Advertisment

জগদ্ধাত্রী পুজোয় চন্দননগরে যাবেন? স্পেশাল ট্রেন চালাচ্ছে রেল, দেখে নিন তালিকা

দুর্গাপুজো, কালীপুজো শেষে এবার পালা দেবী জগদ্ধাত্রীর। জমজমাট চন্দননগর।

author-image
IE Bangla Web Desk
New Update
Special local Train service for Chandannagar Jagadhatri Puja 2023

চন্দননগরে জগদ্ধাত্রী পুজোয় দর্শানার্থীদের সুবিধার্থে স্পেশাল ট্রেন চালাচ্ছে রেল।

দুর্গাপুজো, কালীপুজো শেষে এবার পালা দেবী জগদ্ধাত্রীর। জমজমাট চন্দননগর। ফরাসডাঙার অলিগলি আলোয় আলো। প্রতিবার চন্দননগরে জগদ্ধাত্রী পুজো দেখতে যাওয়ার ধুম পড়ে যায়। এলাকার বাসিন্দারা তো বটেই চন্দননগরের জগদ্ধাত্রী পুজো দেখতে ভিনজেলা থেকেও বহু মানুষ গিয়ে ভিড় জমান। উপচে পড়া সেই দর্শনার্থীদের প্রবল ভিড় সামাল দিতে এবারও স্পেশাল ট্রেন চালাচ্ছে রেল। কবে থেকে কোন শাখায় চলবে এই স্পেশাল ট্রেন? জেনে নিন বিশদে।

Advertisment

আগামী সোম থেকে বৃহস্পতিবার পর্যন্ত হাওড়া-ব্যান্ডেল লাইনে চলবে স্পেশাল ট্রেন। এছাড়াও হাওড়া-বর্ধমান শাখাতেও চন্দননগরের জগদ্ধাত্রী পুজো উপলক্ষে এক জোড়া স্পেশাল ট্রেন চালানো হবে। এর মধ্যে পাঁচটি আপ ও পাঁচটি ডাউন ট্রেন থাকবে। মোট ১০টি স্পেশাল ট্রেন চলবে। জানা গিয়েছে, আগামী সোমবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত মিলবে বিশেষ এই পরিষেবা।

স্পেশাল ট্রেনের তালিকা এক নজরে…

হাওড়া থেকে আগামী সোম-বৃহস্পতিবার পর্যন্ত এই ট্রেনগুলি ছেড়ে যাবে বিকেল ৫.২০ মিনিট, সন্ধে ৭.৫৫ মিনিট এবং রাত সাড়ে ১২টায়। একইভাবে ব্যান্ডেল থেকে হাওড়ার উদ্দেশে স্পেশাল ট্রেন ছেড়ে যাবে সন্ধে ৬.৩৫ মিনিট, রাত ৯.২০ মিনিট, রাত ১টা এবং রাত ২টোয়।

আরও পড়ুন- গা শিউরে ওঠার মতো ছবি খাস বাংলায়! খাটিয়ায় চাপিয়ে হাসপাতালে রোগিনী, মর্মান্তিক মৃত্যু!

এছাড়াও চন্দননগরের জগদ্ধাত্রী পুজো উপলক্ষে হাওড়া থেকে বর্ধমানগামী স্পেশাল ট্রেন ছেড়ে যাবে রাত ১.১৫ মিনিটে। উল্টোদিকে বর্ধমান থেকে হাওড়াগামী স্পেশাল ট্রেন ছাড়বে রাত সাড়ে ১০টায়। এছাড়াও আগামী ২৪ নভেম্বর জগদ্ধাত্রী পুজোর বিসর্জনের দিনেও হাওড়া-ব্যান্ডেল শাখায় এক জোড়া স্পেশাল ট্রেন চালানো হবে। হাওড়া থেকে ট্রেনটি ছাড়বে রাত ২.৩৫ মিনিটে। উল্টোদিকে ব্যান্ডেল থেকে ট্রেনটি ছাড়বে ভোর চারটেয়।

West Bengal Chandannagar Special Local Train Jagadhatri Puja 2023 Local Train
Advertisment