Advertisment

'মস্তানি করে ছাত্র নেতা হয় না', কলেজে ভোট চেয়ে কী বললেন সৌগত রায়?

TMCP-র অনুষ্ঠানে গিয়ে কলেজগুলিতে ছাত্র সংসদের নির্বাচনের প্রয়োজনীয়তার কথা তুলে ধরলেন বর্ষীয়ান সাংসদ।

author-image
IE Bangla Web Desk
New Update
sougata roy shouts fot students union election in colleges

দমদমের তৃণমূল সাংসদ সৌগত রায়।

তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের আগে দলের অনুষ্ঠানে 'কলেজ-রাজনীতি' নিয়ে সুর চড়ালেন বর্ষীয়ান তৃণমূল সাংসদ সৌগত রায়। বরাহনগরে দলের একটি অনুষ্ঠানে যোগ দিয়ে সরাসরি না বলেও তৃণমূল ছাত্র পরিষদ নেতাদের একাংশকে কড়া ভাষায় সতর্ক করলেন তৃণমূল নেতা। একইসঙ্গে কলেজগুলিতে ছাত্র সংসদের নির্বাচনের প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন সৌগত রায়।

Advertisment

আগামী ২৮ অগাস্ট তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস। তার আগে বরাহনগরে টিএমসিপি-র একটি অনুষ্ঠানে গিয়েছিলেন সাংসদ সৌগত রায়। সেই অনুষ্ঠানের মঞ্চ থেকেই দলের ছাত্র সংগঠনের একাংশের নেতৃত্বকে কড়া ভাষায় সতর্ক করতে দেখা যায় তাঁকে। তিনি বলেন, 'সরকারে যারা আছেন তাঁদেরও বলছি ছাত্র ইউনিয়নের নির্বাচনটা করা দরকার। তা না হলে ছাত্র রাজনীতির আঙিনাকে পরিস্কার রাখা যাবে না। গায়ের জোরে কলেজের গেটের সামনে গিয়ে মস্তানি করে ছাত্র নেতা হব! এটা হয় না।'

আরও পড়ুন- বেআইনি বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, বহু মানুষের মৃত্যুর আশঙ্কা

কলেজে ভর্তির ক্ষেত্রে একাধিক সময়ে টাকা তোলার অভিযোগ সামনে এসেছে। এবিষয়েও মুখ খুলেছেন বর্ষীয়ান সাংসদ। তাঁর কথায়, 'ছাত্র ভর্তি করিয়ে দেওয়ার নামে টাকা তোলা যাবে না। এটা কঠোরভাবে মানতে না পারলে শুধু টাকার লোভে কলেজে সমাজবিরোধীদের ভিড় বাড়বে।'

tmc Sougata Roy West Bengal TMCP
Advertisment