Advertisment

পাহাড়ে ফের ব্যাপক তুষারপাত, বরফের চাদরে দার্জিলিং-কালিম্পং

নয়া বছরে এই নিয়ে সপ্তমবার তুষারে ঢাকল শৈল জেলা। যা নজিরবিহীন।

author-image
IE Bangla Web Desk
New Update
snowfall in darjeeling and kalimpong

বরফের আস্তরণে মোড়া রাস্তা। ছবি- সন্দীপ

আজও তুষারপাত হল দার্জিলিংয়ের বিভিন্ন জায়গায়। বরফ পড়েছে পাশের রাজ্য সিকিমেও। শনিবার ঘুম এবং সান্দাকফুর পাশাপাশি কার্শিয়াংয়ের আপার বাগোরা এলাকায় ব্যাপক তুষারপাত হয়েছে। এচাড়া বরফের চাদরে মুড়ে গিয়েছে দার্জিলিং শহরের সিংমারি ও সোনাদাও।

Advertisment

বরফের তলায় কালিম্পংয়ের বিস্তীর্ণ এলাকা। লাভা এবং ঋষপেও তুষারপাত হয়। সিকিমের রাজধানী গ্যাংটকে শনিবার বরফ না পড়লেও, লাচেং এবং লাচুং বরফের তলায়।

অন্যদিকে তুষারপাতের জেরে পাহাড়ের বিভিন্ন জায়গায় যান চলাচল ব্যাহত হয়েছে। ঘুম থেকে সোনাদা, তিন মাইল এবং সুখিয়াপোখরির মধ্যে যানবাহন চলাচল নিয়ন্ত্রন করা হয়।

তুষারপাতের জেরে জাঁকিয়ে শীত পড়েছে দার্জিলিংয়ে। নয়া বছরে এই নিয়ে সপ্তমবার তুষারে ঢাকল শৈল জেলা। যা নজিরবিহীন। প্রায় ২০ বছর পর এবার টাইগার হিল, সান্দাকফু, ঘুম, কালিম্পং এবং কার্শিয়াংয়ে বরফ পড়া দেখা গেল।

darjeeling Kalimpong West Bengal Snowfall
Advertisment