Advertisment

ফেসবুকে আলাপ-প্রেম, রূপকথার বিয়ে বিশেষভাবে সক্ষম উত্তরপ্রদেশের বর-মালদার কনের

Specially abled couple tie knot: একজনের বাড়ি উত্তরপ্রদেশে, অপরজনের বাড়ি মালদা শহরে। দুজনেই মুক ও বধির। ফেসবুকেই তাঁদের আলাপ। এরপরই বিবাহবন্ধনে চার হাত এক হল মুখ ও বধির ওই দুই যুবক-যুবতীর। রবিবার মালদায় এসে উত্তরপ্রদেশের মুক ও বধির যুবক মালদার প্রতিবন্ধী রিঙ্কি দাসকে বিয়ে করলেন। আর এই ঘটনার সাক্ষী হয়ে থাকলেন মালদা শহরের ওই যুবতীর পাড়া প্রতিবেশীরা।

IE Bangla Web Desk এবং Subhamay Mandal
New Update
Specially abled couple, West Bengal, Maldah

বিয়ে করলেন দুই বিশেষ ভাবে সক্ষম যুগল

Specially abled couple tie knot: একজনের বাড়ি উত্তরপ্রদেশে, অপরজনের বাড়ি মালদা শহরে। দুজনেই মুক ও বধির। ফেসবুকেই তাঁদের আলাপ। এরপরই বিবাহবন্ধনে চার হাত এক হল মুখ ও বধির ওই দুই যুবক-যুবতীর। রবিবার মালদায় এসে উত্তরপ্রদেশের মুক ও বধির যুবক মালদার প্রতিবন্ধী রিঙ্কি দাসকে বিয়ে করলেন। আর এই ঘটনার সাক্ষী হয়ে থাকলেন মালদা শহরের ওই যুবতীর পাড়া প্রতিবেশীরা।

Advertisment

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মালদা শহরের এলিট কর্নারের বাসিন্দা নাড়ু দাস ও কল্পনা দাস স্বপ্নেও ভাবেননি তাঁদের বিশেষভাবে সক্ষম মেয়ে রিঙ্কি দাসের বিয়ে হবে। একই অবস্থা ছিল সুদূর উত্তরপ্রদেশের কিষান পল ও কমলা দেবীর একমাত্র মুক ও বধির পুত্র রাজিত সিংয়ের ক্ষেত্রে। জানা গিয়েছে , দুইজনেই কথা বলতে না পারলেও ফেসবুকের মাধ্যমে তাঁদের আলাপ হয় এবং সেখান থেকে আস্তে আস্তে প্রেম গাঢ় হয়।

প্রেমের টানে সুদূর উত্তরপ্রদেশ থেকে ওই মুক ও বধির যুবক রাজিত মালদায় আসেন। এখানে রিংকির সঙ্গে তাঁর সামনাসামনি দেখা হয়। রিঙ্কির পরিবারের পক্ষ থেকে উত্তরপ্রদেশে ছেলের বাড়িতে যান ছেলের বাবা-মায়ের সঙ্গে কথা হয়। দুই পরিবারের সম্মতিতে তাঁদের রেজিস্ট্রি বিয়ে হয়।

আরও পড়ুন BJP On Chopra incident: পরকীয়ার জের! সালিশি সভায় যুগলকে ফেলে মার, হাড়হিম ঘটনায় প্রশ্নের মুখে শাসকদল

এবিষয়ে ইংরেজবাজার থানার ম্যারেজ রেজিস্ট্রি অফিসার সৌরজিৎ রায় জানান, 'এরকম বিয়ে আমার জীবনে স্মরণীয় ঘটনা হয়ে থাকবে। আমি সম্পূর্ণ বিনা পারিশ্রমিকে বিশেষ ভাবে সক্ষম রিঙ্কি এবং রাজিতের এই বিয়ে সম্পন্ন করলাম। এটা আমার কাছে খুব গর্বের।'

tollywood Maldah specially-abled man uttar pradesh
Advertisment