Malda News: সর্বক্ষণ বন্ধ ঘরে ওরাই, স্কুলের নাম শুনলেই কাঁপুনি পডুয়াদের! ঢোকেনই না প্রধান শিক্ষিকা

Maldah News: এই ঘটনার জেরে সর্বক্ষণ আতঙ্কে থাকেন এলাকার বাসিন্দারাও। বিষয়টি কানে গিয়েছে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের।

Maldah News: এই ঘটনার জেরে সর্বক্ষণ আতঙ্কে থাকেন এলাকার বাসিন্দারাও। বিষয়টি কানে গিয়েছে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের।

author-image
IE Bangla Web Desk
New Update
Snake infestation at a school in English Bazaar Malda

Malda News: মালদার ইংরেজবাজারের সেই স্কুল।

Snake infestation at a school in English Bazaar, Malda: রাসেল ভাইপার, গোখরো, চন্দ্রবোড়া ভয়ঙ্কর সব বিষাক্ত সাপ কিলবিল করছে স্কুলে। স্কুলের মধ্যেই 'সাপেদের ঘর'। আতঙ্কে স্কুল ছাড়া ছাত্রছাত্রীরা। গোটা স্কুলবাড়িটাই ভগ্নপ্রায়। দেওয়ালে দেওয়ালে ফাটল। একা প্রধান শিক্ষকই সামলাচ্ছেন স্কুল। মালদার ইংরেজবাজার পুরসভার ২৪ নম্বর ওয়ার্ডের এই স্কুল এখন রীতিমতো আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে স্থানীয়দের কাছেও। 

Advertisment

রেন্টাল হাউসিং এস্টেট প্রাথমিক বিদ্যালয়। যে কোনও সময় পড়ে যেতে পারে দেওয়াল। অন্ধকার স্যাঁতসেঁতে ঘর। ছাত্রছাত্রীরা তো কোন ছাড় আতঙ্কে ঘরে ঢোকেন না খোদ প্রধান শিক্ষকই। বাইরে চেয়ার নিয়ে বসে থাকেন তিনি। এই নিয়ে বহুবার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েও ফল কিছুই হয়নি। সাপের উপদ্রবে পড়ুয়ারা আর স্কুলমুখো হতেই চায় না। 

সাপের ভয়ে অভিভাবকরাও ছেলেমেয়েদের স্কুলে পাঠাচ্ছেন না। দিন কয়েক আগে স্কুল থেকে উদ্ধার হয়েছে রাসেল ভাইপার। শুধু তাই নয়, সাপের ছোবল খেয়েছেন এলাকার বেশ কয়েকজন। সাপের ভয়ে মিড ডে মিলের রাঁধুনিরাও স্কুলে যাওয়া ছেড়েছেন। ফলে মিড ডে মিলও আর হয় না এই স্কুলে।

আরও পড়ুন- West Bengal News Live: ফের খবরের শিরোনামে যাদবপুর বিশ্ববিদ্যালয়, সাংঘাতিক অভিযোগ, তদন্তে কমিটি গঠন

Advertisment

বিষয়টি কানে গিয়েছে ডিআই মলয় মণ্ডলেরও। তিনি জানান, ওই বিদ্যালয়ে সাপের আতঙ্ক রয়েছে। ওই স্কুল থেকে একাধিকবার সাপও উদ্ধার হয়েছে। তিনি বলেন, "বিষয়টি নিয়ে আমরাও চিন্তিত রয়েছি। তবে দ্রুত সেই সমস্যার সমাধান করা হবে।"

Malda Maldah Bengali News Today Snake news in west bengal news of west bengal