Kolkata Shootout: বাড়ি থেকে বেরোতেই গুলি মহিলাকে, হরিদেবপুরে দুষ্কৃতী হামলায় ব্যাপক আতঙ্ক

Kolkata crime: দক্ষিণ কলকাতার হরিদেবপুরে সোমবার সকালে গুলিবিদ্ধ হলেন মৌসুমী হালদার নামে এক মহিলা। আশঙ্কাজনক অবস্থায় ভর্তি এম.আর. বাঙ্গুর হাসপাতালে। দুষ্কৃতী পলাতক, ঘটনার তদন্তে নেমেছে কলকাতা পুলিশের হোমিসাইড শাখা। এলাকায় চাঞ্চল্য।

Kolkata crime: দক্ষিণ কলকাতার হরিদেবপুরে সোমবার সকালে গুলিবিদ্ধ হলেন মৌসুমী হালদার নামে এক মহিলা। আশঙ্কাজনক অবস্থায় ভর্তি এম.আর. বাঙ্গুর হাসপাতালে। দুষ্কৃতী পলাতক, ঘটনার তদন্তে নেমেছে কলকাতা পুলিশের হোমিসাইড শাখা। এলাকায় চাঞ্চল্য।

author-image
IE Bangla Web Desk
New Update
Haridevpur shooting, South Kolkata, woman shot, Mousumi Haldar, MR Bangur Hospital, Kolkata Police, homicide branch, Kolkata crime, unidentified assailant, investigation,হরিদেবপুর গুলিকাণ্ড, দক্ষিণ কলকাতা, গুলিবিদ্ধ মহিলা, মৌসুমী হালদার, এম আর বাঙ্গুর হাসপাতাল, কলকাতা পুলিশ, হোমিসাইড শাখা, দুষ্কৃতী, তদন্ত, চাঞ্চল্য

Kolkata crime: হরিদেবপুর থানা।

woman shot: দক্ষিণ কলকাতার হরিদেবপুর এলাকায় সোমবার সকালে গুলিবিদ্ধ হলেন এক মহিলা। পুলিশ সূত্রে খবর, অজ্ঞাতপরিচয় এক দুষ্কৃতী কাছ থেকে গুলি চালায় ওই মহিলার ওপর। গুলিবিদ্ধ মহিলার নাম মৌসুমী হালদার। সকাল প্রায় ৬টা ২০ মিনিট নাগাদ এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে।

Advertisment

স্থানীয় সূত্রে জানা গেছে, মৌসুমী তখন বাড়ির কাছাকাছি রাস্তা দিয়ে যাচ্ছিলেন, সেই সময় হঠাৎই এক ব্যক্তি তাঁর দিকে গুলি চালায়। গুলি মহিলার পিঠে লাগে এবং তিনি রাস্তায় লুটিয়ে পড়েন। আশেপাশের লোকজন ছুটে এসে তাঁকে উদ্ধার করে এম.আর. বাঙ্গুর হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসকরা তাঁর অবস্থা আশঙ্কাজনক বলে জানান। হাসপাতাল সূত্রে খবর, প্রাথমিক চিকিৎসার পর তাঁকে অন্য একটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।

আরও পড়ুন- Offbeat Destination: ভিড় এড়িয়ে প্রকৃতির কোলে! চায়ের সুবাসে মোড়া স্বপ্নের গ্রাম, কোলাহলমুক্ত উত্তরবঙ্গের এই প্রান্তে স্বর্গসুখ!

Advertisment

এদিকে ঘটনার পরেই এলাকা ছেড়ে পালিয়ে যায় দুষ্কৃতীরা। পুলিশ জানিয়েছে, দুষ্কৃতীকে ধরতে তল্লাশি শুরু হয়েছে। এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছেন তদন্তকারীরা। হরিদেবপুর থানার আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের জিজ্ঞাসাবাদ করেছেন এবং আশেপাশের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে।

আরও পড়ুন- West Bengal News Live Updates: আগামীকাল থেকে বাংলা সহ একাধিক রাজ্যে শুরু SIR, বিক্ষোভে কংগ্রেস, তৃণমূল, সিপিএম

 পুলিশ সূত্রে জানা গিয়েছে, সোমবার সকাল ৬টা ২০ মিনিট নাগাদ ঘটনাটি ঘটেছে। মহিলার পিঠে গুলি লেগেছে। তবে কী কারণে এই হামলা, তা জানার চেষ্টা চলছে। তদন্ত শুরু হয়েছে।

আরও পড়ুন- ED raid: পাসপোর্ট জালিয়াতি কাণ্ডে চাকদায় ইডির বড়সড় অভিযান, আটক ৩

পুলিশের প্রাথমিক অনুমান, ব্যক্তিগত শত্রুতা বা পারিবারিক অশান্তি থেকেই এই হামলার সূত্র থাকতে পারে। তবে এখনই কিছু বলা যাচ্ছে না। গোটা ঘটনার তদন্তে নেমেছে কলকাতা পুলিশের হোমিসাইড শাখা। এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এই গুলিকাণ্ডকে ঘিরে।

Breaking news Latest news west bengal latest news crime Shootout kolkata news