Advertisment

Soham Chakraborty: 'জনপ্রতিনিধি হিসেবে কাজটা ঠিক হয়নি', দোষ স্বীকার করে ক্ষমা চাইলেন সোহম

Soham Chakraborty: ওই রেস্তোঁরা মালিকের অভিযোগ, তৃণমূল বিধায়ক সোহম চক্রবর্তী তাঁর রেস্তোঁরা বন্ধ করে দেওয়ার হুমকি দিয়ে গিয়েছেন। তিনি আতঙ্কে রয়েছেন বলে জানিয়েছেন। এদিকে, রেস্তোঁরা মামিলকে চড় মারার কথা স্বীকার করে নিয়েছেন সোহম।

author-image
IE Bangla Web Desk
New Update
Soham Chakraborty is accused of slapping the restaurant owner

Soham Chakraborty: অভিনেতা-বিধায়ক সোহম চক্রবর্তী।

Soham Chakraborty: ভোট মিটতেই তুমুল বিতর্কে জড়ালেন টলিউড অভিনেতা তথা তৃণমূল বিধায়ক সোহম চক্রবর্তী। নিউটনের সাপুরজির একটি রেস্তোঁরার মালিককে পরপর কয়েকটি চর কষিয়েছেন সোহম। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কদর্য ভাষায় আক্রমণ করেছিলেন রেস্তোঁরা মালিক, এমনই অভিযোগ সোহমের। মেজাজ ঠিক রাখতে না পেরে তিনি তাঁকে চড় মেরেছেন বলে দাবি করেছেন সোহম।

Advertisment

নিউটাউনের সাপুরজির একটি রেস্তোঁরার সামনে শুটিং করছিলেন অভিনেতা বিধায়ক সোহম চক্রবর্তী। ওই রেস্তোঁরার সামনেই তাঁর গাড়ি রাখা ছিল। রেস্তোঁরা মালিক তাঁকে সেই গাড়িটি সরাতে বলেন। এই বিষয়টি নিয়ে সোহমের নিরাপত্তারক্ষীদের সঙ্গে তাঁর কথা কাটাকাটি শুরু হয়। বচসা বাড়তেই ঘটনাস্থলে পৌঁছে যান সোহম নিজে।

রেস্তোঁরা মালিকের সঙ্গে তিনিও বচসায় জড়িয়ে পড়েন। কথা কাটাকাটি হতেই সোহম ওই রোস্তোঁরা মালিককে চড় মারেন বলে অভিযোগ। এ প্রসঙ্গে অভিনেতা বলেন, "অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে তিনি কটুক্তি করতে শুরু করেন। গালিগালাজ করেন। শুনলাম উনি বলেছেন, কে MLA আমার জানার দরকার নেই। আমাকেও খিস্তি করেছে। সবচেয়ে বড় কথা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে বাজে কথা বলেছে। মাথাটা গরম হয়ে গেছিল।"

আরও পড়ুন- Kolkata Weather Today: কাঁপানো বৃষ্টি উত্তরে, গলদঘর্ম দশা দক্ষিণবঙ্গে, বর্ষা ঢুকতে আর কত দেরি?

উল্টোদিকে ওই রেস্তোরাঁর মালিক সাংবাদিকদের বলেছেন, "সোহম এখানে শুটিং করতে এসেছিলেন। সেদিন সকালে এসে দেখলাম, রেস্তোঁরার সামনে ওদের গাড়ি ভর্তি। আমি বলেছিলাম আমার গেস্ট আসবে তাঁর গাড়ির পার্কিংয়ের অন্তত একটা ব্যবস্থা করে দেওয়া হোক। সোহমের নিরাপত্তারক্ষীরা বলেন আমরাও পুলিশ, কোনও গাড়ি সরানো যাবে না। আমি তাঁদের বলি বাবু আমার ব্যবসা বন্ধ হয়ে যাবে। একটা গাড়ির জায়গা দিচ্ছি। বাকিগুলো সরিয়ে নাও।"

আরও পড়ুন- BJP: বঙ্গে BJP-র খারাপ পারফর্ম্যান্সের কারণ কী? মুখ খুলতে শুরু করেছেন বসে যাওয়া নেতারা

তিনি আরও বলেন, "আমার স্টাফেদের সঙ্গে ওরা বসচায় জড়িয়ে পড়ে। এরপর আমাদের স্টাফেদের গায়ে হাত তোলে ওরা। হাতজোড় করে ঝামেলা করতে বারণ করেছি। ওদের একজন এসে বলল, জানিস সোহম অভিষেকের বন্ধু। আমি বলেছি, অভিষেক না মোদী, কার বন্ধু আমার জানার দরকার নেই। এসবে আমি যাব না। তোমরা শুধু গাড়িটা সরিয়ে নাও। এরই মধ্যে সোহম এসে আমার কলার ধরে একটা ঘুসি মারল, লাথি মেরেছে। সব ফুটেজ আমার কাছে আছে।"

আরও পড়ুন- Mamata Banerjee: ভোট মিটতেই ফের ময়দানে মুখ্যমন্ত্রী! বাড়িতে ডেকে আজ কী বলবেন সাংসদদের?

ওই রেস্তোঁরা মালিকের অভিযোগ, তৃণমূল বিধায়ক সোহম চক্রবর্তী তাঁর রেস্তোঁরা বন্ধ করে দেওয়ার হুমকি দিয়ে গিয়েছেন। তিনি আতঙ্কে রয়েছেন বলে জানিয়েছেন। এদিকে, রেস্তোঁরা মামিলকে চড় মারার কথা স্বীকার করে নিয়েছেন সোহম। পাশাপাশি একজন একজন জনপ্রতিনিধি হিসেবে এই কাজ করা উচিত হয়নি বলে নিজের ভুল স্বীকার করে নিয়েছেন সোহম।

abhishek banerjee Soham Chakraborty West Bengal tmc
Advertisment