West Bengal Cabinet : রাজ্য মন্ত্রিসভায় যে রদবদল হতে চলেছে সে জল্পনা ছিলই। নবান্ন সূত্রে জানা গেছে, রাজ্যপাল সি ভি আনন্দ বোস গতকাল মন্ত্রীদের রদবদল সংক্রান্ত ফাইলে স্বাক্ষর করার পর মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী আজ মন্ত্রীসভায় এই রদবদল করেন।
দায়িত্ব বাড়ল রাজ্যের একাধিক মন্ত্রীর । মানস ভূঁইয়া পেলেন সেচ ও জলপথের বাড়তি দায়িত্ব। জল সম্পদ ও উন্নয়ন দফতরের সঙ্গে এবার থেকে সেচ দফতরও সামলাবেন তিনি। বাড়তি দায়িত্ব পেলেন চন্দ্রিমা ভট্টাচার্য। পরিবেশ, নারী ও শিশুকল্যাণের দায়িত্বেও চন্দ্রিমা। পাশাপাশি তিনি সামলাবেন ভূমি ও ভুমি সংস্কারের দায়িত্ব।
আরও পড়ুন - < West Bengal Assembly: বাংলাদেশ কাণ্ডে ‘চোখ জল’, স্মৃতি আওড়ে কী বললেন বিধান সভার স্পিকার? >
সম্প্রতি বিতর্কে জড়িয়ে কারাদফতরের দায়িত্ব খোয়াতে হয় অখিল গিরিকে। তাঁর পদত্যাগের পর কারা দফতর নিজের হাতেই রাখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। অন্যদিকে দফতর বদল হল পরিবেশ মন্ত্রী গুলাম রব্বানীর। পরিবর্তে তিনি এখন থেকে অচিরাচরিত শক্তি দফতর সামলাবেন। অপর দিকে তথ্য ও প্রযুক্তি দফতরের পাশাপাশি এখন থেকে শিল্প পুনর্গঠন দফতরের বাড়তি দায়িত্বও সামলাবেন বাবুল সুপ্রিয়।