/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2023/10/Bjp-Mp-Soumitra-Khan.jpg)
বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ।
Soumitra Khan 2nd Marriage: ভালোবাসার দিনে স্ত্রীর ছবি শেয়ার করে নিজের দ্বিতীয়বার বিয়ের কথা ঘোষণা করলেন বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ। এরপরই বিষয়টি নিয়ে শোরগোল পড়ে। সৌমিত্র যে ফের বিয়ে করেছেন, তার আগে সেটা ঘুণাক্ষরেও কেউ জানতে পারেনি।
বুধবার ভ্যালেন্টাইন ডে-তে সোশাল মিডিয়া পোস্ট করেন সৌমিত্র খাঁ। একটি ছবি শেয়ার করে তিনি ক্যাপশনে লেখেন, 'শুভ জন্মদিন আমার স্ত্রী সোনা।'
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2024/02/soumitra-paromita.jpg)
এর আগে সুজাতা মণ্ডলের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন সৌমিত্র। ২০১৯ সালে বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁ আইনি বাধায় নিজের নির্বাচনী কেন্দ্র বিষ্ণুপুরের বিস্তীর্ণ অংশে প্রবেশ করতে না পারলে তাঁর হয়ে প্রচার করেছিলেন তৎকালীন স্ত্রী সুজাতাই। জয় পান তিনি। এ জন্য সুজাতাকে কৃতীত্ব দিয়েছিলেন সাংসদ। এরপর ক্রমশ তাঁদের সম্পর্ক তিক্ত হয়। পরে সুজাতা তৃণমূলে যোগ দিলে সৌমিত্র-সুজাতার সম্পর্কে ফাটল চওড়া হয়। ডিভোর্স ফাইল করেন সাংসদ সৌমিত্র খাঁ। পরে তাতে আইনি সিলমোহর পড়ে।
শেষ পর্যন্ত দ্বিতীয় বিয়ে সেরে ফেললেন সৌমিত্র খাঁ। জানা গিয়েছে, বিষ্ণুপুরের বিজেপি সাংসদের বর্তমান স্ত্রী পেশায় আইনজীবী পারমিতা রায় চৌধুরী। ঘনিষ্ঠ মহলে বিয়ের খবর স্বীকার করেছেন সৌমিত্র ও পারমিতা। প্রাক্তন স্বামীর প্রয়াণের পরই পারমিতার সঙ্গে সৌমিত্র আলাপ পরিচয় বলে জানা গিয়েছে। পারমিতাদেবীর এক সন্তান রয়েছে। দুই পরিবারের সম্মতিতেই উভয়ের বিবাহবন্ধনে আবদ্ধ হওয়ার সিদ্ধান্ত বলে খবর।