গত সোমবার বঙ্গ বিজেপির কোর কমিটি ঘোষণা করা হয়েছে। আর তারপর থেকেই সংগঠনের অন্দরে বিদ্রোহের আঁচ লক্ষ্য করা যাচ্ছে। কারোর নিশানায় বাংলার বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার, আবার অন্য জনের তোপে প্রদেশের সাংগঠনিক সাধারণ সম্পাদক। সুকান্তকে চাঁচাছোলা ভাষায় 'অযোগ্য' বলে সোচ্চার বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ। বিজেপির কেন্দ্রীয় সম্পাদক অনুপম হাজরা সোশাল মিডিয়া পোস্টে এ রাজ্যের বিজেপি সাধারণ সম্পাদক (সাংগঠনিক) অমিতাভ চক্রবর্তীর বিরুদ্ধে দলের অভ্যন্তরে 'সিন্ডিকেট' চালানোর অভিযোগ তুলেছেন।
কোর কমিটি ঘোষণার পরই নেতৃত্বের যোগ্যতা নিয়ে মুখ খুলেছিলেন সৌমিত্র খাঁ। প্রতিবাদে দলের রাঢ়বঙ্গের পর্যবেক্ষকের দায়িত্ব ছাড়েছিলেন। কিন্তু তাতেই থামেননি তিনি। বুধবার সোশাল মিডিয়ায় সরব হন সাংসদ। পোস্টে লেখেন, 'ভারতের যশস্বী, সম্মানীয়, আদরনীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদিজি ও অমিত শাহজির আশীর্বাদ মাথায় নিয়ে ভারতীয় জনতা পার্টি করতে এসেছি, এই বিষয়ে কোনও অবকাশ নেই৷' শেষে তাৎপর্যপূর্ণভাবে লিখেছেন, 'এর আগেও আমার উপরে অনেক আঘাত এসেছে, শত কষ্ট উপেক্ষা করেও আমি এগিয়ে যাব৷ যেটা ঠিক সেটা ঠিক, যেটা ভুল সেটা ভুল, এটা আমি সর্বদা বলবই৷'
পরে সৌমিত্র বলেছেন, 'শুভেন্দু অধিকারী, দিলীপ ঘোষকে বাদ দিয়ে আমার মাথায় অন্য কোনও নেতাকে মানব না। শাস্তি হলে ভয় পাই না। আমি বিজেপির থেকে অন্যায়ভাবে কোনও সুবিধা আদায় করিনি। অযোগ্যদের মাথায় রেখে বাংলা জয় কঠিন। রাজ্য সভাপতি ভালো অধ্যাপক, কিন্তু রাজনীতিতে উনি শিক্ষানবিশ। অযোগ্যদের মাথায় রেখে লড়াই যে সম্ভব নয়, তা বিগত সব নির্বাচনের ফলাফলেই প্রমাণিত।'
আরও পড়ুন- ফের শিরোনামে সিঙ্গুর বিতর্ক, ‘আমি নই, টাটাকে তাড়িয়েছে CPIM’- দাবি মমতার, সরব বিরোধীরা
দলীয় সাংসদ সৌমিত্র খাঁয়ের মতোই বিদ্রোহের সুর বিজেপির কেন্দ্রীয় সম্পাদক অনুপম হাজরার ফেসবুক পোস্টে। বঙ্গ বিজেপির কমিটি গঠন নিয়ে তাঁর নিশানায় এ রাজ্যের বিজেপি সাধারণ সম্পাদক (সাংগঠনিক) অমিতাভ চক্রবর্তী। পোস্টে অনুপম লিখেছেন, 'কোর কমিটিতে ঢুকতে অসফল হইয়া সৌমিত্র খান তথা আরও যোগ্য বেশ কয়েকজন প্রমাণ করিলেন যে উনারা এখনও অব্দি উনি সংগঠনবাবুর সিন্ডিকেটের অংশ হইতে পারেন নাই!!! মোদ্দা কথা হলো…হারি হারবো নাগি লাজ… মিলেমিশে করিবো না কাজ।'
এর আগে বিজেপিতে জেলা কমিটি গঠনকে কেন্দ্র করে অসন্তোষের আঁচ নজরে এসেছিল। এবার তা প্রকাশ্যে কোর কমিটি ঘোষণা ঘিরে। দলের অন্দরের কাজিয়া পঞ্চায়েত ভোটের আগে পদ্ম শিবিরের কাছে অন্যতম চিন্তার বলেই মত রাজনৈতিক বিশ্লেষকদের।