বিজেপিতে যোগদানের পর সোমবারই প্রচার করতে গিয়েছিলেন শিশির অধিকারী (Sisir Adhikari)। তবে একদা তৃণমূলের (TMC) ডাকসাইটে নেতার বিধানসভা ভোটের (West Bengal Assembly Election 2021) মুখে দল-বদলকে মেনে নিতে পারেননি স্থানীয় ঘাসফুল শিবির সমর্থকরা। অতঃপর পদ্ম শিবিরের হয়ে প্রথমবার প্রচার করতে গিয়েই কাঁথিতে প্রবল বিক্ষোভের মুখে পড়তে হল বর্ষীয়াণ নেতাকে। সভাস্থল ঘিরে হুলুস্থূল কাণ্ড! বাঁধল তৃণমূল-বিজেপি খণ্ডযুদ্ধ। শিশিরের বিরুদ্ধে উঠল 'চিটিংবাজ স্লোগান'ও। পরিস্থিতি সামাল দিতে শেষমেশ ময়দানে নামতে হয় এগরা থানার পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীকে।
উত্তর কাঁথির (Kanthi) কাঁকগেছিয়ায় সোমবার শিশির অধিকারী প্রচারসভাকে কেন্দ্র করে এমন তুলকালাম কাণ্ড বাঁধে। এদিন আসলে সংশ্লিষ্ট কেন্দ্রের বিজেপি (BJP) প্রার্থী সুমিতা সিনহার হয়ে সন্ধেবেলা প্রচার করতে গিয়েছিলেন শিশিরবাবু। সেই সময়েই তৃণমূলের স কর্মী-সমর্থকরা শিশির অধিকারীর গাড়ি ঘিরে ফেলে এবং বক্স বাজিয়ে স্লোগান দিতে থাকে। সদ্য পদ্ম শিবিরে যোগ দেওয়া বর্ষীয়ান নেতাকে প্রায় এভাবেই ঘণ্টাখানের আটকে রাখা হয়। এমনকী, বিক্ষোভকারীরা বিজেপির সভাস্থলের কাছাকাছিও পৌঁছে যায়, বলে অভিযোগ। আর সেই প্রেক্ষিতেই চরম উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়। বিজেপি-তৃণমূল দুই শিবিরের কর্মী-সমর্থকদের মধ্য়েই তৈরি হয় প্রবল উত্তেজনা। বাক-বিতণ্ডা তো বটেই, এমনকী হাতাহাতিতেও জড়িয়ে পড়ে তাঁরা।
সূত্রের খবর, কাঁকগেছিয়ার সভায় এদিন বিজেপি-তৃণমূলের খণ্ডযুদ্ধে ৩ ব্যক্তি আহত হন। এরপরই পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছল এগরা থানার পুলিশ। ওদিকে নিরাপত্তবলয়ে থাকা শিশির অধিকারীও দমবার পাত্র নন। অন্ধকারে টর্চ মেরে ওই বিক্ষোভকারীদের ছবি তুলে রাখেন। যাতে পরে ব্যবস্থা নিতে পারেন।
এপ্রসঙ্গে শিশির অধিকারীর মন্তব্য, "সকাল থেকেই স্থানীয় কিছু যুবককে মদ খাইয়ে সভা ভঙ্গ করার চেষ্টা চলছে। আমি ছবি তুলে নিলাম। দেখলাম। পরে ব্যবস্থা নেব। এধরণের পরিস্থিতি আমি বহু দেখেছি। এসব করে কিছুই হবে না।"