লোকসভা ভোটের আগে ফের কি 'ডিগবাজি' বাঁকুড়ার বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁয়ের? বিষয়টি স্পষ্ট না হলেও ইঙ্গিত কিন্তু রয়েছে। সম্প্রতি বাঁকুড়াতেই এক প্রয়াত কংগ্রেস নেতার স্মরণসভায় দেখা গিয়েছিল বিজেপি সাংসদকে। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ছবি-ভিডিও-য় সেই স্মরণসভায় কংগ্রেস নেতাদের সঙ্গে গল্পে মাততেও দেখা গিয়েছে সৌমিত্রকে। তবে কি এবার পদ্ম ছেড়ে হাত শিবিরে নাম লেখাতে চলেছেন সৌমিত্র খাঁ? এব্যাপারে সাংসদ কোনও রাখঢাক না রেখেই সোজাসাপ্টা জবাব দিয়েছেন।
কী বলেছেন সৌমিত্র খাঁ?
বাঁকুড়ার কোতুলপুরের প্রয়াত কংগ্রেস নেতা তড়িৎ কোলের স্মরণসভায় দেখা গিয়েছিল সৌমিত্র খাঁকে। এব্যাপারে তিনি বলেছেন, "তড়িৎ কোলে দাপুটে নেতা ছিলেন। আমার সঙ্গে তাঁর সম্পর্ক ভালো ছিল। ওঁর স্মৃতির উদ্দেশ্যে একটি রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছিল। সেখানে অন্যান্য রাজনৈতিক দলের নেতারাও ছিলেন। এতে অন্যায় কিছু নেই।"
তবে, রাজনৈতিক মহলে কান পাতলে শোনা যাচ্ছে অন্য কথাও। রাজনৈতিক মহলের একাংশের মতে, বছর ঘুরলেই লোকসভা নির্বাচন। বর্তমানে বঙ্গ বিজেপি নেতৃত্বের সঙ্গে সৌমিত্র খাঁয়ের যা বোঝাপড়া তাতে আসন্ন লোকসভা ভোটে তিনি আদৌ টিকিট পাবেন কিনা তা নিয়ে সংশয়ে রয়েছেন। সেই কারণেই ধীরে ধীরে পুরনো দল কংগ্রেসের সঙ্গে যোগাযোগ বাড়াচ্ছেন সৌমিত্র খাঁ। যদিও এব্যাপারে সৌমিত্র খাঁ নিজে থেকে কোনও মন্তব্য করেননি।
তবে সৌমিত্র খাঁ দলে যোগ দিলে তাঁকে সাদরে স্বাগত জানানো হবে বলেই জানিয়েছেন কংগ্রেস নেতৃত্ব। প্রদেশ কংগ্রেসের সদস্য দেবু চট্টোপাধ্যায়ের কথায়, "সাংসদ হিসেবে সৌমিত্র খাঁকে স্বাগত। কেউ যদি দলে যোগ দিতে চান তাহলে স্বাগতই জানাব।" অন্যদিকে, তৃণমূল কিন্তু সৌমিত্র খাঁর প্রয়াত কংগ্রেস নেতার স্মরণসভায় যাওয়ার পিছনে অন্য গন্ধ পাচ্ছে। তৃণমূল নেতা দিব্যেন্দু বন্দ্যোপাধ্যায় বলেন, "ওঁর যা পারফরমেন্স তাতে সৌমিত্র খাঁ বুঝে গিয়েছেন বিজেপির টিকিট আর পাবেন না। টিকিট পেলেও জিততে পারবেন না। তাই পুরনো দলে ফিরতে চাইছেন। তৃণমূলের সঙ্গে যোগাযোগ করেও হয়তো পাত্তা পাননি।"
আরও পড়ুন- হাজার-হাজার কোটির নয়া দুর্নীতি বাংলায়? অভিষেক দিল্লি থাকাকালীনই বোমা ফাটালেন শুভেন্দু
সৌমিত্রর 'ডিগবাজি'র ইতিহাস কিন্তু বেশ পুরনো…
এর আগে একাধিকবার দলবদল করেছেন বর্তমানে বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ। ২০১১ সালের বিধানসভা নির্বাচনে কোতুলপুর থেকে কংগ্রেসের টিকিটেই জয়ী হয়েছিলেন সৌমিত্র। তবে ২০১৪-এর লোকসভা নির্বাচনের আগে হাত শিবির ছেড়ে তৃণমূলে ঢুকে পড়েন তিনি। সেবারই তৃণমূল তাঁকে বিষ্ণুপুর লোকসভা কেন্দ্র থেকে ভোটে লড়ার টিকিট দেয়।
ভোটে জিতে সাংসদও হন সৌমিত্র। তবে জোড়াফুলের ঘরও তিনি বেশিদিন করেননি। ২০১৯-এর লোকসভা নির্বাচনের আগে ঘাসফুল ছেড়ে পদ্ম শিবিরে যোগ দেন সৌমিত্র খাঁ। সেবার বিজেপির টিকিটে বিষ্ণুপুর থেকে জয়ী হন তিনি। সেই থেকে এখনও পর্যন্ত তিনি বিজেপিরই সাংসদ।
আরও পড়ুন- বুধে বড় নজর! কী সিদ্ধান্ত নেবেন অভিষেক?