বছর শেষে বরফের চাদরে ঢাকল দার্জিলিং। বুধবার সকালে টাইগার হিল, ঘুম ও সোনাদা, জোড়বাংলো, সুখিয়া পোখারিতে তুষারপাত হয়েছে। বাড়িঘর, রাস্তাঘাট, টয়ট্রেনের লাইনে বরফে আস্তরণ। আগামী ২-৩ দিন এমনই আবহাওয়া থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস। লাভা, রিষপে তুষারপাতের সম্ভাবনা রয়েছে। আনন্দে মাতোয়ারা পর্যটকরা।
Advertisment
বৃষ্টির পূর্বভাস ছিল। সেই মতো গতকাল থেকেই পাহাড়ে বৃষ্টি হচ্ছে। রাজ্যের উঁচু অংশগুলিতে তাপমাত্রা প্রায় ৩ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। দার্জিলিং শহরের উষ্ণতা ৭-৮ ডিগ্রি। কনকনে হাড় কাঁপানো ঠান্ডা। তারই মধ্যে চলছে তুষারপাত। সান্দাকফুতে তাপমাত্রার পারদ হিমাঙ্কের নীচে নেমে গিয়েছে।
হাওয়া অফিস জানিয়েছে, পশ্চিমী ঝঞ্ঝার জেরে পাহাড়ে বৃষ্টি এবং তুষারপাত হচ্ছে। এই সময় দার্জিলিংয়ের উপর দিয়ে পশ্চিমী ঝঞ্ঝা বয়ে যাচ্ছে। ফলে তুষারপাত হচ্ছে টাইগার হিলে।
শীতে পাহাড়ের মনোরম দৃশ্য, সঙ্গে উপড়ি পাওনা বরফ দেখা। খুশির জোয়ার পর্যটকদের মধ্যে। ঘুরতে আসা অনেকেই জানিয়েছেন, বরফ ঢাকা দার্জিলিং, এই শীতে যেন নয়া আবিষ্কার তাঁদের কাছে।