/indian-express-bangla/media/media_files/2025/11/03/ps-2025-11-03-14-37-48.jpg)
Kolkata crime: হরিদেবপুর থানা।
woman shot: দক্ষিণ কলকাতার হরিদেবপুর এলাকায় সোমবার সকালে গুলিবিদ্ধ হলেন এক মহিলা। পুলিশ সূত্রে খবর, অজ্ঞাতপরিচয় এক দুষ্কৃতী কাছ থেকে গুলি চালায় ওই মহিলার ওপর। গুলিবিদ্ধ মহিলার নাম মৌসুমী হালদার। সকাল প্রায় ৬টা ২০ মিনিট নাগাদ এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, মৌসুমী তখন বাড়ির কাছাকাছি রাস্তা দিয়ে যাচ্ছিলেন, সেই সময় হঠাৎই এক ব্যক্তি তাঁর দিকে গুলি চালায়। গুলি মহিলার পিঠে লাগে এবং তিনি রাস্তায় লুটিয়ে পড়েন। আশেপাশের লোকজন ছুটে এসে তাঁকে উদ্ধার করে এম.আর. বাঙ্গুর হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসকরা তাঁর অবস্থা আশঙ্কাজনক বলে জানান। হাসপাতাল সূত্রে খবর, প্রাথমিক চিকিৎসার পর তাঁকে অন্য একটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।
এদিকে ঘটনার পরেই এলাকা ছেড়ে পালিয়ে যায় দুষ্কৃতীরা। পুলিশ জানিয়েছে, দুষ্কৃতীকে ধরতে তল্লাশি শুরু হয়েছে। এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছেন তদন্তকারীরা। হরিদেবপুর থানার আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের জিজ্ঞাসাবাদ করেছেন এবং আশেপাশের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, সোমবার সকাল ৬টা ২০ মিনিট নাগাদ ঘটনাটি ঘটেছে। মহিলার পিঠে গুলি লেগেছে। তবে কী কারণে এই হামলা, তা জানার চেষ্টা চলছে। তদন্ত শুরু হয়েছে।
আরও পড়ুন- ED raid: পাসপোর্ট জালিয়াতি কাণ্ডে চাকদায় ইডির বড়সড় অভিযান, আটক ৩
পুলিশের প্রাথমিক অনুমান, ব্যক্তিগত শত্রুতা বা পারিবারিক অশান্তি থেকেই এই হামলার সূত্র থাকতে পারে। তবে এখনই কিছু বলা যাচ্ছে না। গোটা ঘটনার তদন্তে নেমেছে কলকাতা পুলিশের হোমিসাইড শাখা। এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এই গুলিকাণ্ডকে ঘিরে।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us