Soumendu Adhikari: আসন্ন লোকসভা নির্বাচনে (Lok Sabha Polls 2024) শিশির-পুত্র সৌমেন্দু অধিকারীকে (Soumendu Adhikari) কাঁথি (Contai) থেকে প্রার্থী করেছে BJP। এখবর ছড়িয়ে পড়তেই কাঁথির অধিকারী বাড়িতে উৎসবের মেজাজ। শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) বাবা শিশির অধিকারী (Sisir Adhikari) (যিনি খাতায় কলমে এখনও তৃণমূলের সাংসদ) এবং আর এক ভাই দিব্যেন্দু অধিকারী (Dibyendu Adhikari) (যিনিও এখনও খাতায় কলমে তৃণমূলের সাংসদ) উচ্ছ্বসিত। বাড়ির ছেলের হয়ে দু'জনেই প্রচারে নামবেন বলেও জানিয়েছেন তাঁরা। খাতায় কলমে তৃণমূলের সাংসদ হলেও শাসকদলের সঙ্গে তাঁদের সম্পর্ক একেবারেই তলানিতে।
প্রত্যাশিতভাবেই এবার কাঁথি থেকে BJP প্রার্থী করেছে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ভাই সৌমেন্দু অধিকারীকে। বাবা শিশির অধিকারী কাঁথি থেকে পরপর তিনবারের সাংসদ। বাবার কেন্দ্র থেকেই প্রার্থী হয়ে সৌমেন্দু নিজেও উচ্ছ্বসিত। শুভেন্দু অধিকারী তৃণমূল ছাড়ার পর থেকেই সৌমেন্দু অধিকারীকে নানা আইনি জটিলতা পোহাতে হয়েছে।
অধিকারী বাড়ির সদস্যদের অভিযোগ, শুভেন্দু অধিকারী তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়াতেই রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত হয়ে সৌমেন্দু অধিকরীকে গত কয়েক বছরে একের পর এক মামলায় জড়ানো হয়েছে। তবে বিজেপি কাঁথি থেকে সৌমেন্দুকে প্রার্থী করায় আনন্দের জোয়ার কাঁথির শান্তিকুঞ্জে।
ছেলে সৌমেন্দু প্রার্থী হওয়ায় স্বভাবতই খুশি বাবা শিশির অধিকারী। খাতায় কলমে এখনও কাঁথির বিদায়ী তৃণমূল (TMC) সাংসদ তিনিই। শিশির অধিকারী বলেন, "সব ঠিক লাইনেই যাচ্ছে। সংসদ সম্পর্কে ওর ধারণা আছে। অনেক কাজ এরা করতে দেয়নি, এবার করতে হবে। ভবিষ্যৎ পরিকল্পনা অনেক আছে। প্রচণ্ড পরিশ্রম করতে পারে, ভীষণ বুদ্ধিমান ছেলে সৌমেন্দু। আমি সবসময় ওর পাশে আছি। শুভেন্দু জয়েন করার পর ওর ওপর খুব অত্যাচার হয়েছে। রাজনীতি করতে গিয়ে এগুলো করতে নেই। সে যে দলই করুক না কেন। শুভেন্দু দলবদল করার সঙ্গে সঙ্গে অত্যাচার শুরু হয়। এবার ৪২-এ ৪২, কঠিন কাণ্ড হবে। যে কাণ্ড ওরা কোনওদিন দেখেনি। বাংলা সমৃদ্ধশালী হবে।"
অন্যদিকে, ভাই প্রার্থী হওয়ায় খুশি তমলুকের বিদায়ী তৃণমূল সাংসদ তথা অধিকারী বাড়িরই অন্যতম সদস্য। দিব্যেন্দু অধিকারীও। তিনি বলেন, "সবার চেয়ে যদি কেউই বেশি খুশি হয়, সে হল আমি। দীর্ঘ ২ বছর যন্ত্রণা, কষ্টের মধ্য দিয়ে তাকে কাটাতে হয়েছে। বিভিন্ন ধরনের মামলা দিয়ে এই সরকার তাকে ফাঁসিয়েছে। প্রতিবাদ করার প্রকৃত সময় এসেছে। বিজেপি তাকে প্রার্থী করেছে। বিশ্বের বৃহত্তম রাজনৈতিক দলের প্রার্থী। শিশিরবাবুর আসনে প্রার্থী হয়েছেন তিনি। এটা গর্বের বিষয়। ওর হয়ে মানুষের কাছে ভোট দেওয়ার আবেদন জানাব। ভাইয়ের জন্য প্রচার করব।"