Advertisment

Soham Chakraborty: আরও বিপাকে সোহম! মারধর কাণ্ডে হাইকোর্টের নির্দেশে বাড়ল অস্বস্তি

Bidhannagar Police Commissionerate: বিধাননগর পুলিশের এক অ্যাসিস্ট্যান্ট কমিশনার (এসিপি)-এর নেতৃত্বে গোয়েন্দা বিভাগ (ডিডি) তদন্ত চালাবে।

author-image
IE Bangla Web Desk
New Update
Soham Chakraborty is accused of slapping the restaurant owner

Soham Chakraborty: অভিনেতা-বিধায়ক সোহম চক্রবর্তী।

Soham Chakraborty and restaurant owner slap Controversy: রেস্তোরাঁ মালিককে মারধরের ঘটনায় আরও বিপাকে অভিনেতা-বিধায়ক সোহম চক্রবর্তী। বারাসত আদালত থেকে জামিন পেলেও তাঁর দুর্ভোগ কমছে না। শুক্রবার কলকাতা হাইকোর্ট এই মামলায় সোহমের বিরুদ্ধে তদন্ত চালানোর নির্দেশ দিল।

Advertisment

মামলায় বিচারপতি অমৃতা সিংহ জানিয়েছেন, বিধাননগর পুলিশের গোয়েন্দা বিভাগ গোটা 'চড়-কাণ্ডে' তদন্ত করবে। তদন্তের নেতৃত্বে থাকবেন একজন অ্যাসিস্ট্যান্ট কমিশনার (এসিপি)। তদন্তের অগ্রগতি সম্পর্কে আদালতকে জানাতে হবে। মামলার তথ্য-প্রমাণ সংরক্ষণ করে রাখতে হবে। শুধু এই নির্দেশ দিয়েই ক্ষান্ত হননি বিচারপতি। তিনি পুলিশকে নির্দেশ দিয়েছেন যে, রেস্তোরাঁ মালিকের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। মামলার পরবর্তী শুনানির দিন ধার্য হয়েছে ৪ জুলাই।

সম্প্রতি কলকাতার উপকণ্ঠে নিউটাউনে এক রেস্তোরাঁ মালিককে চড় মারা এবং মারধর করার অভিযোগ ওঠে অভিনেতা-বিধায়ক সোহমের বিরুদ্ধে। ঘটনায় পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ জানিয়ে আদালতে যান রেস্তোরাঁ মালিক আনিসুল আলম। শুক্রবার সেই মামলায় রেস্তোরাঁ মালিকের আইনজীবী শামিম আহমেদ আদালতকে জানান, গোটা ঘটনাটি সিসিটিভিতে ধরা পড়েছে। সেসব জানানোর পরও পুলিশ ঠিকঠাক তদন্ত করছে না। সেই অভিযোগ জানিয়ে, ঠিকঠাক তদন্তের নির্দেশ চেয়ে রেস্তোরাঁ মালিকের আইনজীবী আদালতের কাছে আবেদন জানান। তিনি সিআইডির কোনও উচ্চপদস্থ আধিকারিককে দিয়ে তদন্ত করানোর আবেদন জানিয়েছিলেন।

পালটা সরকারি আইনজীবী জানান, ওই মামলার তদন্ত ইতিমধ্যেই বিধাননগর পুলিশের গোয়েন্দা বিভাগকে দেওয়া হয়েছে। তার নেতৃত্ব দিচ্ছেন এক এসিপি পদমর্যাদার আধিকারিক। সরকারি আইনজীবী আদালতে আরও জানান, পুলিশ বিবাদমান দুই পক্ষকেই থানায় অভিযোগ জানাতে বলেছিল। কিন্তু, সেসময় সোহম শ্যুটিং চলছিল বলে ব্যাপারটা এড়িয়ে যান। আর, রেস্তোরাঁ মালিকও ব্যাপারটা নিজেদের মধ্যে মিটিয়ে নিতে চেয়েছিলেন। কিন্তু, এরপর ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। রেস্তোরাঁ মালিকও অভিযোগ জানান। তার ভিত্তিতে এফআইআর দায়ের হয়েছে। পালটা, সেকথা জানতে পেরে সোহমও থানায় অভিযোগ জানান।
সেই কারণে ৭ জুন ঘটনাটি ঘটলেও, ৯ জুন রেস্তোরাঁ মালিকের মেডিক্যাল করানো হয়।

আরও পড়ুন- পাটুলি, বোলপুর, বিষ্ণপুরে সম্পত্তির ছড়াছড়ি! পার্থের আরও জমি বাজেয়াপ্ত করল ইডি

শুক্রবার, অর্থাৎ ৭ জুন এই ঘটনার সময় নিউটাউনের ওই রেস্তোরাঁর ছাদে শ্যুটিং চলছিল। সেখানে শ্যুটিং করছিলেন সোহম। তাঁর গাড়ি রাখা নিয়ে রেস্তোরাঁ মালিকের সঙ্গে বচসা বাধে। এরপরই সোহম ও তাঁর দেহরক্ষীরা রেস্তোরাঁ মালিকের ওপর চড়াও হন বলেই অভিযোগ ওঠে। সিসিটিভিতে দেখা যায় যে, রেস্তোরাঁ মালিককে সোহম চড় মারছেন। তার প্রেক্ষিতে সোহম প্রথমে অভিযোগ করেন যে, ওই রেস্তোরাঁ মালিক তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় সম্পর্কে গালমন্দ করছিলেন। তাই তিনি মেরেছেন। পরে অবশ্য, তিনি গোটা ঘটনায় দুঃখপ্রকাশ করেন। পাশাপাশি, বারাসত আদালত থেকে ২,০০০ টাকার জেনারেল বন্ডে জামিনও নেন সোহম।

Soham Chakraborty High Court Restaurant Court Order
Advertisment