scorecardresearch

শিশিরের নামে ‘ভুয়ো অ্যাকাউন্ট’! ষড়যন্ত্রের অভিযোগ সাংসদের, ব্ল্যাকমেল- মনে করছে তৃণমূল

ভুয়ো অ্যাকাউন্ট নিয়েও বঙ্গ রাজনীতিতে উত্তাপ।

sisir adhikari fake bank account , শিশিরের নামে ভুয়ো অ্যাকাউন্ট
শিশির অধিকারী।

সাংসদ শিশির অধিকারীর নামে ভুয়ো ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলা হয়েছে বলে অভিযোগ। পশ্চিম মেদিনীপুরের এক রাষ্ট্রায়ত্ত ব্যাংকের শাখা থেকে চিঠি পেয়ে এই খব জানতে পেরেছেন কাঁথির সাংসদ। এরপর আর দেরি করেননি বর্ষীয়ান রাজনীতিবিদ। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণকে ইমেল করে বিষয়টি নিয়ে অভিযোগ করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দুঅধিকারীর বাবা তৃণমূল সাংসদ শিশির অধিকারী।

তাঁর নামে ভুয়ো ব্যাংক অ্যাকাউন্ট খোলার নেপথ্যে ‘রাজনৈতিক ষড়যন্ত্র’ দেখছেন শিশির অধিকারী। গ্রাহকের উপস্থিতি ছাড়াই কীভাবে ব্যাংকে অ্যাকাউন্ট খোলা হল? ব্যাংক ম্যানেজারের থেকে তা জানতে চেয়েন তিনি। জানা গিয়েছে, শিশির অধিকারীর নামে পশ্চিম মেদিনীপুরে ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংকের মাছনা শাখায় খোলা হয়েছে। ব্রাঞ্চ কোড ১২০৯। ওই অ্যাকাউন্ট নম্বরটি হল- ১২০৯০১০০০০ ৫৩০৪৫।

সাংসদ শিশির অধিকারী বলেছেন, ‘আমাকে ফাঁসানোর ফন্দি হতে পারে। তদন্তের জন্য সবটাই কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণকে জানিয়েছি।’ রাষ্ট্রায়ত্ত্ব ব্যাংকে কীভাবে কাজ চলছে তাও দেখার জন্য অনুরোধ করা হয়েছে।

এ প্রসঙ্গে তৃণমূলে মুখপাত্র জয়প্রকাশ মজুমদার পাল্টা বিজেপির বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ করেছেন। তাঁর কথায়, “শিশিরবাবুকে ব্ল্যাকমেল করতেই এসব করা হয়েছে। কারণ ব্যাংক ও অর্থমন্ত্রক দুটোই কেন্দ্রের। শিশিরবাবু এখনও বিজেপিতে যোগ দেননি। তাই ওঁকে দলে টানতেই এই কাজ করতে পারে বিজেপি।’

তবে ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংকের মাছনা শাখার তরফে এনিয়ে এখনও কোনও প্রতিক্রিয়া দেওয়া হয়নি।

Stay updated with the latest news headlines and all the latest Westbengal news download Indian Express Bengali App.

Web Title: Sisir adhikari fake bank account