Advertisment

'আমাদের লোকেরা হাত পেতে টাকা নিয়ে ধরা পড়েছে', বিস্ফোরক শোভনদেবের আসল টার্গেট কারা?

চাকরি দুর্নীতি নিয়ে মুখ খুলে হইচই ফেললেন বর্ষীয়ান তৃণমূল নেতা শোভনদেব চট্টোপাধ্যায়।

author-image
IE Bangla Web Desk
New Update
sovondeb chatterjee's statement on recruitment scam in bengal

বর্ষীয়ান তৃণমূল নেতা শোভনদেব চট্টোপাধ্যায়।

দুর্নীতি নিয়ে আবারও সিপিএমকে নিশানা রাজ্যের মন্ত্রী তথা বর্ষীয়ান তৃণমূল নেতা শোভনদেব চট্টোপাধ্যায়ের। নিজের দলের নেতা-কর্মীদের দুর্নীতির কথা স্বীকার করেও চাকরি-কেলেঙ্কারি নিয়ে সিপিএমকে তেড়েফুঁড়ে আক্রমণ শোভনদেব চট্টোপাধ্যায়ের। খড়দহে নিজের বিধানসভা কেন্দ্রে দলেরই একটি অনুষ্ঠানে যোগ দিয়ে এই বামেদের আমলের চাকরি-'দুর্নীতি' নিয়ে ভয়ঙ্কর অভিযোগ এনেছেন বর্ষীয়ান এই রাজনীতিবিদ।

Advertisment

ঠিক কী বলেছেন শোভনদেব চট্টোপাধ্যায়?

'সিপিএম সায়েন্টিফিক্যালি চুরি করত। সার্ভিস কমিশনকে বুড়ো আঙুল দেখিয়ে সব দফতরে নিজেদের লোক ঢুকিয়েছে। আমাদের লোকেরা হাত পেতে টাকা নিয়ে ধরা পড়েছে। ওরা চাকরি দিয়ে মাসে মাসে পার্টি অফিসে কমিশন জমা করতে বলত।' দলীয় নেতা-কর্মীদের বেনজির দুর্নীতির কথা স্বীকার করেও সিপিএমকে কড়া ভাষায় আক্রমণ মমতা বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত ঘনিষ্ঠদের মধ্যে অন্যতম তৃণমূল নেতা শোভনদেব চট্টোপাধ্যায়ের।

আরও পড়ুন- অবরোধ প্রত্যাহার নিয়ে কুড়মি সমাজেই বড়সড় বিভ্রান্তি! নয়া পদক্ষেপে আরও ঝাঁঝ আন্দোলনে

এদিকে চাকরি দুর্নীতি নিয়ে সিপিএমকে নিশানা করায় পাল্টা শোভনদেব চট্টোপাধ্যায়কেই আক্রমণ শানিয়েছেন সিপিএম নেতা তথা সাংসদ বিকাশরঞ্জন ভট্টাচার্য। প্রখ্যাত এই আইনজীবী সংবাদমাধ্যমে বলেন, 'যাক তবু ভালো ওর মুখে সায়েন্স কথাটা এসেছে। উনি যখন বুঝতেই পারছেন যে সায়েন্টিফিক উপায়ে চুরি করেছে, তাহলে সায়েন্টিফিক উপায়েই তথ্যগুলো কেন প্রকাশ করছেন না? নিজেরা আকণ্ঠ দুর্নীতিতে ডুবে গেছেন। বাঁচার রাস্তা নেই। মানুষকে বিভ্রান্ত করতেই এই সব গপ্পো হাজির করছেন।'

আরও পড়ুন- অফিস ছেড়ে সুন্দরবনের প্রত্যন্ত গ্রামে বিডিও-র সাইকেল-সফর, কারণটা তারিফ করার মতোই!

West Bengal CPIM Sovondeb Chatterjee tmc left front Recruitment Scam
Advertisment