দু-দশক আগে লস্কর ই তৈবা কিডন্যাপ করার হুমকি দিয়েছিল সৌরভকে। তারপর থেকেই জেড ক্যাটাগরির নিরাপত্তা দেওয়া হয়েছিল সৌরভ গঙ্গোপাধ্যায়কে।
তবে সেই নিরাপত্তা আশঙ্কা কেটে যাওয়ার পর মহারাজ বর্তমানে ওয়াই প্লাস ক্যাটাগরির নিরাপত্তা পেয়ে থাকেন। তবে রাজ্য প্রশাসনের তরফে এবার নিরাপত্তার কড়াকড়ি ফের একবার বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হল। জানিয়ে দেওয়া হল ওয়াই প্লাস ক্যাটাগরি নয়, পুনরায় জেড ক্যাটাগরির দায়িত্বই পাবেন মহারাজ।
সম্প্রতি সৌরভের ওয়াই প্লাস ক্যাটাগরির মেয়াদ শেষ হয়ে গিয়েছিল। তারপরেই সেই নিরাপত্তা উন্নীত করার সিদ্ধান্ত নেওয়া হল। রাজ্য সরকারের এক পদস্থ আধিকারিক জানিয়েছেন, "ভিভিআইপি-দের নিরাপত্তার ব্যবস্থার মেয়াদ শেষ হয়ে যাওয়ার পর প্রটোকল মেনে পর্যালোচনা করা হয়। তারপরেই সৌরভের নিরাপত্তা ওয়াই প্লাস থেকে জেড ক্যাটাগরিতে ফেলার সিদ্ধান্ত নেওয়া হয়।"
আরও পড়ুন রাজ্য-রাজ্যপাল দ্বন্দ্ব আরও প্রকট! বিল আটকানোয় হাইকোর্টে মামলা
নতুন নিরাপত্তা প্রটোকল মেনে সৌরভের নিরাপত্তার জন্য মোতায়েন থাকবেন ৮-১০ জন পুলিশকর্মী। ওয়াই প্লাস ক্যাটাগরিতে সৌরভের জন্য স্পেশ্যাল ব্রাঞ্চ থেকে মাত্র তিনজন পুলিশকর্মী তাঁর বাড়ি এবং ব্যক্তিগতভাবে তাঁর কর্ডনে থাকতেন।
মঙ্গলবার রাজ্য সচিবালয়ের তরফে প্রতিনিধিরা সৌরভের বেহালা অফিসে যান। যেখান থেকে তাঁরা লালবাজার হেডকোয়ার্টাস এবং স্থানীয় থানার আধিকারিকদের সঙ্গে এক বৈঠক করেন। রাজ্য সরকারের পদস্থ অধিকারিক জানিয়েছেন, "বর্তমানে দিল্লি ক্যাপিটালস দলের সঙ্গে রয়েছেন সৌরভ। মে মাসের ২১ তারিখে সৌরভ কলকাতায় ফিরবেন। সেদিন থেকেই জেড ক্যাটাগরির নিরাপত্তা পাবেন তিনি।"
বর্তমানে দিল্লি ক্যাপিটালস শিবিরে রয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। ফ্র্যাঞ্চাইজির ক্রিকেট ডিরেক্টর তিনি। অতীতে মেন্টর হিসাবেও দেখা গিয়েছে দিল্লির সংসারে।