Advertisment

মাঝসমুদ্রে ভয়াবহ-কাণ্ড! তোলপাড় মুহূর্তে চরম বিপদের মুখে ৮ মৎস্যজীবী

গঙ্গাসাগর থেকে ইলিশ ধরতে মাঝসমুদ্রে পাড়ি দিয়েছিলেন ওই মৎস্যজীবীরা।

IE Bangla Web Desk এবং Nilotpal Sil
New Update
south 24 parganas gangasagar trawler sinks

ভয়ঙ্কর-কাণ্ডে তোলপাড়। ছবি-মীনা মণ্ডল।

ফের মাঝ সমুদ্রে ট্রলারডুবি। ইলিশ ধরতে গিয়ে উল্টে যায় ট্রলার। কোনওমতে ড্রাম ধরে সাগরে ভেসে থাকার মরিয়া চেষ্টা মৎস্যজীবীদের। ঘণ্টাখানেক সাক্ষাৎ মৃত্যুর সঙ্গে কঠিন লড়াই ৮ মৎস্যজীবীর। তবে শেষমেশ নিশ্চিত মৃত্যুর হাত থেকে বেঁচে ফিরেছেন ওই ৮ জন।

Advertisment

ইলিশ ধরতে গিয়ে আবারও ডুবল ট্রলার। দক্ষিণ ২৪ পরগনার গঙ্গাসাগর থেকে গভীর সমুদ্রে ট্রলারে মাছ ধরতে গিয়েছিল ৮ মৎস্যজীবী। প্রবল ঢেউয়ের দাপটে উল্টে যায় মা শীতলা নামে ওই ট্রলারটি। আচমকা মাঝসমুদ্রে ট্রলার ডুবে যাওয়ার পর ড্রাম ধরে কোনওক্রমে বাঁচার চেষ্টা করেন ৮ মৎস্যজীবী। ঘন্টাখানেক সমুদ্রের উথাল-পাতাল ঢেউয়ের তোড়েই কোনওভাবে প্রাণ হাতে নিয়ে ভেসেছিলেন ওই মৎস্যজীবীরা।

আরও পড়ুন- SPECIAL: রাজনীতির উত্তাপে মজে দেশ, হেঁশেলের জিরার কেজি ছুঁল ৮০০-র গণ্ডি!

সেই সময় অন্য একটি ট্রলার প্রায় ডুবতে চলা মৎস্যজীবীদের দেখতে পান। দ্রুত মা মনসা নামের ওই ট্রলারটি এগিয়ে যায়। ৮ মৎস্যজীবীকেই উদ্ধার করেন তাঁরা। উদ্ধারের পর প্রত্যেককে নিয়ে যাওয়া হয়েছে পূর্ব মেদিনীপুরে। মাঝসমুদ্র থেকে উদ্ধার হওয়া মৎস্যজীবীদের চিকিৎসা চলছে। অন্যদিকে ডুবে যাওয়া ট্রলারটি উদ্ধারেরও চেষ্টা চলছে। গতকাল সকালে ৮ জন মৎস্যজীবী সাগর থেকে ইলিশ ধরতে পাড়ি দিয়েছিলেন মাঝ সমুদ্রে।

আরও পড়ুন- আর নয় ঢাক-ঢাক গুড় গুড়! দক্ষিণবঙ্গে নাগাড়ে তুমুল বৃষ্টি কবে থেকে?

Fishermen South 24 Pgs West Bengal Gangasagar
Advertisment