Advertisment

আনিস মৃত্যুর তদন্তেও CBI? পরিবারের আবেদনে কী নির্দেশ হাইকোর্টের?

আনিস মৃত্যুতে শুরু থেকেই সিবিআই তদন্তের দাবি জানিয়েছিল পরিবার।

author-image
IE Bangla Web Desk
New Update
SIT will investigate Anis Khans death case according to the direction of High Court

আবারও জোর চর্চায় আনিস খান মৃত্যু মামলা।

আবারও জোর চর্চায় আনিস খান মৃত্যু মামলা। আনিস মৃত্যুতে শুরু থেকেই সিবিআই তদন্তের দাবি জানিয়েছিল পরিবার। তবে এবারও কলকাতা হাইকোর্টে আবেদন করা হলে নাকচ হয়ে গেল সেই আর্জি। আনিস মৃত্যুতে নিম্ন আদালতের বিচার প্রক্রিয়ায় অন্তর্বর্তীকালীন স্থগিতাদশ দিল না উচ্চ আদালত। প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমের ডিভিশন বেঞ্চে স্পষ্ট করে জানিয়ে দিয়েছে যে আনিস খান মৃত্যু মামলায় তদন্তভার সিটের উপরেই থাকবে।

Advertisment

হাওড়ার ছাত্র নেতা আনিস খানের রহস্য মৃত্যুতে শুরু থেকেই পুলিশের বিরুদ্ধে অভিযোগের আঙুল উঠেছিল। বাড়ির ছাদ থেকে পড়ে মৃত্যু হয়েছিল ওই ছাত্র নেতার। আনিস মৃত্যুর তদন্তে সিট তৈরি করে রাজ্য সরকার। তবে সিটের তদন্তে শুরু থেকেই আস্থা ছিল না পরিবারের। আনিসের পরিবারের সদস্যরা সিবিআই তদন্তের দাবিতে এরপর কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন। তবে সেবারও উচ্চ আদালত সিবিআই তদন্তের আবেদন নাকচ করে দিয়েছিল।

আরও পড়ুন- ‘বয়স নয় আসল ফ্যাক্টর গুণ’, অভিষেকের প্রোডাক্টিভিটি তত্ত্ব উড়িয়ে বিস্ফোরক কল্যাণ

তবে হাল ছাড়েনি আনিস খানের পরিবার। ফের একবার আগের রায়ই পুনর্বিবেচনার আর্জি জানানো হয় হাইকোর্টে। এবারও সেই আর্জি নাকচ করে দিয়েছেন প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমের ডিভিশন বেঞ্চ। আনিস মৃত্যু মামলার তদন্তে সিটের উপরেই ভরসা রেখেছে হাইকোর্ট।

আরও পড়ুন- মমতার জেদেই শেষমেশ সাড়া, পদক্ষেপ করলেন মোদী

উল্লেখ্য, ছাত্রনেতা আনিস খানের রহস্যমৃত্যুতে উত্তাল হয়েছিল শহর কলকাতা। পুলিশকে কাঠগড়ায় তুলে পথে নেমে সোচ্চার হয় যুবসমাজের একাংশ। বিশেষ করে বাম ছাত্র সংগঠনগুলি দিনের পর দিন কলকাতার বিভিন্ন প্রান্ত কার্যত অবরুদ্ধ করে প্রতিবাদে সোচ্চার হয়।

Anis Khan death highcourt West Bengal SIT
Advertisment