Advertisment

বজবজে বেআইনি বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, রাতভর পুলিশি তল্লাশি গ্রামে-গ্রামে

রবিবার রাতে বেআইনি বাজি কারখানায় বিস্ফোরণের পর বজবজের বিভিন্ন গ্রামে পুলিশি অভিযান জারি।

author-image
IE Bangla Web Desk
New Update
blast in illegal fireworks factory at duttapukur update

প্রতীকী ছবি।

রবিবার রাতে বেআইনি বাজি কারখানায় বিস্ফোরণের পর বজবজের বিভিন্ন গ্রামে পুলিশি অভিযান জারি। বাড়ি-বাড়ি ঘুরে বেআইনি বাজি বাজেয়াপ্ত করার অভিযানে পুলিশ। বজবজ, মহেশতলার বিভিন্ন এলাকায় ব্যাপক ধরপাকড়, এখনও পর্যন্ত গ্রেফতার ৩৪। রবিবার রাতে বজবজের চিংড়পোতায় বাজি কারখানায় বিস্ফোরণে তিন জনের মৃত্যু হয়েছে। আশঙ্কাজনক অবস্থায় আরও একজন হাসপাতালে চিকিৎসাধীন। ওই ঘটনার পর থেকে গোটা এলাকায় বেআইনি বাজি বাজেয়াপ্ত করার অভিযানে চিরুনি তল্লাশি অভিযানে পুলিশ। পুলিশের ভয়ে গ্রামে অধিকাংশ বাড়ি পুরুষশূন্য।

Advertisment

এগরার পর এবার বজবজ। রবিবার রাতে বজবজের চিংড়িপোতা নন্দরামপুরে বেআইনি বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ ঘটে। ওই বিস্ফোরণে ঝলসে তিনজনের মৃত্যু হয়েছে। এছাড়াও এক ব্যক্তি গুরুতর জখম হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন। এলাকার প্রায় সব ঘরে-ঘরে বাজি তৈরি হয় বলে অভিযোগ। অধিকাংশেরই লাইসেন্স নেই।

আরও পড়ুন- ঝড়-বৃষ্টিতে ব্যাপক ক্ষয়ক্ষতি, সোমবার কি চলবে হাওড়া-পুরী বন্দে ভারত, কী জানাল রেল?

পূর্ব মেদিনীপুরের এগরার খাদিকুল গ্রামে দিন কয়েক আগে একইভাবে বেআইনি বাজি কারখানায় মারাত্মক বিস্ফোরণ ঘটেছিল। তার জেরে এখনও পর্যন্ত ১১ জনের মৃত্যু হয়েছিল।

এগরার পর এবার বজবজের চিড়িপোতা নন্দরামপুরে বেআইনি বাজি কারখানায় বিস্ফোরণ। এই ঘটনার পর রবিবার রাতভর বজবজের বিভিন্ন গ্রামে বাড়ি-বাড়ি ঘুরে প্রচুর বেআইনি বাজি বাজি তৈরির মশলা বাজেয়াপ্ত করেছে পলিশ। তুবড়ি, চরকা, রকেট, সেল-সহ বিভিন্ন ধরনের বাজি বাজেয়াপ্ত করা হয়েছে। এলকারা বহু পরিবার বাজি তৈরি কারবারের সঙ্গে যুক্ত। স্তানীয়দের একাংশের দাবি, পুলিশি মদতেই বেআইনি বাজি কারবার চলে। পুলিশ সব জেনেও আগেভাবে তৎপরতা নেয়নি বলেই এই ধরনের বিপত্তি।

bomb blast West Bengal South 24 Pgs
Advertisment