Advertisment

Sisir Adhikari: 'শুভেন্দু মারলে বাঁচত না!', মমতার চোট নিয়ে বিস্ফোরক শিশির, পাল্টা কী জবাব তৃণমূলের?

Sisir Adhikari Attacks Mamata Banerjee: রবিবার রামনগরের কালিন্দীতে বিজেপির কর্মিসভায় মুখ্যমন্ত্রীর মাথায় আঘাত নিয়ে কটাক্ষ করেন শিশির। শুধু তাই নয়, ২০২১ সালে বিধানসভা নির্বাচনের সময় নন্দীগ্রামে যখন মুখ্যমন্ত্রী পায়ে চোট পেয়েছিলেন, তা নিয়েও কটাক্ষ করেছেন শিশির।

author-image
IE Bangla Web Desk
New Update
Sisir Adhikari Attacks Mamata Banerjee

মুখ্যমন্ত্রীর মাথায় চোট নিয়ে বেনজির আক্রমণ শিশির অধিকারীর।

Sisir Adhikari Attacks Mamata Banerjee: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের চোট নিয়ে এবার বিস্ফোরক মন্তব্য করলেন সাংসদ শিশির অধিকারী। কাঁথির সাংসদ তথা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বাবা। তাঁর ছোট ছেলে সৌমেন্দু অধিকারীকে এবার তাঁর কেন্দ্র কাঁথি লোকসভা কেন্দ্রে টিকিট দিয়েছে বিজেপি। ছেলের জন্য ভোট প্রচারে বেরিয়ে মমতাকে বেনজির আক্রমণ বর্ষীয়ান সাংসদের। যা ঘিরে ভোটের বাংলায় রাজনৈতিক উত্তাপ ছড়িয়েছে।

Advertisment

জানা গিয়েছে, মুখ্যমন্ত্রীর মাথায় আঘাত নিয়ে কটাক্ষ করেছেন শিশির অধিকারী। রবিবার রামনগরের কালিন্দীতে বিজেপির কর্মিসভায় মুখ্যমন্ত্রীর মাথায় আঘাত নিয়ে কটাক্ষ করেন শিশির। শুধু তাই নয়, ২০২১ সালে বিধানসভা নির্বাচনের সময় নন্দীগ্রামে যখন মুখ্যমন্ত্রী পায়ে চোট পেয়েছিলেন, তা নিয়েও কটাক্ষ করেছেন শিশির।

কী বলেছেন শিশির?

কর্মিসভায় শিশির বলেছেন, 'কোনও না কোনও ভোট এলেই মুখ্যমন্ত্রীর চোট-আঘাত লাগে। নন্দীগ্রামে যখন পায়ে চোট লাগল তখন বলেছিলেন, শুভেন্দু পায়ে মেরে দিল। শুভেন্দু মারলে বাঁচত না। মরেই যেত।' শিশির অধিকারীর এই মন্তব্য ঘিরে তৃণমূল-বিজেপি চাপানউতোর শুরু হয়েছে।

আরও পড়ুন Abhijit Gangopadhyay: ‘প্রার্থী হবেন না, সরে দাঁড়ান’, অভিজিৎ গাঙ্গুলিকে এমন অনুরোধ কার? জানলে চমকে যাবেন!

পাল্টা দিয়েছে তৃণমূল। একটি সংবাদমাধ্যমকে শিশিরের মন্তব্যের পাল্টা প্রতিক্রিয়ায় তৃণমূল মুখপাত্র শান্তনু সেন বলেছেন, 'একজন বর্ষীয়ান রাজনীতিবিদের মুখে এধরনের কথা, এমন নির্লজ্জ আচরণ আর কেউ করতে পারে বলে আমার জানা নেই। এই মমতা বন্দ্যোপাধ্যায়ের বদান্যতাতেই জীবনে প্রথম এবং শেষবার সাংসদ-কেন্দ্রীয় মন্ত্রী হয়েছেন শিশির অধিকারী। সাংসদ জীবনের সবকিছু উপভোগ করে বিগত কয়েক বছর ধরে বিজেপির হয়ে দালালি করছেন। আজকে তিনি বাংলা তথা ভারতের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রীর চোট নিয়ে কটাক্ষ করছেন। আসলে তাঁর ছেলে শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী অশ্রাব্য আক্রমণ করেন, কটাক্ষ করেন কুরুচিকর ভাষায় সেটা কোথা থেকে শিখেছেন তা বোঝা গেল। জেনেটিক কনফিগারেশনটা কোথা থেকে হয়েছে সেটা প্রমাণ হল, উৎসটা জানা গেল। বাড়িতে যেমন শিক্ষা-দীক্ষা পেয়েছেন সেটাও জানা গেল।'

West Bengal Sisir Adhikari Suvendu Adhikari bjp tmc Mamata Banerjee
Advertisment