Advertisment

Srijan Bhattacharyya: দুরন্ত আবেদন সৃজনের! কাছে টানতে ISF-কে কোন কথা স্মরণ করালেন জানেন?

Lok Sabha Election 2024: যাদবপুরেও লড়াই এবার জমজমাট। জয়ের ব্যাপারে আশাবাদী সিপিএম। যাদবপুর কেন্দ্রে এবার বামেদের প্রধান প্রতিপক্ষ তৃণমূলের সায়নী ঘোষ । এই কেন্দ্রে BJP-র বাজি অনির্বাণ গঙ্গোপাধ্যায়। ISF সম্প্রতি যাদবপুর কেন্দ্রে প্রার্থীর নাম ঘোষণা করেছে। এই কেন্দ্র থেকে নওশাদদের হয়ে লড়াই করছেন পেশায় আইনজীবী নূর আলম খান।

IE Bangla Web Desk এবং Nilotpal Sil
New Update
Lok Sabha Election 2024 Jadavpur Cpim Srijan Bhattacharya Lakshmir Bhandar

Srijan Bhattacharyya: যাদবপুরের বাম প্রার্থী সৃজন ভট্টাচার্য।

Srijan Bhattacharyya-ISF: বামেদের সঙ্গে জোট ভেস্তে গিয়েছে। সমঝোতা পাকা না হওয়ায় একদিকে যেমন বামেরাও প্রার্থী ঘোষণা করেছে, তেমনই ISF-ও নিজেদের মতো করে কেন্দ্র ধরে ধরে প্রার্থীদের নাম ঘোষণা করেছে। তবে নওশাদ সিদ্দিকীদের (Nawsad Siddique) সঙ্গে জোট না হলেও ISF কর্মী-সমর্থকদের প্রতি একসঙ্গে লড়ার বার্তা যাদবপুর কেন্দ্রের CPM প্রার্থী সৃজন ভট্টাচার্যের (Srijan Bhattacharyya)।

Advertisment

ISF কর্মী-সমর্থকদের প্রতি সৃজনের বার্তা:

"ভাঙড়ের মানুষ তৃণমূলের হাতে অত্যাচারিত হয়েছেন। মানুষ আইএসএফ-কে ধরে একুশের নির্বাচনে পাল্টা লড়াই দিয়েছেন। লাল ঝান্ডাই তৃণমূল-বিজেপিকে হারানোর জন্য ঠিক লোক। আমি আশাবাদী, ভাঙড়-সহ সর্বত্র আইএসএফ নেতৃত্ব এটা বুঝবেন। আমরা একসঙ্গে লড়াই করব। ভাঙড়-সহ সর্বত্র আইএসএফ কর্মীদের কাছে আমাদের আবেদন, এমন কিছু করবেন না যাতে এর সুযোগে তৃণমূল-বিজেপি সুবিধা পেয়ে যায়। ভাঙড়ে যখন আইএসএফ কর্মীরা মার খেয়েছেন আমি তাঁদের থানায় নিয়ে গিয়ে FIR করেছি। আমি ভাঙড়ের ISF কর্মীদের সঙ্গে আছি।"

আরও পড়ুন- Attacks on NIA: ভোটের বাংলায় রোমহর্ষক হামলার মুখে NIA, ভেঙে গুঁড়িয়ে দেওয়া হল গাড়ির কাচ

শনিবার সোনারপুর উত্তর বিধানসভার খেয়াদহ এলাকায় প্রচারে গিয়েছিলেন যাদবপুর লোকসভা কেন্দ্রের সিপিএম প্রার্থী সৃজন ভট্টাচার্য। এদিন তিনি খেয়াদহ বাজার এলাকা থেকে প্রচার শুরু করেন। পথচলতি মানুষদের সঙ্গেও চলে কুশল বিনিময়-ভোট প্রার্থনা। যাদবপুর কেন্দ্রে এবার বামেদের প্রধান প্রতিপক্ষ তৃণমূলের সায়নী ঘোষ (Sayani Ghosh)।

আরও পড়ুন- Lok Sabha Polls 2024: প্রতিশ্রুতির ফুলঝুড়িতেই চিঁড়ে ভেজানোর চেষ্টা! ভোটের ‘ললিপপ’ NRC-CAA! রাজবংশীদের মনের কথা কী?

এই কেন্দ্রে BJP-র বাজি অনির্বাণ গঙ্গোপাধ্যায় (Anirban Ganguly)। ISF সম্প্রতি যাদবপুর কেন্দ্রে প্রার্থীর নাম ঘোষণা করেছে। এই কেন্দ্র থেকে নওশাদদের হয়ে লড়াই করছেন পেশায় আইনজীবী নূর আলম খান (Noor Alam Khan)।

আরও পড়ুন- Dilip Ghosh on Rachana Banerjee: ‘দিদি নং ১ খ্যাত’ রচনাকে নিয়ে এটা কী বললেন দিলীপ! তুঙ্গে চর্চা!

Cpm ISF loksabha election 2024 srijan bhattacharya naushad siddiqui
Advertisment