Saokat Molla: ফের শিরোনামে ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক (TMC Mla) শওকত মোল্লা (Saokat Molla) । ভাঙড়ের (Bhangar) বুকে দাঁড়িয়ে তুলকালাম হুঁশিয়ারিতে তোলপাড় ফেললেন তৃণমূলের এই ঝাঁঝাঁলো নেতা। ISF-এর সঙ্গে প্রায়শই ভাঙড়ে তৃণমূলের সংঘাত চলছেই। দিন কয়েক আগে পতাকা লাগানোকে কেন্দ্র করে সংঘর্ষে জড়ায় দু'পক্ষ। ISF-এর বিরুদ্ধে হামলার অভিযোগ তৃণমূলের (TMC)। তারই প্রতিবাদে ভাঙড়ে সমাবেশ করে তৃণমূল। সেই সভায় বক্তব্য রাখতে গিয়ে ভঙ্কর হুঁশিয়ারি শোনা গেল ডাকাবুকো এই তৃণমূল নেতার মুখে।
কী বলেছেন শওকত মোল্লা?
ভাঙড়ের বোদরা খড়গাছিতে একটি প্রতিবাদ সভা করেছিল তৃণমূল। সেখানেই বক্তব্য রাখতে গিয়ে শওকত মোল্লা বলেন, "প্রশাসন দৃষ্টান্তমূলক শাস্তি না দিলে জনগণের দ্বারা শাস্তি পেতে হবে। বোদরা এলাকায় তাদের জিনা হারাম করে দেব। আমি দায়িত্ব নিয়ে বলে যাচ্ছি।"
ভয়ঙ্কর এই হুঁশিয়ারি এলাকার ISF কর্মীদেরই শওকত দিয়েছেন বলে গুঞ্জন রাজনৈতিক মহলে। যদিও এব্যাপারে ISF-এর তরফে এখনও কোনও প্রতিক্রিয়া মেলেনি। উল্লেখ্য, দক্ষিণ ২৪ পরগনার (South 24 Parganas) ভাঙড় এখন কলকাতা পুলিশের (Kolkata Police) অধীনে।
আরও পড়ুন- Marijuana Recover: BJP পঞ্চায়েত সদস্যার বাড়িতে গাঁজার পাহাড়! মারাত্মকভাবে জড়ালেন শুভেন্দু-দিলীপ-সুকান্তরাও
ভাঙড়-সহ আশেপাশের এলাকার আইনশৃঙ্খলার পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যেপাধ্যায়ের (Mamata Banerjee) নির্দেশে ভাঙড়কে কলকাতা পুলিশের আওতায় আনা হয়। তবে এরপরেও অশান্তি কমছে না। প্রায়শই শাসকদল তৃণমূলের সঙ্গে ঝামেলায় জড়াচ্ছে ISF।
দিন কয়েক আগে পতাকা লাগানোকে কেন্দ্র করে ISF-এর সঙ্গে প্রথমে বাকবিতণ্ডা শুরু হয়ে যায় এলাকার তৃণমূল কর্মীদের। মুহূর্তে সেই বিবাদ রূপ নেয় সংঘর্ষের। ব্যাপক মারামারিতে তৃণমূলের বেশ কয়েকজন জখম হয়েছেন। তারই প্রতিবাদে ভাঙড়ের বোদরায় প্রতিবাদ সভার আয়োজন করেছিল তৃণমূল। সেই সভায় হাজির হয়ে শওকত মোল্লার ঝাঁঝালো ভাষণ এলাকায় নতুন করে উত্তেজনার পারদ চড়িয়েছে।