Advertisment

বীরভূমে বোমা ফেটে জোড়া মৃত্যু, পুলিশ সুপারকে সরালেন মমতা

বীরভূমের মাড়গ্রামে বোমা বিস্ফোরণে জোড়া মৃত্যুর জেরে অপসারিত পুলিশ সুপার।

author-image
IE Bangla Web Desk
New Update
strict guidelines issued to prevent strike of government employees by nabanna , সরকারি কর্মীদের ধর্মঘট রুখতে কড়া নির্দেশিকা নবান্নের

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

বীরভূমের মাড়গ্রামে বোমা বিস্ফোরণে জোড়া মৃত্যুর জেরে অপসারিত পুলিশ সুপার। সরিয়ে দেওয়া হল বীরভূমের পুলিশ সুপার নগেন্দ্রনাথ ত্রিপাঠীকে। নগেন্দ্রনাথ ত্রিপাঠীর জায়গায় বীরভূমের এসপি করে আনা হল ভাস্কর মুখোপাধ্যায়কে। সুন্দরবন পুলিশ জেলার এসপি ছিলেন ভাস্কর মুখোপাধ্যায়। নগেন্দ্রনাথ ত্রিপাঠীকে ওয়েস্ট বেঙ্গল পুলিশ ডিরেক্টরেটের ওএসডি পদে পাঠানো হয়েছে।

Advertisment

পঞ্চায়েত ভোটের আগে আবারও রক্ত ঝরেছে রাঙামাটির জেলা বীরভূমে। বোমা ফেটে মৃত্যু হয়েছে তৃণমূলের মাড়গ্রাম এক নম্বর পঞ্চায়েত প্রধানের ভাই-সহ মোট দু'জনের। এই ঘটনার জেরে ফের একবার বীরভূমের আইনশৃঙ্খলার পরিস্থিত নিয়ে বড়সড় প্রশ্ন উঠেছে। রাজ্য প্রশাসন আইনশৃঙ্খলার পরিবেশ মসৃণ রাখতে পুরোপুরি ব্যর্থ বলে সুর চড়াচ্ছে বিরোধীরা। এরই মধ্যে বীরভূমের পুলিশ সুপার নগেন্দ্রনাথ ত্রিপাঠীকে সরিয়ে স্পষ্ট বার্তা রাজ্যের। নগেন্দ্রনাথ ত্রিপাঠীর জায়গায় বীরভূমের নতুন পুলিশ সুপার ভাস্কর মুখোপাধ্যায়। ভাষ্কর মুখোপাধ্যায় সুন্দরবন পুলিশ জেলার এসপি ছিলেন।

publive-image

বীরভূমের অপসারিত পুলিশ সুপার নগেন্দ্রনাথ ত্রিপাঠী এবার ওয়েস্ট বেঙ্গল পুলিশ ডিরেক্টরেটে ওএসডি পদের দায়িত্ব সামলাবেন। অন্যদিকে, সুন্দরবন পুলিশ জেলার নতুন এসপি করা হযেছে কোটেশ্বর রাও নালাভতকে।

আরও পড়ুন- তালিবানি বর্বরতা! বধূ-যুবকের উপর পাশবিক নির্যাতনের কথা জানলে শিউরে উঠবেন

এদিকে, বীরভূমের মাড়গ্রামের বিস্ফোরণে পরপর দু'জনের মৃত্যুর ঠিক পরে পুলিশ সুপারকে সরানো নিয়ে রাজ্য প্রশাসনকেই তোপ দেগেছে বিরোধীরা। পুলিশমন্ত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ দাবি করেছে বামেরা। বাম সাংসদ বিকাশ ভট্টাচার্য সংবাদমাধ্যমে বলেন, 'পুলিশমন্ত্রীকেই তো সরাতে হবে। তৃণমূল সংঘটিতভাবে বোমা জড়ো করছে, বিস্ফোরণ করছে। বিরোধীদের ভয় দেখাতেই এসব করছে। পুলিশের এসপিকে সরিযে কী লাভ? এসপিকে সরিয়ে মুখ রক্ষার চেষ্টা করছে। প্রশাসনের বারোটা বাজিয়ে উনি ছেড়ে দিয়েছেন।'

police Birbhum West Bengal
Advertisment