TMC Martyr's Day rally: কলকাতায় আজ তৃণমূলের শহিদ সমাবেশ (TMC Martyrs Day)। দিন কয়েক আগেই তৃণমূল নেতা কুণাল ঘোষ (Kunal Ghosh) জানিয়েছিলেন, BJP-র দুই সাংসদ নাকি তৃণমূলে যোগ দিতে ইচ্ছা প্রকাশ করেছেন। তবে কি একুশের মঞ্চে মমতা-অভিষেকের হাত ধরেই পদ্ম ছেড়ে জোড়াফুলে নাম লেখাতে চলেছেন BJP-র দুই সাংসদ? বিষয়টি এখনও স্পষ্ট নয়। বা কোন কোন সাংসদ BJP ছাড়তে পারেন তেমন কোনও নামও জানা যায়নি।
ধর্মতলায় আজ একুশের সভা মঞ্চে থাকতে পারে দুরন্ত চমক। দিন কয়েক ধরেই এই ধরনের একটি জল্পনা তৈরি হয়েছে। সম্প্রতি তৃণমূল নেতা কুণাল ঘোষ জানিয়েছিলেন, বিজেপির দুই সাংসদ তৃণমূলের সঙ্গে যোগাযোগ করেছেন। তাঁরা নাকি তৃণমূলে যুক্ত হতেও চেয়েছেন। কুণাল জানিয়েছিলেন, ওই দুই বিজেপি সাংসদদের মেয়াদ এখনও সম্পূর্ণ হয়নি। তাই তাঁদের অপেক্ষা করতে বলা হয়েছে।
যদিও BJP রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumdar) কুণাল ঘোষের এই ধরনের মন্তব্যে পাত্তা দিতে নারাজ। তবে জল্পনা বেড়েই চলেছে। সম্প্রতি দিলীপ ঘোষের (Dilip Ghosh) মতো পোড়খাওয়া বিজেপি নেতাকে দলে রাজ্য নেতৃত্বের বিরুদ্ধে মুখ খুলতে দেখা গিয়েছিল। লোকসভা ভোটের ফল প্রকাশের পর থেকে দিলীপ ঘোষের সঙ্গে বঙ্গ বিজেপি নেতৃত্বের দূরত্ব বেড়েছে বই কমেনি। এছাড়া সৌমিত্র খাঁও দলের নেতৃত্বের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন।
আরও পড়ুন- 21 July TMC Martyrs Day Live Updates: ধর্মতলায় জনজোয়ার, মমতার দুরন্ত বার্তায় নজর, মিছিলে ‘হটকেক’ লক্ষ্মীর ভাণ্ডার
যদিও তারা যে বিজেপি ছাড়বেন এমন কোনও সম্ভাবনা তৈরি হয়নি। এছাড়াও বিজেপির আরও কোনও সাংসদের নামও তেমনভাবে 'বিদ্রোহী' তালিকায় নেই। তাই কুণাল ঘোষের এই দাবি আদৌ কতটা সারবত্তা আছে তা নিয়ে প্রশ্ন রয়েছে রাজনৈতিক বিশ্লেষকদের। আর তাই একুশের সভামঞ্চে বড় মেগা কোনও দলবদল হতে পারে কিনা তা নিয়ে প্রশ্ন রয়েছে।
আরও পড়ুন- BJP: ‘নতুন এসেছেন, নিয়ম জানেন না’, শুভেন্দুকে তুলোধনা BJP-সংখ্যালঘু সেল সভাপতির