Advertisment

চলছে তুষারপাত, বরফের চাদরে মোড়া দার্জিলিং, কেমন উঃবঙ্গের আবহাওয়া?

বুধবার সকালে টাইগার হিল, ঘুম ও সোনাদা, জোড়বাংলো, সুখিয়া পোখারিতে তুষারপাত হয়েছে। বাড়িঘর, রাস্তাঘাট, টয়ট্রেনের লাইনে বরফে আস্তরণ।

author-image
IE Bangla Web Desk
New Update
snowfall darjeeling 2021

দার্জিলিংয়ের রাস্তায় বরফের আস্তরণ। ছবি- সন্দীপ সরকার

বছর শেষে বরফের চাদরে ঢাকল দার্জিলিং। বুধবার সকালে টাইগার হিল, ঘুম ও সোনাদা, জোড়বাংলো, সুখিয়া পোখারিতে তুষারপাত হয়েছে। বাড়িঘর, রাস্তাঘাট, টয়ট্রেনের লাইনে বরফে আস্তরণ। আগামী ২-৩ দিন এমনই আবহাওয়া থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস। লাভা, রিষপে তুষারপাতের সম্ভাবনা রয়েছে। আনন্দে মাতোয়ারা পর্যটকরা।

Advertisment

বৃষ্টির পূর্বভাস ছিল। সেই মতো গতকাল থেকেই পাহাড়ে বৃষ্টি হচ্ছে। রাজ্যের উঁচু অংশগুলিতে তাপমাত্রা প্রায় ৩ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। দার্জিলিং শহরের উষ্ণতা ৭-৮ ডিগ্রি। কনকনে হাড় কাঁপানো ঠান্ডা। তারই মধ্যে চলছে তুষারপাত। সান্দাকফুতে তাপমাত্রার পারদ হিমাঙ্কের নীচে নেমে গিয়েছে।

হাওয়া অফিস জানিয়েছে, পশ্চিমী ঝঞ্ঝার জেরে পাহাড়ে বৃষ্টি এবং তুষারপাত হচ্ছে। এই সময় দার্জিলিংয়ের উপর দিয়ে পশ্চিমী ঝঞ্ঝা বয়ে যাচ্ছে। ফলে তুষারপাত হচ্ছে টাইগার হিলে।

শীতে পাহাড়ের মনোরম দৃশ্য, সঙ্গে উপড়ি পাওনা বরফ দেখা। খুশির জোয়ার পর্যটকদের মধ্যে। ঘুরতে আসা অনেকেই জানিয়েছেন, বরফ ঢাকা দার্জিলিং, এই শীতে যেন নয়া আবিষ্কার তাঁদের কাছে।

দার্জিলিংয়ের মতোই বরফের আস্তরণে মুড়েছে সিকিমও। লাচুঙে উষ্ণতা হিমাঙ্কের নীচে। চলছে তুষারপাত। সর্বত্র বরফমোড়া দৃশ্য। নাথু লা, ইয়ামথাঙও বরফের চাদরে মোড়া। ফলে পর্যটকদের আনাগোনা বাড়বে বলেই আশাবাদী হোটেল ব্যবসায়ীরা।

publive-image
বরফমোড়া সিকিম

অবশ্য দার্জিলিংয়ে বরফ পড়লেও উত্তরবঙ্গের বাকি জেলাগুলির আবহাওয়া অন্যরকম। জলপাইগুড়ি থেকে মালহে, মেঘলা আকাশ। আকাশ ঢেকেছে ঘন কালো মেঘে। মাঝে মধ্যেই হচ্ছে ঝিরঝিরি বৃষ্টি।

আরও পড়ুন- আরও বাড়ল কলকাতার তাপমাত্রা, দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস

West Bengal north bengal weather today darjeeling West Bengal Weather Forecast Snowfall
Advertisment