Skeleton: জাতীয় সড়ক সম্প্রসারণ কাজের জন্য খোঁড়া হচ্ছিল মাটি। আর তখনই সেই জায়গার কাছে পাওয়া গেল নরকঙ্কালের অংশ বিশেষ। তা নিয়ে বুধবার বিকেলে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে পূর্ব বর্ধমানের জামালপুরের জৌগ্রামের সামচ্যাংরা এলাকায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছাঁয়। মানবদেহের মাথার খুলি ও হাড়গোড় উদ্ধার করে পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। কঙ্কালটি কতদিনের পুরনো, মৃত্যুর কারণ কী ছিল? এসব প্রশ্নের উত্তর পেতে পুলিশ উদ্ধার হওয়া মাথার খুলি ও হাড়গোড় ফরেন্সিক পরীক্ষায় পাঠাচ্ছে।
ভারতের সবথেকে ব্যস্ততম জাতীয় সড়ক গুলির মধ্যে অন্যতম ১৯ নম্বর জাতীয় সড়ক। পানাগড় থেকে ডানকুনি পর্যন্ত এই সড়ক পথের সম্প্রসারণ কাজ এখন চলছে। সেই সম্প্রসারণ কাজের জন্যে বুধবার জৌগ্রামের সামচ্যাংরা এলাকায় জেসিবি দিয়ে মাটি খোঁড়ার কাজ চলছিল। এলাকাবাসীর কথা অনুযায়ী, মাটি খোঁড়ার কাজ চলার সময় সংলগ্ন স্থানে থাকা শ্রমিকরা মানুষের মাথার খুলি ও হাড়গোড় দেখতে পেয়ে ভয়ে শিউরে ওঠেন। এই খবর পেয়ে স্থানীয় মানুষজনও ঘটনাস্থলে জড়ো হয়। খবর পেয়ে পুলিশও ঘটনাস্থলে পৌছে যায়। তারা মানবদেহের মাথার খুলি ও মানব দেহের ১০ টি হাড় উদ্ধার করেন ।
পুলিশ উদ্ধার হওয়া মানবদেহের নরকঙ্কালের অংশগুলি জামালপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়। কর্তব্যরত চিকিৎসক উৎপল ভুঁইঞা তা খতিয়ে দেখেন। চিকিৎসকের প্রাথমিক অনুমান, নরকঙ্কালটি ১০-১৫ বছর বয়সী কোনও মানুষের হবে। কঙ্কালটির বয়স ৫-৭ বছরের হবে। তবে এ ব্যাপারে সম্পূর্ণ নিশ্চিত হতে জামালপুর থানার পুলিশ উদ্ধার হওয়া নরকঙ্কালের অংশ বিশেষ বৃহস্পতিবার ’ফরেন্সিক’ পরীক্ষায় পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে। নরকঙ্কালের অংশ ওই জায়গায় কীভাবে এল তাও পুলিশ খতিয়ে দেখছে।
এলাকাবাসীর কথায় জানা গিয়েছে, জাতীয় সড়ক সম্প্রসারণের কাজ যেখানে হচ্ছে তার কাছেই রয়েছে শ্মশান। এছাড়াও কাছে পিঠে রয়েছে একটি পুকুর ও ইটভাটা। ওই পুকুরটি সংস্কারের জন্যে মাটি কাটা হচ্ছে। আবার লিজ শেষ হয়ে গেছে বলে ইটভাটা কর্তৃপক্ষও তাদের মাটি বিক্রি করে দিচ্ছে। এই অবস্থায় পুকুর থেকে তোলা মাটির সাথে নর কঙ্কালের অংশ বিশেষ উঠে এল, নাকি ইটভাটার মাটির মধ্যে নর কঙ্কালের অংশ বিশেষ রয়েছিল সেই বিষয়টি নিয়েই রহস্য তৈরি হয়েছে। পুলিশ সব দিক খতিয়ে দেখছে ।
আরও পড়ুন- Premium: এক ক্লিকেই ২৫ কলেজে আবেদনের সুযোগ, ভর্তির ক্ষেত্রে অনিয়ম রুখতে রাজ্যের জবরদস্ত পদক্ষেপ