scorecardresearch

মেলায় গ্যাস বেলুনের সিলিন্ডারে বিস্ফোরণ, মর্মান্তিক কাণ্ডে রক্তে ভিজল গ্রামের মাটি

ভয়াবহ এই ঘটনার জেরে গ্রাম জুড়ে শোকের ছায়া।

Gas Cycilder Blast
গ্রামীণ মেলায় মর্মান্তিক কাণ্ড। ছবি: মীনা মণ্ডল।

মর্মান্তিক! গ্রামের মেলায় বিরাট বিপত্তি। গ্যাস বেলুনের সিলিন্ডার ফেটে মর্মান্তিক মৃত্যু চারজনের। বেলুন বিক্রেতা-সহ মেলায় আসা মোট চারজনের এমন মৃত্যুতে বাকরুদ্ধ গোটা এলাকা। ভয়াবহ এই কাণ্ডে আরও কয়েকজন গুরুতর জখম হয়েছেন। রবিবার রাতে মারাত্মক এই কাণ্ড ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার জয়নগরে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, জয়নগরের রাজাপুর-করাবেগ পঞ্চায়েতের বাটরা গ্রামে ওই মেলা চলছিল। রবিবার রাতে মেলায় ব্যাপক ভিড় হয়। রাস্তার দু’ধারে বহু দোকানি হরেক জিনিসের পসরা সাজিয়ে বসেছিলেন। স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি আশেপাশের একাধিক গ্রামের মানুষও ওই মেলায় এসে ভিড় জমিয়েছিলেন।

আরও পড়ুন- নামল রাতের পারদ, কাল ভ্যালেন্টাইন্স ডে-তে কেমন থাকবে আবহাওয়া? রইল বড়সড় আপডেট

মেলায় অন্যান্য দোকানের পাশাপাশি গ্যাস বেলুনের বিক্রিও চলছিল। রবিবার রাত ৯টার কিছু সময় পরেই ঘটে ওই চরম বিপত্তি। হঠাৎ গ্যাস বেলুনের সিলিন্ডারটি বিকট শব্দে ফেটে যায়। সিলিন্ডার ফেটে বেলুন বিক্রেতা-সহ মোট চারজনের মৃত্যু হয়েছে।

আরও পড়ুন- কাকভোরে ভূমিকম্পে কেঁপে উঠল সিকিম, তুরস্কের স্মৃতি ফিরে চরমে আতঙ্ক

এছাড়াও মারাত্মক এই ঘটনায় আরও বেশ কয়েকজন জখমও হয়েছেন। আহতদের অনেককে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে কয়েকজনের আঘাত গুরুতর থাকায় তাঁদের কলকাতার হাসপাতালে পাঠানো হয়েছে। এদিকে, মেলায় গ্যাস বেলুনের সিলিন্ডার ফেটে ভয়াবহ এই কাণ্ডের খবর শুনেই এলাকায় ছুটে যায় পুলিশ। ঠিক কী কারণে এই ঘটনা ঘটল, তার তদন্ত শুরু হয়েছে। তবে গ্রামের মেলায় মর্মান্তিক এই কাণ্ডে গোটা এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।

Stay updated with the latest news headlines and all the latest Westbengal news download Indian Express Bengali App.

Web Title: South 24 pgs jaynagar gas ballon cylinder blast