Advertisment

'তৃণমূলের অন্দরের খবর CBI-ED-কে দিচ্ছেন কুণাল', বিস্ফোরক সৌমিত্র

জোর চর্চায়, এবার তৃণমূলের কোন মন্ত্রী বা নেতা গ্রেফতার হবেন। টানটান উত্তেজনার মধ্যেই বোমা ফাটালেন বিজেপি সাংসদ।

author-image
IE Bangla Web Desk
New Update
soumitra khan claims kunal ghosh is giving insider information of tmc to cbi ed

কুণাল ঘোষ, সৌমিত্র খাঁ

এসএসসি কাণ্ডে গ্রেফতার হয়েছেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। গরু পাচার কাণ্ডে সিবিআই জালে অনুব্রত মণ্ডল। জোর চর্চায়, এবার তৃণমূলের কোন মন্ত্রী বা নেতা গ্রেফতার হবেন। টানটান উত্তেজনার মধ্যেই বোমা ফাটালেন বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ। যা ঘিরে শোরগোল পড়েছে।

Advertisment

কী বলেছেন সৌমিত্র খাঁ?

নিজের সংসদীয় ক্ষেত্র বাঁকুড়ার বিষ্ণুপুরে গিয়ে পদ্ম সাংসদ সৌমিত্র খাঁ-র দাবি, 'তৃণমূলে সর্ষের মধ্যেই ভূত আছে।ইডি, সিবিআই-কে সব তথ্য পৌঁছে দিয়েছেন তৃণমূল নেতা কুণাল ঘোষ।'তৃণমূলের । কুণাল বাবু ধর্মেন্দ্র প্রধানের কাছে মুখ দেখিয়েছিলেন। তারপর সব তথ্য ইডি-সিবিআই-এর কাছে পৌঁছে দিয়েছেন। কারণ তিনি যখন জেলে ছিলেন তখন তৃণমূলের অন্যান্য নেতারা সেলিব্রেশন করেছিলেন। সেই রাগ, অপমানের বদলা নিতেই কুণাল ঘোষ সব কথা বলেদিয়েছিল।'

সৌমিত্রর আরও দাবি যে, 'কুণাল ঘোষের মত তালিকায় রয়েছেন তৃণমূলের আর অনেকেই। তৃণমূলে থাকলেও তাঁরা সবকিছু বলে দিচ্ছেন।'

এখানেই থামেননি বিষ্ণুপুরের সাংসদ। বলেছেন, 'তৃণমূল নেতাদের কার কোথায় কত টাকা আছে, কুণাল ঘোষ সেই তথ্য দিয়েছেন। তাই এবার কে কবে কখন লিস্টে রয়েছেন সেটা কুণাল বাবুই ভালো জানেন।'

আরও পড়ুন- ‘জানতাম দিদি পাশে থাকবেন’, মমতার বার্তার পরই ‘আত্মবিশ্বাসী’ জেলবন্দি অনুব্রত

বিজডেপি সাংসদ সৌমিত্র খাঁর মন্তব্যকে কটাক্ষ করেছেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। তিনি বলেছেন, 'সার্কাসের জোকার সৌমিত্র খাঁর কথার গুরুত্ব দিচ্ছি না। উনি আমার বিরুদ্ধে সব তথ্য এফিডেভিট করে তৃণমূল নেত্রী ও দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভইষেকের কাছে জমা দিন।'

partha chatterjee Enforcement Directorate Soumitra Khan cbi bjp anubrata mondal Kunal Ghosh tmc
Advertisment