Advertisment

Lovely Maitra: 'দল থাকলেই রোজগার', তৃণমূলের লাভলি-বচনে কটাক্ষের স্রোত বইয়ে দিচ্ছেন বিরোধীরা!

Lovely Maitra: সোনারপুর দক্ষিণ কেন্দ্রের তৃণমূল বিধায়ক লাভলি মৈত্র। সম্প্রতি লোকসভা নির্বাচনের আগে দলেরই একটি বুথ কমিটির কর্মীসভায় যোগ দিয়েছিলেন তিনি। সেখানেই বক্তব্য রাখতে গিয়ে দলের নেতা-কর্মীদের উদ্দেশ্য করে লাভলি যা যা বলেছেন তা ঘিরে বিতর্ক তুঙ্গে উঠেছে। বিরোধীরা তুমুল কটাক্ষ শুরু করে দিয়েছে। 'তৃণমূলের ভিতরের সত্যটা বলে ফেলেছেন লাভলি', কটাক্ষের এক সুর বাম-বিজেপি-কংগ্রেসের গলায়।

author-image
IE Bangla Web Desk
New Update
Sonarpur Dakshin Assembly constituency tmc mla lovely maitras statement makes controversy

lovely maitra: তৃণমূল বিধায়ক লাভলি মৈত্র।

TMC Mla Lovely Maitra: এবার দলের বুথ কমিটির কর্মীসভায় সোনারপুর দক্ষিণের তৃণমূল বিধায়ক (TMC Mla) লাভলি মৈত্রের (Lovely Maitra) মন্তব্য ঘিরে তুমুল জলঘোলা শুরু। 'ঠিক কথাই বলেছেন লাভলি', শাসকদলকে টিপ্পনিতে ভরিয়ে দিয়ে সোচ্চার বিরোধীরা। দলের বুথ কমিটির ওই সভামঞ্চ থেকে এলাকার নেতা-কর্মীদেরও হুঁশিয়ারি দিতে দেখা গিয়েছে তৃণমূলের এই তারকা বিধায়ককে।

Advertisment

কী বলেছেন লাভলি মৈত্র?

"রোজগার কে কীভাবে করে সব জানা আছে। দল থাকলে রোজগার থাকবে। দল থাকলে সব থাকবে। দলে কী চলে না চলে সব খবর আমার কাছে আছে। কে কোথা থেকে রোজগার করেন সব জানি। লোকসভা নির্বাচনের (Loksabha Election 2024) আগে এটি একটি বুথ কমিটির সভার চেহারা হতে পারে না। যে বুথ থেকে লিড পাব না, সেই পঞ্চায়েত সদস্যকে সরে যেতে হবে। দল দলের মতো চলবে আর আপনি গ্রুপবাজি চালিয়ে যাবেন, তা হবে না।"

আরও পড়ুন- Kolkata Weather Today: সপ্তাহের শুরুতেই ফের দুর্যোগের দামামা! ফের তেড়ে বৃষ্টির পূর্বাভাস, তালিকায় আপনার জেলাও?

এদিকে, শাসকদলের বিধায়কের এমন মন্তব্যের পাল্টা তুমুল কটাক্ষে ময়দানে নেমে পড়েছে বিরোধীরা। বাম নেতা তথা সাংসদ বিকাশ ভট্টাচার্য (Bikash Bhattacharya) সংবাদমাধ্যমে বলেন, "লাভলি মৈত্র ওদের দলের কর্মসূচির পক্ষেই কথা বলেছেন। ওদের দলের আধিকারিকেরা তোলাবাজি করে, ভয় দেখিয়ে ভোট আদায় করেন। কর্মীদের বলছেন, গুন্ডামিটা এখন থেকেই শুরু করে দাও। সাধারণভাবে ওদের দলের নেতারা যা বলেন, তাই বলেছেন লাভলি, এতে বিস্মিত হওয়ার কিছু নেই।"

রাজ্য বিজেপি মুখপাত্র শমীক ভট্টাচার্য সংবাদমাধ্যমে বলেন, "তৃণমূল করলে ৭৫-২৫ শেয়ার মেলে। রোজগার করার জন্যই রাজনীতি। তৃণমূলের এই সহজ সত্যি তুলে ধরার জন্য বিধায়ককে ধন্যবাদ জানাই।"

Lovely Maitra TMC MLA West Bengal loksabha election 2024
Advertisment