Advertisment

Car accident in Jalpaiguri: সাতসকালে পুণ্যার্থীদের পিষে দিল বিলাসবহুল গাড়ি, প্রাণ গেল ৬ জনের, আহত ২

Jalpaiguri accident: এদিনই ছিল এবছরের শেষ শ্রাবণ সোমবার।

author-image
IE Bangla Web Desk
New Update
Maha Shivaratri 2024 History and Significance: আলেকজান্ডার কানিংহামের ১৮৬৪ সালের নথি অনুযায়ী, খাজুরাহোর শিব মন্দিরগুলোয় মহা শিবরাত্রিতে একটি প্রধান মেলা এবং নৃত্য উত্সব আয়োজন হত। যেখানে শৈব তীর্থযাত্রীরা মন্দির চত্বরের চারপাশে মাইলজুড়ে শিবির বসাতেন।

Shiva-Jalpaiguri: শিবলিঙ্গকে সাক্ষাৎ মহাদেব হিসেবেই বিবেচনা করেন হিন্দুরা। (ছবি-প্রতীকী)

Six killed and two injured in car accident in Jalpaiguri: শিবের মাথায় জল ঢালতে যাওয়ার পথে বিপত্তি। এক মর্মান্তিক পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন ৬ পুণ্যার্থী। সোমবার সকাল ৬টা ১০ মিনিটে এমনই ঘটনা ঘটেছে বাগডোগরা সংলগ্ন জংলিবাবা মন্দিরের কাছে। হতাহতদের প্রত্যেকেই হাউদাভিটা এলাকার বাসিন্দা। সাতসকালে একসঙ্গে এই ৬ জনের মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমেছে। জংলিবাবা মন্দিরে যাওয়ার পথে পুণ্যার্থীদের সুরক্ষা ও যানচলাচলের নিয়ন্ত্রণের দাবিতে বাগডোগরায় জাতীয় সড়ক অবরোধ করেন স্থানীয় বাসিন্দারা। এলাকায় উত্তেজনা রয়েছে।

Advertisment

জানা গিয়েছে, প্রতিবছরই শ্রাবণ মাসে বাগডোগরার কাছে জংলিবাবার মন্দিরে শিবের মাথায় জল ঢালতে ভিড় জমান হাজার হাজার পুণ্যার্থী। আর জল ঢালতে যাওয়ার পথেই দুর্ঘটনার কবলে পড়ে মৃত্যু হল ৬ জনের। সোমবার সকালে বাগডোগরার কাছে হাউদাভিটা গ্রামের ২০ জনের একটি দল পায়ে হেঁটে যাচ্ছিলেন জংলিবাবার মন্দিরে। সেই সময় একটি গাড়ি দ্রুতগতিতে এসে পিষে দেয় পুণ্যার্থীদের। ঘটনাস্থলেই প্রাণ হারান ৬ জন। আহত আরও ২। মৃতদের পাশাপাশি আহতরাও হাউদাভিটা গ্রামেরই বাসিন্দা।

এদিনের ঘটনায় মৃতদের মধ্যে রয়েছেন একজন নাবালক ও এক সিভিক ভলান্টিয়ার। মৃতদের মধ্যে রয়েছেন- অমলেশ রায়চৌধুরী, গোবিন্দ রায়চৌধুরী, দীনেশ রায়চৌধুরী, প্রহ্লাদ রায়, কনক বর্মন ও প্রণব রায়। আহতরা হলেন- রাহুল সিংহ ও বিপ্লব বর্মন। সোমবার দুর্ঘটনার পরপরই ঘটনাস্থলে পৌঁছয় বাগডোগরা থানার পুলিশ। হতাহতদের উদ্ধার করে পাঠানো হয় উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে। ঘটনাস্থলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। উত্তেজিত জনতা ভাঙচুর করে ঘাতক গাড়িটিকে। গাড়ির চালক পলাতক।

আরও পড়ুন- সকালেই ইস্তফা, বিকেলেই নিযুক্তি! আরজি করের অধ্যক্ষ এবার কলকাতারই অন্য মেডিক্যাল কলেজে

এদিকে এই ঘটনার পর পুণ্যার্থীদের সুরক্ষা ও জংলিবাবার মন্দিরে যাওয়ার পথে যানচলাচল নিয়ন্ত্রণের দাবিতে বাগডোগরার কাছে জাতীয় সড়ক অবরোধ করেন স্থানীয় বাসিন্দারা। সম্পূর্ণ বিপর্যস্ত হয়ে পড়ে জাতীয় সড়কে যানচলাচল। রাস্তার দু'দিকেই দাঁড়িয়ে পড়ে শয়ে শয়ে গাড়ি। এলাকায় যথেষ্টই উত্তেজনা রয়েছে। ঘটনাস্থলে রয়েছে বিশাল পুলিশবাহিনী।

Death Lord Shiva Road Accident Jalpaiguri
Advertisment