/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2023/02/Smriti-Irani-Mamata-Banerjee.jpg)
রাজ্যের অভিয়োগ উড়িয়ে জবাব কেন্দ্রীয় মন্ত্রীর।
কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে লাগাতার বঞ্চনার অভিযোগের জবাব দিলেন স্মৃতি ইরানি। তাঁর দাবি, পশ্চিমবঙ্গ সরকার প্রায়শই কেন্দ্রের মোদী সরকারের বিরুদ্ধে টাকা না দেওয়ার অভিযোগ তুলছে, কিন্তু তাঁর দফতরেরই ২৬০ কোটি টাকা ২০১৭ সাল থেকে খরচই করতে পারেনি রাজ্য সরকার। ওই টাকা কেন এখনও পড়ে রয়েছে রাজ্যকে তার জবাবদিহি করতে হবে বলে এদিন সওয়াল করেছেন কেন্দ্রীয় নারী ও শিশুকল্যাণ মন্ত্রী।
কেন্দ্রীয় বাজেটের সুফলের প্রচার সারতে এসে বাংলার সরকারকে কার্যত ধুয়ে দিয়ে গেলেন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি। এদিন কলকাতায় বিজেপির রাজ্য দফতরে সাংবাদিক বৈঠক করেছেন কেন্দ্রীয় নারী ও শিশুকল্যাণ মন্ত্রী স্মৃতি ইরানি। সেই সাংবাদিক বৈঠকেই রাজ্যকে তুলোধনা করে সুর চড়িয়েছেন মোদী মন্ত্রিসভার এই গুরুত্বপূর্ণ সদস্য।
স্মৃতি ইরানি এদিন বলেন, 'রাজ্য কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ তোলে। কিন্তু আমার মন্ত্রকের ২৬০ কোটি টাকা এখনও পশ্চিমবঙ্গ সরকার খরচ করেই উঠতে পারেনি। ওই টাকা ২০১৭ সাল থেকে পড়ে রয়েছে। এই টাকাও ওরা কেন খরচ করছে না এর জবাব বাংলার সরকারকে দিতে হবে।'
আরও পড়ুন- একটু হলেই ‘গুলিভর্তি’ ব্যাগ নিয়ে বিমানে উঠে যেতেন, নাটকীয়ভাবে আগেই গ্রেফতার
কেন্দ্রের নানা প্রকল্প রাজ্য সরকার নিজেদের নাম দিয়ে চালাচ্ছে বলে বারবার অভিযোগ শোনা যায় শুভেন্দু অধিকারী, দিলীপ ঘোষ, সুকান্ত মজুমদারদের গলায়। এদিন সেই বিষয়টি তুলে ধরেও রাজ্য সরকারকে বিঁধেছেন কেন্দ্রীয় মন্ত্রী। তিনি এপ্রসঙ্গে বলেন, 'প্রধানমন্ত্রী মাতৃ বন্দনার প্রকল্পের টাকা রাজ্য নিজেদের প্রকল্পে খরচ করেছে। প্রকল্পের নিয়ম কেন ভাঙা হল রাজ্যের কাছে জানতে চাওয়া হয়েছিল। তবে রাজ্য সরকার জানিয়েছে আগামী দিনে কেন্দ্রীয় সরকারের নিয়ম মেনেই প্রকল্প চালানো হবে।' কেন্দ্রীয় বাজেটে দেশের অন্যান্য রাজ্যের পাশাপাশি পশ্চিমবঙ্গেও ঢালাও বরাদ্দ হয়েছে বলে দাবি করেছেন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us