/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2024/03/Abhijit-Gangopadhyay.jpg)
Lok Sabha Election 2024: বাঁদিকে প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ও ডানদিকে তৃণমূল প্রার্থী দেবাংশু ভট্টাচার্য।
Debangshu Bhattacharya-Abhijit Gangopadhyay: জমে উঠেছে লোকসভা নির্বাচনের (Lok Sabha Election 2024) লড়াই। শুক্রবার তাজ্জব ঘটনা তমলুকে। এই কেন্দ্রের তৃণমূল প্রার্থী দলের যুব নেতা দেবাংশু ভট্টাচার্য (Debangshu Bhattacharya)। এদিন সকালে Facebook-এ একটি ভিডিও পোস্ট করেছেন দেবাংশু। সেখানে তিনি লিখেছেন, "তমলুকে আমার ভাড়া বাড়িতে সৌজন্য সাক্ষাৎ করতে এলেন BJP-র প্রার্থী।" শুধু লেখাই নয়। ভিডিও-য় তাঁকে বলতেও শোনা গিয়েছে, "সকাল বেলায় উঠে দেখি বিজেপির প্রার্থী এসে উপস্থিত।"
বিষয়টি ঠিক কী?
এদিন সকালে তমলুকের তৃণমূল প্রার্থী দেবাংশু ভট্টাচার্যের ভাড়া বাড়ির সিঁড়ির তলায় একটি সাপ দেখতে পাওয়া যায়। সেই সাপটির ভিডিও করেছেন দেবাংশু। সম্প্রতি প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের (Abhijit Gangopadhyay) একটি বক্তব্য চর্চা ফেলে দিয়েছিল। তিনি বলেছিলেন, "মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে উদ্দেশ্য করে বলেছিলেন আগে ছিল কেউটে এখন হয়েছে গোখরো। আমি বলেছি চন্দ্রবোরাও হতে পারি।"
অভিজিৎ গাঙ্গুলির সেই মন্তব্যকে খোঁচা দিয়েই এদিন দেবাংশু ভট্টাচার্য তাঁকে সরাসরি নজিরবিহীনভাবে আক্রমণ শানিয়েছেন। ভাড়াবাড়ির সিঁড়ির তলায় থাকা সাপের ভিডিও করতে গিয়ে তিনি এদিন বলেছেন, "সকাল বেলায় উঠে দেখি বিজেপির প্রার্থী এসে উপস্থিত। বিজেপির প্রার্থী তালিকা এখনও ঘোষণা হয়নি। তবে আমরা জেনেছি এখান থেকে বিজেপির প্রার্থী কে হবেন। আজ প্রার্থী স্বয়ং তাঁর প্রতিদ্বন্দ্বীর সঙ্গে দেখা করতে চলে এসেছেন। খুব ভালো লাগছে। বনদফতরে খবর দিয়েছি। বনদফতর এসে বিজেপির প্রার্থীকে নিয়ে চলে যাবে।"
আরও পড়ুন- ED Raid: নিয়োগ দুর্নীতি: ভাবতেই পারবেন না এবার রাজ্যের এমন এক মন্ত্রীর বাড়িতে ED হানা
উল্লেখ্য, BJP এরাজ্যে প্রথম পর্বে ২০টি আসনে প্রার্থী তালিকা ঘোষণা করেছে। যদিও বাকি আসনগুলিতে এখনও প্রার্থীদের নাম ঘোষণা হয়নি। তবে তমলুকে এবার বিজেপির সম্ভাব্য প্রার্থী প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। ইতিমধ্যেই শুভেন্দু অধিকারীকে (Suvendu Adhikari) সঙ্গে নিয়ে তমলুকের স্থানীয় BJP নেতৃত্বের সঙ্গে কয়েক দফায় বৈঠক সেরেছেন প্রাক্তন বিচারপতি।
আরও পড়ুন- Rajdhani Express: সূত্রের খবরে হঠাৎ হানা, দিল্লি-হাওড়া রাজধানী এক্সপ্রেসে চোখ কপালে তোলার মতো ঘটনা