Soumitra Khan: ভোটে জিতেই বিধ্বংসী অভিযোগ, বঙ্গ বিজেপির আসন কমার রহস্য ফাঁস, তোলপাড় ফেললেন সৌমিত্র খাঁ

শেষ পর্যন্ত প্রাক্তন স্ত্রীকে হারিয়ে জয়ী বিজেপির সৌমিত্র খাঁ। ভোটের শতাংশে নিরিখে সৌমিত্র পেয়েছেন ৪৪.৯৩ শতাংশ অন্যদিকে তৃণমূলের সুজাতা মণ্ডল পেয়েছেন ৪৪.৫৬ শতাংশ। জয়ের পরই সংবাদ মাধ্যমের সামনে বিধ্বংসী অভিযোগ আনলেন বিষ্ণুপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী।

শেষ পর্যন্ত প্রাক্তন স্ত্রীকে হারিয়ে জয়ী বিজেপির সৌমিত্র খাঁ। ভোটের শতাংশে নিরিখে সৌমিত্র পেয়েছেন ৪৪.৯৩ শতাংশ অন্যদিকে তৃণমূলের সুজাতা মণ্ডল পেয়েছেন ৪৪.৫৬ শতাংশ। জয়ের পরই সংবাদ মাধ্যমের সামনে বিধ্বংসী অভিযোগ আনলেন বিষ্ণুপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী।

author-image
IE Bangla Web Desk
New Update
Bishnupur,Election 2024,Lok Sabha ELection,Lok Sabha Election 2024 Result,Soumitra Khan,সৈমিত্র খাঁ

বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ

LokSabha Election 2024: শেষ পর্যন্ত প্রাক্তন স্ত্রীকে হারিয়ে জয়ী বিজেপির সৌমিত্র খাঁ। ভোটের শতাংশে নিরিখে সৌমিত্র পেয়েছেন ৪৪.৯৩ শতাংশ অন্যদিকে তৃণমূলের সুজাতা মণ্ডল পেয়েছেন ৪৪.৫৬ শতাংশ। জয়ের পরই সংবাদ মাধ্যমের সামনে বিধ্বংসী অভিযোগ আনলেন বিষ্ণুপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী।

Advertisment

সংবাদ মাধ্যমের সামনে ঠিক কী বলেছেন তিনি? বেসরকারি এক সংবাদ মাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে সৌমিত্র খাঁ এনেছেন সেটিংয়ের তত্ত্ব। তিনি বলেছেন, "রাজ্যে যে ফল হয়েছে তা অসম্ভব। এমন ফল হওয়ার কথা ছিল না"। তৃণমূলের সঙ্গে বিজেপির আঁতাতের অভিযোগও তুলেছেন বিষ্ণুপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী। তিনি বলেন, অঞ্চল স্তর থেকে জেলা, জেলা থেকে রাজ্যস্তরে বিজেপির একটা অংশের সঙ্গে তৃণমূলের সেটিং হয়েছে। যার কারণে বেশ কয়েকটি জেতা আসনও আমরা হেরে গিয়েছি। আরামবাগ আসনে আমাদের হারার কথাই ছিল না। বিজেপির আরও তিন থেকে চারটে সিট বাড়ত"। বিজেপি নেতাদের উদ্দেশ্যে তাঁর বার্তা নেতাদের অহংকার ত্যাগ করতে হবে। অযোগ্যদের বসালে যা হওয়ার তাই হয়। আজ সংঘ পরিবার ছিল বলেই বাংলায় এই ভোটটা পেয়েছে"। আরএসএস না থাকলে ভোটের শতাংশ ৩০%-এর নিচে নেমে যেত"।

সেই সঙ্গে দিল্লির নেতাদের প্রশংসা করে সৌমিত্র খাঁ বলেছেন, "দিল্লির নেতারা সাহায্য না করলে বাংলায় একটাও আসন পেত না বিজেপি। রাজ্য নেতৃত্বের বিরুদ্ধে ক্ষোভ উগরে জয়ী বিজেপি প্রার্থী বলেন, 'রাজ্য নেতৃত্বের সঙ্গেও তৃণমূলের সেটিং হয়েছিল'। 'অভিষেকের সিস্টেম রাজ্যের অনেক নেতাই বুঝতে পারেননি'। 'অযোগ্যদের নেতৃত্বে বসিয়ে দিলে কাজ হয় না'। এর পাশাপাশি তিনি তৃণমূলের ভাল হল নিয়ে অভিষেকের প্রশংসা করে বলেছেন, 'অভিষেক ভাল কাজ করেছেন তাই তৃণমূল জিতেছে "।

Advertisment

আরও পড়ুন : < Abhishek Banerjee: বল অভিষেকের হাতে! দুরন্ত ঘূর্ণিতে ঘুরে যাবে গোটা খেলা? ইণ্ডিয়া জোটে বাড়তি গুরুত্ব ‘যুবরাজ’কে >

এক্সিট পোলের সমীক্ষাকে ফেল প্রমাণ করিয়ে বাংলায় ধারাশায়ী বিজেপি। সবুজ ঝড়ে গতকাল সকাল থেকেই দিশাহীন অবস্থা হয় গেরুয়া শিবিরের। একের পর এক হেভিওয়েট নেতাকে হারের মুখে পড়তে হয়েছে। তালিকা রয়েছেন দিলীপ ঘোষ থেকে নিশিথ প্রামানিক। বাংলায় কোনক্রমে ১১ আসন নিয়ে অস্তিত্ব রক্ষার লড়াইয়ে টিকে থাকল বঙ্গ বিজেপি। উল্লেখ্য, হারের পর দিলীপ ঘোষ হাবেভাবে দলের অন্তর্দ্বন্দ্বকেই দুষেছেন। সেই সঙ্গে তিনি এনেছেন ষড়যন্ত্র ও কাঠিবাজির অভিযোগ। আর এবার ফলাফলের একদিন পরেই রাজ্যনেতাদের বিরুদ্ধেই ক্ষোভ উগরে দিয়েছেন বিষ্ণুপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁ।

tmc bjp abhishek banerjee westbengal Soumitra Khan