিড হামলার ঘটনায় রাজধানীর নিরাপত্তা ব্যাবস্থা নিয়ে বড়সড় প্রশ্নচিহ্ন তুলে দিয়েছে। রবিবার (২৬ অক্টোবর) সকালে অশোক বিহার এলাকার একটি কলেজের কাছেই এই মর্মান্তিক ঘটনা ঘটে। পুলিশ সূত্রে জানা গিয়েছে ওই ছাত্রী যখন ক্লাসে যাচ্ছিলেন, তখনই বাইকে চড়ে এক যুবক ওই ছাত্রীর উপর অ্যাসিড ছুঁড়ে মারে। ছাত্রীটি আত্মরক্ষার চেষ্টা করলেও তার দুই হাত মারাত্মকভাবে জখম হয়। সৌভাগ্যক্রমে তার মুখ অক্ষত রয়েছে।
বিস্তারিত পড়ুন- নারী নিরাপত্তা নিয়ে বড়সড় প্রশ্নের মুখে দিল্লি, ছাত্রীর উপর অ্যাসিড হামলা, পুলিশি ব্যার্থতার অভিযোগ
- Oct 27, 2025 10:30 IST
Kolkata News Live Updates:ছট পুজোয় কলকাতায় যান চলাচলে বিধি-নিষেধ!
কলকাতায় পুরোদমে ছটপুজোর প্রস্তুতি শুরু। তবে ইতিমধ্যেই জাতীয় পরিবেশ আদালতের নির্দেশ মেনে বন্ধ করে দেওয়া হয়েছে রবীন্দ্র সরোবর ও সুভাষ সরোবর। শহরে ২৭ ও ২৮ অক্টোবর ছট পুজো উদযাপনের প্রস্তুতি শুরু হয়েছে। বিহার, ঝাড়খণ্ড ও উত্তরপ্রদেশের ঐতিহ্যবাহী এই উৎসব শহরেও ধুমধাম করে পালিত হয়। কলকাতায় বসবাসকারী বিহার, ঝাড়খণ্ড ও উত্তরপ্রদেশের অসংখ্য অবাঙালি সম্প্রদায়ের মানুষজন এই ছট পুজো পালন করে থাকেন। প্রতিবারের মতো এবারও ছট পুজো নিয়ে একগুচ্ছ ব্যবস্থা করেছে পুলিশ ও প্রশাসন।
বিস্তারিত পড়ুন- Chhath Puja 2025:ছট পুজোয় কলকাতায় যান চলাচলে বিধি-নিষেধ! কোন পথে বন্ধ থাকবে ট্রাফিক জানুন
- Oct 27, 2025 10:28 IST
West Bengal News Live:আতঙ্ক বাড়াচ্ছে ঘূর্ণিঝড় ‘মন্থা’!
নতুন সপ্তাহ শুরু হতেই ফের আবহাওয়ায় তুমুল অস্থিরতা। ঘূর্ণিঝড় ‘মন্থা’ ক্রমেই স্থলভাগের দিকে ধেয়ে আসছে। আবহাওয়া দফতরের সর্বশেষ রিপোর্ট অনুযায়ী, বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপটি ইতিমধ্যেই গভীর নিম্নচাপে পরিণত হলে সেটি দ্রুত ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে।
বিস্তারিত পড়ুন- West Bengal Weather Update:আতঙ্ক বাড়াচ্ছে ঘূর্ণিঝড় ‘মন্থা’! রাজ্যের একাধিক জেলায় বৃষ্টি ও দুর্যোগের আশঙ্কা
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us