Srijan Bhattacharyya-Sayani Ghosh: জমে উঠেছে লোকসভা ভোটের (Lok Sabha Polls 2024) লড়াই। রাজ্যজুড়ে প্রচারে ঝড় তুলছেন শাসক-বিরোধী প্রার্থীরা। এবারের লোকসভা নির্বাচনে (Lok Sabha Election 2024) শাসকদল তৃণমূলকে জোর ধাক্কা দিতে মুখিয়ে বিরোধী BJP থেকে শুরু করে বাম-কংগ্রেস। অন্যদিকে, বিরোধীদের ধাক্কা সামলে বাংলার রাশ নিজেদের হাতে রাখতেই আত্মবিশ্বাসী জোড়াফুলও। ফি দিন নির্বাচনী প্রচারে বেরিয়ে শাসক-বিরোধী প্রার্থীরা একে অপরের প্রতি টিপ্পনি-কটাক্ষ ছুঁড়ে দিচ্ছেন। এবার যাদবপুরের তৃণমূল প্রার্থী সায়নী ঘোষকে (Sayani Ghosh) নিয়ে ভবিষ্যদ্বাণী করলেন প্রতিপক্ষ CPM প্রার্থী সৃজন ভট্টাচার্য (Srijan Bhattacharyya)।
কী বললেন সৃজন?
"রাজীব, মুকুল, সব্যসাচী, বাবুল সুপ্রিয় যারা যারা এক সময়ে BJP-কে 'কহো না প্যার হ্যায়' বলেছিলেন তাঁরা তৃণমূলকে 'হাম-তুম' বলেন এখন। তাঁরা দু'দিন পরে আবার বিজেপির খোপে ঢুকে যাবেন না এর কোনও গ্যারান্টি নেই। সায়নী ঘোষ-সহ তৃণমূলের যাঁরা আছেন তাঁরা যে কেউ যে কোনওদিন বিজেপিতে ঢুকে যেতে পারেন। বিজেপিতে যাঁরা আছেন তাঁরাও যে কেউ যে কোনও দিন তৃণমূলে ঢুকে যেতে পারেন।"
উল্লেখ্য, যাদবপুর (Jadavpur) লোকসভা কেন্দ্রে এবার সৃজন ও সায়নী দু'জনেই নতুন মুখ। গতবার এই কেন্দ্রে তৃণমূলের টিকিটে দাঁড়িয়ে বিপুল জয় পেয়েছিলেন টলিউড অভিনেত্রী (Tollywood Actress) মিমি চক্রবর্তী (Mimi Chakraborty) । তিনি হারিয়েছিলেন বামেদের হেভিওয়েট প্রার্থী বিকাশরঞ্জন ভট্টাচার্যকে (Bikash Ranjan Bhattacharya)। তবে এবার মিমি ভোটের আগেই তাঁর সাংসদ পদ থেকে ইস্তফা দিয়েছেন। বিকাশরঞ্জন ভট্টাচতার্যকেও রাজ্যসভার সাংসদ করেছে বামেরা।
আরও পড়ুন- North Sikkim Tour: ভ্রমণপ্রিয় বাঙালিদের জন্য বাম্পার খবর! দারুণ উদ্যোগে জমে ক্ষীর উত্তর সিকিম ভ্রমণ
যাদবপুরে লাল ঝাণ্ডা ওড়াতে এবার সৃজন ভট্টাচার্যের মতো দলের তরুণ নেতার কাঁধেই দায়িত্ব সঁপেছে আলিমুদ্দিন স্ট্রিট। সৃজন ভট্টাচার্যের হয়ে প্রচারে বর্ষীয়ান বাম নেতাদের ফি দিন দেখা যাচ্ছে। সুজন চক্রবর্তী একটা সময়ে এই যাদবপুর কেন্দ্রের সাংসদ ছিলেন।
আরও পড়ুন- Sundarbans: ঝোপের আড়ালে লুকিয়েছিল দৈত্যাকার বাঘ! মধুর চাকে হাত দিতেই এক লাফে মাথায় কামড়! তারপর?
তিনি অবশ্য এবার দমদম কেন্দ্র থেকে ভোটে লড়ছেন। যদিও নিজের প্রচার সামলে সময় বের করে সৃজনের হয়ে প্রাচের তাঁকে প্রায়ই দেখা যাচ্ছে। উল্টোদিকে সায়নী ঘোষও যাদবপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত প্রতিটি বিধানসভা কেন্দ্র চষে ফেলছেন। কখনও আবির খেলে, কখনও নেচে-গেয়ে জনসংযোগ বাড়ানোর চেষ্টা চালাচ্ছেন তিনি।