Metro Railway, Kolkata: আজ থেকেই কলকাতা মেট্রোয় রাতের দিকের শেষ ট্রেনের সময় এগিয়ে আনা হচ্ছে। আজ অর্থাৎ ২৪ জুন, ২০২৪ থেকে কলকাতা মেট্রোরেলের ব্লু লাইনে পরীক্ষামূলক এই মেট্রো পরিষেবা কবি সুভাষ এবং দমদম থেকে রাত ১০.৪০ মিনিটে ছেড়ে যাবে। এই পরিষেবা সোম থেকে শুক্রবার পর্যন্ত উপলব্ধ থাকবে এবং সমস্ত স্টেশনে ট্রেন থামবে।
তবে সমস্ত স্টেশনে টোকেন, স্মার্ট কার্ড ইত্যাদি দেওয়ার জন্য কোনও টিকিট কাউন্টার খোলা থাকবে না। যাত্রীদের UPI পেমেন্ট মোড ব্যবহার করে সমস্ত স্টেশনে ইনস্টল করা ASCRM মেশিন থেকে টোকেন কেনার জন্য অনুরোধ করেছে মেট্রো কর্তৃপক্ষ। মেট্রো স্মার্ট কার্ড থাকা যাত্রীরাও এই পরীক্ষামূলক রাতের পরিষেবাগুলি পেতে সক্ষম হবেন।
উল্লেখ্য, করোনার আগে কলকাতা মেট্রোয় রাতের দিকে শেষ ট্রেন ছাড়ত রাত ৯:৫৫ মিনিটে। করোনার পর থেকে সেই সময় এগিয়ে আনা হয়েছিল। দমদম এবং কবি সুভাষ থেকে রাতের দিকে শেষ মেট্রো ছাড়ত রাত ৯:৪০ মিনিটে। এরপর গত ২৪ মে, ২০২৪ থেকে মেট্রোরেলের আপ এবং ডাউন লাইনে রাত ১১ টায় পরীক্ষামূলকভাবে মেট্রো পরিষেবা চালু করা হয়।
আরও পড়ুন- বাংলায় বসে বড়সড় নাশকতার ছক? কাঁকসায় জঙ্গি যোগে ধৃত হবিবুল্লাহকে জেরায় চাঞ্চল্যকর তথ্য
যদিও সেই মেট্রো পরিষেবায় আশানুরূপ সাড়া মেলেনি। রাতের মেট্রোয় গড়ে মাত্র ৬০০ জন যাত্রী চড়েছেন। যার জেরে ট্রেন চালাতে অতিরিক্ত বিপুল পরিমাণ টাকা খরচ হচ্ছে মেট্রো কর্তৃপক্ষের। সেই কারণে এবার থেকে রাত ১১টা নয় রাতের শেষ মেট্রো ছাড়া হবে রাত ১০:৪০ মিনিটে।
আরও পড়ুন- Kolkata Weather Today: দক্ষিণবঙ্গে বর্ষা নিয়ে বড় খবর! আজ ভারী বৃষ্টির পূর্বাভাস কোন কোন জেলায়?