Suvendu Adhikari: ‘রাষ্ট্রপতি শাসন জারি হবে’, SIR নিয়ে শুভেন্দুর হুঁশিয়ারি, তৃণমূলের পাল্টা সুর

SIR protest: SIR ইস্যুতে পথে নেমেছিল তৃণমূল ও BJP। রেড রোড থেকে সোদপুর পর্যন্ত রাজ্য রাজনীতি সরগরম। মমতা বনাম শুভেন্দু সংঘাতে উত্তপ্ত বঙ্গ রাজনীতি।

SIR protest: SIR ইস্যুতে পথে নেমেছিল তৃণমূল ও BJP। রেড রোড থেকে সোদপুর পর্যন্ত রাজ্য রাজনীতি সরগরম। মমতা বনাম শুভেন্দু সংঘাতে উত্তপ্ত বঙ্গ রাজনীতি।

author-image
IE Bangla Web Desk
New Update
SIR protest, Trinamool Congress, BJP march, Red Road, Sodepur, political unrest,Suvendu Adhikari,Mamata Banerjee, Abhishek Banerjee, SIR,Kolkata News Today, West Bengal News Today,latest bengali news,এসআইআর বিরোধিতা, তৃণমূল মিছিল, বিজেপি যাত্রা, রেড রোড, সোদপুর, রাজনৈতিক ঝড়,শুভেন্দু অধিকারী, মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, এসআইআর

Suvendu Adhikari: বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

BJP march: মঙ্গলবার থেকে রাজ্য জুড়ে শুরু হয়েছে এসআইআর (SIR) কর্মসূচি। আর সেই দিনেই রাজপথে মুখোমুখি শাসক তৃণমূল কংগ্রেস ও বিরোধী BJP। মঙ্গলবার কলকাতা থেকে উত্তর ২৪ পরগনা পর্যন্ত রাজনৈতিক উত্তাপ ছড়িয়েছিল দুই শিবিরের পাল্টা কর্মসূচি ঘিরে।

Advertisment

এসআইআর-এর বিরোধিতায় কলকাতার রেড রোড থেকে জোড়াসাঁকো ঠাকুরবাড়ি পর্যন্ত বিশাল প্রতিবাদ মিছিল করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁদের সঙ্গে ছিলেন দলের একাধিক শীর্ষ নেতা, মন্ত্রী ও বহু কর্মী-সমর্থক।

আরও পড়ুন-SIR 2025: রাজ্যজুড়ে শুরু SIR, ভোটারদের দুয়ারে BLO-রা, কীভাবে পূরণ করবেন এনুমারেশন ফর্ম?

Advertisment

অন্যদিকে, এসআইআর-এর পক্ষে সমর্থন জানিয়ে এদিন পথে নামে বিজেপি। উত্তর ২৪ পরগনার সোদপুর থেকে বিজেপির “পরিবর্তন যাত্রা”-য় অংশ নেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কলকাতা হাইকোর্টের অনুমতি নিয়ে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।

আরও পড়ুন-SIR West Bengal News Live Updates: SIR আবহে মেগা মঙ্গলবার! মমতা-অভিষেকদের নেতৃত্বে মহামিছিল তৃণমূলের, BJP-র 'পরিবর্তন যাত্রা'য় শুভেন্দু

গতকাল মিছিল শেষে বিরোধী দলনেতা তথা নন্দীগ্রামের বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী বলেন, “হাইকোর্টের নির্দেশ মেনেই আমাদের মিছিল হয়েছে। নির্বাচন কমিশন একটি সাংবিধানিক প্রতিষ্ঠান—ভোটার তালিকা তৈরি ও গণতান্ত্রিক সরকার গঠনই তাদের কাজ।”

এদিকে তৃণমূলের বিরোধিতা সত্ত্বেও রাজ্যে SIR আটকে রাখা যাবে না, বলে হুঁশিয়ারি দেন শুভেন্দু অধিকারী। তাঁর মন্তব্য, “৭ তারিখ ভোটার লিস্ট প্রকাশ না হলে ভোট হবে না। ৪ মে রাত ১২টার পর রাষ্ট্রপতি শাসন জারি হয়ে যাবে।”

আরও পড়ুন-SIR 2025 শুরু পশ্চিমবঙ্গে! ভোটার তালিকায় কি আপনার নাম আছে? জানুন এক ক্লিকে

এরই পাশাপাশি, পানিহাটিতে প্রদীপ কর নামে এক ব্যক্তির মৃত্যু প্রসঙ্গেও মুখ খোলেন শুভেন্দু অধিকারী। তাঁর দাবি, “মৃত্যু নিয়েও রাজনীতি হচ্ছে—এটা খুবই দুঃখজনক। যার চারটি আঙুল নেই, সে কীভাবে সুইসাইড নোট লিখবে? আমি প্রমাণ করে দেব, সেই নোট ভুয়ো। মমতা বন্দ্যোপাধ্যায়ের মিথ্যাচারে কেউ বিশ্বাস করবেন না।”

BJP protest march SIR west bengal latest news Suvendu Adhikari kolkata news