Advertisment

Soumitra Khan-Sujata Mandal: দুরন্ত আকচাআকচি স্টার্ট! প্রাক্তন স্বামী-স্ত্রীর 'তু তু ম্যায় ম্যায়'-এ সরগরম বিষ্ণুপুর!

Lok Sabha Election 2024-Bishnupur: ২০১৯ সালের লোকসভা নির্বাচনে সৌমিত্রর হয়ে ভোটের প্রচারে সামনে থেকে দাঁড়িয়ে নেতৃত্ব দিতে দেখা গিয়েছেল তাঁর প্রাক্তন স্ত্রী সুজাতা মণ্ডলকে। সেই সুজাতাই এবার সৌমিত্রর বিরুদ্ধে তৃণমূলের প্রার্থী। স্বাভাবিকভাবেই এই কেন্দ্র নিয়ে বাড়তি কৌতূহল রয়েছে রাজনৈতিক মহলের।

author-image
IE Bangla Web Desk
New Update
Soumitra Khan Sujata Mandal Bankura Bishnupur Lok Sabha Election 2024

Soumitra Khan-Sujata Mandal: সৌমিত্র খাঁ ও সুজাতা মণ্ডল।

Soumitra Khan-Sujata Mandal: বিষ্ণুপুরে ভোটের লড়াই জমজমাট! বাঁকুড়ার (Bankura) এই কেন্দ্রে বিদায়ী সাংসদ সৌমিত্র খাঁ (Soumitra Khan) এবার বিজেপির প্রার্থী। তাঁর বিরুদ্ধে তৃণমূলের বাজি সৌমিত্ররই প্রাক্তন ঘরনি সুজাতা মণ্ডল (Sujata Mandal)। প্রার্থী তালিকা ঘোষণা হতেই রাঢ় বঙ্গে প্রচার শুরু সুজাতার। আগে থেকেই এলাকায় জনংযোগে নেমে পড়েছেন প্রাক্তন স্বামী সৌমিত্রও। তবে প্রচারের প্রথম পর্ব থেকেই প্রাক্তন স্বামী-স্ত্রীর একে অপরকে ফোড়ন কেটে করা মন্তব্যে সরগরম এতল্লাট।

Advertisment

ভোটের প্রচারে বেরিয়ে শুরুতেই সৌমিত্র রণংদেহী মেজাজে। চোখ উপড়ে নেওয়ার হুমকি দিয়ে বেজায় বিতর্কে BJP-র দাপুটে প্রার্থী। তা শুনে প্রাক্তন স্ত্রী সুজাতাও তাঁকে পাল্টা আক্রমণে নেমে পড়েছেন।

সোমবার বাঁকুড়ার জয়পুরে ভোটের প্রচারে বেরিয়েছিলেন বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁ। সেখানেই কর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, "কাউকে ভয় পাবেন না। তৃণমূলের কেউ কিছু করতে গেলে আমি চোখ উপড়ে নেব। সেই ক্ষমতা আমি রাখি।"

আরও পড়ুন- Abhijit Gangopadhyay-Mamata Banerjee: নাম না নিয়ে মমতাকেই তীব্র টিপ্পনি অভিজিতের, যা সব বললেন…চর্চা তুঙ্গে!

সোমবার সৌমিত্র খাঁ যেখানে প্রচার করেছিলেন তার ১০ কিলোমিটারের মধ্যেই প্রচারে ছিলেন বিষ্ণুপুরের তৃণমূল প্রার্থী (TMC Candidate) তথা সৌমিত্রর প্রাক্তন স্ত্রী সুজাতা মণ্ডল। প্রাক্তন স্বামীর এই মন্তব্য শুনে পাল্টা দিতে সময় নেননি সুজাতাও। তিনি বলে বসেন, "চোখ উপড়ে নেওয়া, মাথা কেটে নেওয়া, হাত-পা ভেঙে দেওয়া ছাড়া তিনি আর কী করতে পারেন জানি না। এটা বলার মানে সরাসরি প্রাণনাশের হুমকি দেওয়া। এক সময় আমাকেও দিনের পর দিন এই হুমকি দিয়েছেন। প্রাণের ভয়ে বেরিয়ে এসেছিলাম।"

আরও পড়ুন- yusuf-Kirti-Shatrughna: ‘ইউসুফ-কীর্তি-শত্রুঘ্নদের ভোট নয়’, তৃণমূলকে ‘টাইট’ দিতে ‘জমাটি কায়দায়’ মাঠে কারা জানেন?

সৌমিত্র-সুজাতার এই নির্বাচনী লড়াইয় দেখতে মুখিয়ে গোটা বিষ্ণুপুর। ক্ষীণ একটা সম্ভাবনা আগেই ছিল। তবে গত রবিবার ব্রিগেডের 'জনগর্জন সভা' (Jana garjana sabha) থেকে সর্বভারতীয় তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerkjee) যখন বিষ্ণুপুর কেন্দ্রে সুজাতার নাম দলের প্রার্থী হিসেবে ঘোষণা করেন তখন থেকেই উত্তেজনার পারদটা চড়তে শুরু করে।

আগেভাগেই এলাকায় প্রচার শুরু করে দিয়েছিলেন সৌমিত্র। সুজাতা তৃণমূলের প্রার্থী হওয়ার পর তিনিও আর দেরি করেননি। কর্মীদের সঙ্গে নিয়ে চষে ফেলছেন বিষ্ণুপুর। তবে প্রাক্তন এই স্বামী-স্ত্রীর ভোটের লড়াই রাঢ় বঙ্গের এই তল্লাটের রাজনীতির আঙিনা যে শুরুতেই বেশ গরম করে দিয়েছে তা বলার অপেক্ষা রাখে না।

Soumitra Khan tmc Sujata Mandal Bishnupur bjp loksabha election 2024
Advertisment