/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2023/09/pic-2.jpg)
ঘটনা জানাজানি হতেই এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।
পুরো ঘটনা জানলে গায়ে কাঁটা দেবে। মা-ছেলের খুঁটিনাটি ঝগড়াঝাটি আগেও হতো। তবে এবার রাগের মাথায় ছেলে যা কাণ্ড ঘটাল তা নিয়ে এলাকায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। ঘটনার আকস্তিমতায় হতভ্মব হয়ে গিয়েছেন পরিবারটির প্রতিবেশীরাও। তবে পুলিশ উপযুক্ত ব্যবস্থাই নিয়েছে। ঘটনাটি দক্ষিণ ২৪ পরগনার মন্দির বাজার থানার লক্ষ্মীকান্তপুর এলাকার।
ঠিক কী ঘটেছিল?
লক্ষ্মীকান্তপুরে মা-ছেলে মিলে একটি চায়ের দোকান চালাত। মা মল্লিকা মণ্ডল ও ছেলে সুমন মণ্ডল মিলে এলাকায় ছোট্ট দোকান চালাতো। সোমবার সন্ধেয় ছেলে সুমনকে চায়ের দোকানটি খুলতে বলেছিলেন মা মল্লিকা মণ্ডল। এ নিয়েই মা ও ছেলের মধ্যে শুরু হয় বচসা। প্রবল তর্কাতর্কি চলে। এরই মধ্যে আচমকা একটি লোহার রড দিয়ে মাকে এলোপাথাড়ি মারতে শুরু করে সুমন। রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন মল্লিকাদেবী। ঘটনাস্থলেই কাতরাতে-কাতরাতে তাঁর মৃত্যু হয়।
আরও পড়ুন- পুলিশে বিরাট রদবদল মুখ্যমন্ত্রীর, ঢালাও বদলি SP-দের, কোন জেলায় দায়িত্বে কে?
মুহূর্তে এই খবর ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। ওই বাড়িতে ভিড় জমে যায় স্থানীয়দের। খবর দেওয়া মন্দিরবাজার থানায়। কিছুক্ষণের মধ্যেই ওই বাড়িতে এসে যায় পুলিশ। ঘটনাস্থল থেকে মৃদেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়। গ্রেফতার করা হয় অভিযুক্ত সুমন মণ্ডলকে। তবে পরিবারের অন্য সদস্যদের দাবি, ধৃত সুমন মানসিক ভারসাম্যহীন। এমনকী তাঁর চিকিৎসাও চলছে।
পুলিশ এই ঘটনার তদন্ত শুরু করেছে।