/indian-express-bangla/media/media_files/2025/11/03/blo-2025-11-03-16-34-08.jpg)
SIR protest: বিক্ষোভে সামিল বিএলও-রা।
নির্দিষ্ট সময়ের মধ্যে SIR-এর কাজের দাবি এবং নিরাপত্তার অভাব বোধ করে পুরাতন মালদা ব্লক অফিসের সামনে তুমুল বিক্ষোভ দেখালেন বিএলও'রা। সোমবার দুপুর থেকে কয়েক ঘন্টা ধরে শতাধিক BLO বিক্ষোভ সমাবেশে সামিল হন। এদিন বিক্ষোভকারী বিএলও'দের মধ্যে অধিকাংশই রয়েছেন সংশ্লিষ্ট এলাকার প্রাথমিক ও হাইস্কুলের শিক্ষক ও শিক্ষিকা । তাঁদের দাবি, স্কুলের ডিউটির সময় যাতে তাদের এসআইআর-এর কাজ করতে হয়। দুটো কাজ একসঙ্গে তাদের পক্ষে করা কখনোই সম্ভব নয়।
এদিন বিক্ষোভকারী প্রাথমিক স্কুলের শিক্ষক তথা ১৮১ নম্বর বুথের বিএলও পার্থ সান্যাল বলেন, বিধানসভা নির্বাচনের আগে শিক্ষকরা এসআইআর-এর জন্য ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে এনুমারেশন ফর্ম ফিলাপের কাজ করবে। সেটি স্কুলের কাজ শেষ করার পর করতে হবে , এমনই নির্দেশিকা দেওয়া হয়েছে সরকারিভাবে। কিন্তু স্কুল করার পর বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে কাজ করা সম্ভব নয়। কারণ সারাদিন কাজ করার পর পরিবার রয়েছে সংসার রয়েছে বাড়িতে অসুস্থ রোগীও আছে। রাতে কাজ করতে গেলে নিরাপত্তা দেওয়ার কথা বলছে না প্রশাসন। তাই স্কুলের সময় এই এসআইআর-এর কাজ করার দাবি জানানো হয়েছে।
প্রশাসন সূত্রে জানা গিয়েছে, ৪ নভেম্বর থেকে রাজ্য জুড়ে শুরু হচ্ছে এসআইআর । তার আগে সোমবার পুরাতন মালদা ব্লক অফিসে কনফারেন্স হলে বিএলও'দের নিয়ে একটি প্রশিক্ষণ শিবিরে আয়োজন করা হয় প্রশাসনের পক্ষ থেকে। কিন্তু সেই প্রশিক্ষণের মাঝ পথেই বিএলও'রা ব্লক অফিসের বাইরে এসেই বিক্ষোভ দেখাতে থাকেন। একের পর এক সমস্যার বিষয়টিও তুলে ধরেন জনসমক্ষে। শুধু তাই নয়, প্রশাসনের কাছে নিজেদের নিরাপত্তার বিষয়ে সুনিশ্চিত করার দাবি তুলেন।
আরও পড়ুন- Kolkata Shootout: বাড়ি থেকে বেরোতেই গুলি মহিলাকে, হরিদেবপুরে দুষ্কৃতী হামলায় ব্যাপক আতঙ্ক
পুরাতন মালদার হাইস্কুলের এক শিক্ষিকা তৃপ্তি ভৌমিক বলেন, "আমি ৩৫ নম্বর বুথের বিএলও। দীর্ঘদিন ধরে এই কাজ করছি। বিগত দিনে এমন সমস্যা হয় নি। একজন মহিলা হিসেবে বিকেল চারটা পর্যন্ত স্কুল করি। বাড়ি ফিরতে পাঁচটা বেজে যায়। এরপর সংসার সামলে এসআইএর কাজের জন্য রাতে বেরোতে হবে, এক্ষেত্রে নিরাপত্তা কে দেবে? সেটাও ব্লক প্রশাসনের কর্তারা বলতে পারেননি। তাই আমরা দাবি করেছি অন ডিউটির সময় যাতে এই কাজ যাতে করতে পারি। এই দাবি না মানা হলে এসআইআর-এর কাছ থেকে বিরত থাকা নিয়ে বিক্ষোভ দেখানো হয়েছে।"
যদিও এই প্রসঙ্গে মালদার জেলাশাসক প্রীতি গোয়েলকে ফোন করা হলে তিনি কোনও প্রতিক্রিয়া জানাননি।
আরও পড়ুন-UGC NET Form 2025: UGC NET পরীক্ষায় আবেদনের শেষ তারিখ ৭ নভেম্বর, জেনে নিন যোগ্যতা, আবেদন প্রক্রিয়া
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us